২ থেকে ৩ চা চামচ অথবা প্রয়োজন মত গুঁড়ো প্যাক নিয়ে কুসুম গরম পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে দিলে ড়িয়ে পরেনা এমন ঘনত্বের পেস্ট বানিয়ে নিন। কমপক্ষে ৩০ মিনিট সম্পূর্ণ চুলে রেখে দিয়ে অতপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ১ দিন পর পর ব্যাবহার করুন।
বাড়তি যত্ন (Optional):
শুধু পানি দিয়ে ব্যবহার করাই যথেষ্ট। এর পরেও সময় থাকলে এবং সম্ভব হলে
পিয়াজ বাটা,
আদা বাটা
কাঁচা এলোভেরা পাতার জেল
টক দই
এর মধ্যে যা যা যোগার করতে পারেন অথবা বাসায় থাকে তা ১ চামচ করে যুক্ত করে ব্যবহার করতে পারেন যোগার করতে পারলে।
সমস্যা কন্ট্রোলে আসার পরেও চুলের রেগুলার কেয়ারের জন্য সপ্তাহে ১ থেকে ২ দিন হলেও করতে পারেন। কুসুম গরম পানি করা সম্ভব না হলে নরমাল খাবারের পানি দিতে পারেন। উল্লেখিত উপাদান গুলোর কোনটায় আপনার এলার্জি অথবা ব্যাবহার নিষেধ থাকলে ব্যাবহার থেকে বিরত থাকবেন যেমনঃকালার/রিবন্ডিং চুলে মেহেদি ব্যবহার নিষেধ থাকলে আমাদের মেহেদি ছাড়া এন সি হেয়ার প্যাক ৩.০ ব্যবহার করুন)
প্রথমে ভালো করে মুখ ধুয়ে পরিস্কার করে নেবেন। এর পর পরিমাণ মত ফেস প্যাক পানি দিয়ে মিশিয়ে ক্রিমের মত পেস্ট বানিয়ে ব্যবহার করবেন। ১০ মিনিট অথবা শুকিয়ে যাবার আগ পর্যন্ত দিয়ে রেখে, পানি দিয়ে আলতো ভাবে ম্যাসেজ করতে করতে ধুয়ে ফেলবেন। প্যাকে উল্লেখিত ১০০% প্রাকৃতিক উপাদান গুলোর কোন উপাদানে আপনার এলার্জি থাকলে অথবা ব্যবহার নিষেধ থাকলে ব্যবহার থেকে বিরত থাকুন। প্রথম বার ব্যাবহারের আগে হাতে অথবা কানের নিচে সামান্য স্থানে ব্যবহার করে দেখে নিন আপনাকে মানায় কিনা (প্যচ চেস্ট)।
নারী ও পুরুষ উভয়ের শুধু মাত্র বাহ্যিক ব্যাভারের জন্য উপযুক্ত এই হারবাল ফেস প্যাক। এতে কোণ প্রকার কেমিক্যাল অথবা প্রিজারভেটিব নেই।