A story is a narrative account or depiction of events, either real or imagined, that is conveyed through various mediums such as literature, film, or oral tradition. It is a fundamental and universal form of human communication, allowing individuals to make sense of their experiences, transmit knowledge, and evoke emotions. Stories typically follow a structured format, featuring characters, settings, conflicts, and resolutions, which engage the audience and propel the plot forward. Whether it is a short anecdote shared between friends or an epic novel spanning generations, stories have the power to captivate, entertain, and inspire, making them an essential part of human culture and identity.
শুনেছি আজকাল গভীর রাতে
- ঐ দূর আকাশের পানে তাকিয়ে থাকো?
সবাই বলা বলি করছে তুমি না কি
- খুব বেশি খামখেয়ালি হয়ে গেছো?
এখন তোমার আমাবস্যা খুব বেশি প্রিয় বলে, ঘুটঘুটে অন্ধকারে বসে রাতের আকাশে চাঁদ বিলাস করো?
তুমি তো এমন ছিলে না?
তোমার তো বিকেল বেলার পাখির
কিচিরমিচির শব্দ আর দিগন্তের
ঐ নীল আকাশ প্রিয় ছিলো।
এখন কেনো তোমার গভীর রাতে
ঘুম আসে না?
কি এতো ভাবো সারারাত ধরে?
তাতো আমার খুবই
জানতে ইচ্ছে করে!
তোমার মুখে তো সারাদিন
-লাগামহীন হাসি লেগেই থাকতো।
এখন কেনো মাঝে মাঝে
থমকে যাও?
তুমিতো একা থাকতে চেয়েছিলে....
-তাহলে কিসের এতো বিষণ্ণতা তোমার মনে?
অন্ধকার ঘরে আমারো যে দম বন্ধ হয়ে যাচ্ছে ;
তুমি হারিয়ে যাবে এ কথা ভাবলে..
১.কে?
২.আমি..
১.কেমন আছো?
২.গলার স্বর এখোনো অচেনা হয়নি তাহলে?
১.সম্ভব হয়নি!
২.কেনো?
১.এলোমেলো রুম,আমার অলস সময় সবকিছু আজ নিস্তব্ধ।
২.আচ্ছা?
১.আমার শহর তো শুধু তোমার অপেক্ষায়! আমি না ক্লান্ত হয়ে পড়েছি, এই এলোমেলো শহর, অগোছালো জীবন, বড়
অসহায় আজ আমি!
২.তাই বুঝি?
১.দেবে কি আমার এ ধূসর সময়গুলো রাঙ্গিয়ে?
দেবে কি সকল অপেক্ষার প্রহর ভেঙ্গে?
শুনতে পারছো?
২.হুম...
১.এ ধূসর সময়, ক্লান্ত অনুভূতি গুলো সব কিছু যেনো তোমার ঐ রিমঝিম-ঝিম হাসি আর ঐ কাঠিন্য স্বরের অপেক্ষায়। সাজিয়ে দেবে কি আবার আমার শহর?
(খিলখিল করে হাসছে সে,
যেনো রিমঝিম-ঝিম কোনো এক শব্দ তরঙ্গ বেজে চলেছে অবিরাম।
হটাৎ ঘুমটা ভেঙে আমি বসে আছি একা নীরবে😔)