Terms & Policy
Terms & Policy
✅সাধারণ শর্তাবলী**
S-Finder- এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও (“বিষয়বস্তু”) আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে S-Finder দায়বদ্ধ নয়। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে S-Finder সম্পূর্ণভাবে মুক্ত। বিজ্ঞাপনদাতারা সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু S-Finder-এর শর্তাবলী মেনে S-Finder-এর অংশীদার সাইটসমূহে উপস্থাপন করা যেতে পারে।
✅স্বত্বাধিকার**
বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাগণ S-Finder কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন। S-Finder- এর অন্তর্ভুক্ত উপাদান (এর বিষয়বস্তু, এবং অন্য কোনো সামগ্রী, সফটওয়্যার বা সার্ভিস সমূহ) ওয়েব সাইটের যেকোনো ধরনের মেধাস্বত্ব অধিকার যেমন স্বত্বাধিকার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম এবং পৃথককারী অন্যান্য ব্রান্ড সল্টসাইট টেকনোলজিস এবি’র সম্পত্তি। উল্লেখ্য যে, সল্টসাইট টেকনোলজিস এবি-এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন বিষয় নকল, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, ইন্সটল, পোস্ট, স্থানান্তর, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।
✅জলছাপ**
S-Finder- এর সকল ছবি জলছাপযুক্ত না, যা বিজ্ঞাপনদাতার অনুমতি ছাড়া অন্যকোন উদ্দ্যেশে ছবিগুলোর ব্যবহার থেকে বিরত রাখে না।
✅নিরাপত্তা এবং ছবি** সম্পাদকীয় উদ্দেশ্যে S-Finder বিষয়বস্তুর শিরোনাম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। S-Finder অপ্রাসঙ্গিক বা S-Finder- এর নিয়ম লঙ্ঘন করে এইরূপ ছবি বা চিত্র প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে।
✅ব্যক্তিগত** S-Finder যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করার অধিকার সংরক্ষণ করে যদি কোনো বিষয়বস্তু প্রচলিত আইন লঙ্ঘন করে। উদাহরণ স্বরূপ, কোনো আইএসপি (ISP) দ্বারা বিজ্ঞাপণদাতা, ব্যবহারকারী বা ক্রেতার পরিচয় সনাক্ত করা হতে পারে। এছাড়াও, শর্তাবলী প্রতিপালন নিশ্চিত করার জন্য আইপি ঠিকানা (IP address) ও নিবন্ধন করা হতে পারে।
✅গোপনীয়তা** S-Finder ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি S-Finder ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, S-Finder কে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। S-Finder সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে S-Finder পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং S-Finder-এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।
✅কুকিজ** এই সাইট “কুকি” ব্যবহার করে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।
✅ব্যবহারকারীদের ইমেল ঠিকানা** বিজ্ঞাপন পোস্ট করার জন্যে ব্যবহারকারীদের একটি কার্যকর ইমেইল ঠিকানা জমা দিতে হয়। ব্যবহারকারীর ইমেইল ঠিকানা প্রকাশ্যে প্রদর্শন করা হবে না এবং অন্যান্য ব্যবহারকারীগণ S-Finder- এর মাধ্যমে ঐ ব্যবহারকারীর নিকট ইমেইল পাঠাতে পারবেন।
✅সাইটের প্রাপ্যতা** S-Finder App একটানা বা নিরাপদ প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটটি প্রদান করা হয় "যেমন আছে" এবং যেমন ও যখন লভ্য সে হিসেবে।
