Rifat Hassan Apurba
Rifat Hassan Apurba
আমি রিফাত হাসান অপূর্ব । আমি তেমন কোন জনপ্রিয় কেউ নই, না আমি কোন বড় ঘড়ের সন্তান । আমি খুব সাধারন এক মানুষ । কিন্তু আমি সাধারন হলেও , আমার সামনে এগোবার ইচ্ছে সাধারন নয় । আমি মানুষকে চিনতে জানি , জানি তাদের যগ্যতা । আমি মানুষের মনের গভীরে প্রবেশ করতে জানি, তাদের সম্ভাবনা উপলব্ধি করতে পারি। এটাও জানি কে চায় জীবনে সফলতা আর কে চায় জীবনে ব্যর্থতা । আমি হেরেছি বহুবার ,কিন্ত মানিনি কখনো হার । আমি জানি ,আমি আমার ইচ্ছে শক্তি আর জগ্যতার বিনিময়ে সফলতার র্শিসে গিয়েে এক দিন পউছাবো । কখনো হাল ছেরে দিয়ে বসে থাকা জাবেনা । কখনো কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও নিজের কাজ চালিয়ে যেতে হবে । নিজেকে সময়ের সাথে মানিয়ে নিয়ে সময়কেেই হার মানাতে হবে । যাই হয়ে যাক নিজের উপর আস্থা থাকতে হবে । মনে রাখবেন, সফলতা শুধু একটি গন্তব্য নয়; এটি একটি যাত্রা, যেখানে প্রতিটি বাধা আপনাকে আরও শক্তিশালী করে তোলে।
আমার জীবন যুদ্ধে আমি একাই লড়ছি ।এই লরাই মধ্যে দিয়ে আমি শিখতে পেরেছি নানান কথা ।আমি চিনতে পেরেছি মানুষকে ।আমি বুঝতে পেরেছি হাজারো অচেনা শব্দ ।তাই এই জীবনটা যতটা সোজা বলে মনে করছি আমরা ততটা সোজা নয় । জীবনে কিছু একটা না হতে পারলে কোন পাত্তা পাওয়া যায় না, সেটা আমি আরো ছোট থেকেই বুঝে গেছি।
আমি সবসময় বড় স্বপ্ন দেখার চেষ্টা করি। চেষ্টা করতে তো দোষ নেই ।হয় হারবো ,নয় জিতবো। কিন্তু জীবনে কিছু পারি আর না পারি কিন্তু চেষ্টা করে যাবো ।
এই জীবন যুদ্ধ চলাকালীন কিছু বিষয়ে আমাকে বারবার কাঁদিয়েছে যে তুমি একা তোমার আশেপাশে কেউ নেই কিন্তু ওই একাকীত্বতার মধ্যেও কি যেন আমার সঙ্গে ছিল । তা ছিল আমার আত্মবিশ্বাস ,তাই আমি আজ আপনাদের মাঝে ।
জীবন যুদ্ধে জেতার জন্য নিজেকে চেনা অনেক প্রয়োজন । আমি আমাকে চিনতে পেরেছি, তাই হয়তো আমি জীবন যুদ্ধে জিতে যাবো ।
আমি জীবনে অনেক কিছু করতে চাই । আর এই সফলতার পথ চলাকালীন আমার বাধা, আমার সফলতা, আমার দুঃখ, আমাদের কষ্ট ,সকল কিছু আমি আপনাদের জন্য রেখে যাবো । যাতে আমার কষ্ট, আমার দুঃখ, আমার সব ব্যর্থতা দেখে ,আপনারা শিখতে পারেন । হে এটাই আমি।