✅তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক** S-Finder- এ অন্য ওয়েবসাইট (‘তৃতীয় পক্ষের ওয়েবসাইট)-এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কোনো বিষয়বস্তুর জন্য S-Finder দায়ী থাকবে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর তদন্ত করা বা নজর রাখা হয় না। যেই মুহূর্তে ব্যবহারকারী S-Finder ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন। ✅পরিশোধিত বিষয়বস্তু** S-Finder-এর কিছু কিছু বিষয়বস্তু ও পরিষেবার জন্য পেমেন্ট প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে (তবে শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়) মেম্বারশিপ প্যাকেজ, নির্বাচিত শ্রেণিতে বিজ্ঞাপন পোস্ট করা, এবং Doorstep Delivery-এর মাধ্যমে পণ্য বিক্রি করা।
✅অস্বীকৃতি** S-Finder কোন ভাবেই এ সকল বিষয়বস্তুর জন্য দায়ী নয়, যদি S-Finder বা এর কোনো বিষয় বস্তুতে বা তথ্যে কোনো অনাকাঙ্খিত ত্রুটি, (ক) শুধু মাত্র কারিগরি ত্রুটি ছাড়াও অন্যান্য ত্রুটি যেমন ভুল বানান, ত্রুটিপূর্ন উপস্থাপন, ভুল রঙ ইত্যাদি, (খ) S-Finder এর কোন লিংকের মাধ্যমে প্রাপ্ত তৃতীয় পক্ষের কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (গ) S-Finder এর সাময়িক অপ্রাপ্যতা বা অনুপস্থিতি, (ঘ) আপনার মাধ্যমে ব্যবহৃত S-Finder এর অথবা আপনার কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (ঙ) S-Finder ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত যেকোনো ধরনের সরঞ্জাম, সেবা (অথবা সফটওয়্যার) ইত্যাদি।
✅ক্ষতিপূরণ** বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই শর্তাদির কোনও শর্ত লঙ্ঘনের ফলে (অবহেলা বা ভুল কাজ সহ) অ্যাটর্নির ফি-সহ উদ্ভূত সবধরনের ক্ষয়ক্ষতি, ব্যয় থেকে S-Finder এর কর্মকর্তা, পরিচালক, কর্মচারী এবং এজেন্টদেরকে ক্ষতিপূরণ করতে সম্মত হন।
✅Shop / একটিভিশন** উক্ত অ্যাপসের মাধ্যমে যেকোনো একটিভিশন ক্রয় করার পর সার্ভার গতক্রুটির জন্য সর্বোচ্চ এক সপ্তাহের সময়ের সীমা প্রয়োজন হতে পারে এতে কাস্টমারের কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। একটি নির্দিষ্ট অর্ডার সময়সীমা ব্যতিদেরকে যদি কোম্পানির কোন সাময়িক সমস্যার জন্য অর্ডারের সময়সীমা এক সপ্তার বা তার অধিক হয় তাহলে কোম্পানি গ্রাহকের টাকা বুঝিয়ে দিতে বাধ্য থাকিবেন।
✅কাস্টমার/ফ্রিল্যান্সার** কাস্টমার বা ফ্রিল্যান্সার বিষয়টি হচ্ছে উক্ত অ্যাপসের একটি মেইন ফোকাস পয়েন্ট। কোন গ্রাহক, যেকোনো সাময়িক সমস্যার সমাধানের জন্য যখন কোন ফ্রিল্যান্সারকে হায়ার করবে তখন তাকে অবশ্যই নিজ দায়িত্বে ফ্রিল্যান্সারকে Select করতে হবে। পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ফ্রিল্যান্সারের রিভিউ স্টাটাস দেখে,শুনে,বুঝে,সজ্ঞানে,নিজ দায়িত্বে পেমেন্ট করতে হবে ।অন্যথায়,কর্তৃপক্ষ কোনোভাবেই দায়িত্ব গ্রহণ করবেন না। তবে, যেকোনো ক্ষেত্রে, সাধারণ পাবলিক কোন ফ্রিল্যান্সারের ধারা Scam এর শিক্ষার হলে উক্ত অ্যাপস কোম্পানি সর্বোচ্চ সহযোগিতায় তার পাশে দাঁড়াবে।
✅পরিচালনাকারী/নিয়ন্ত্রণকারী আইন** S-Finder বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়।