Join our Course and enjoy the real physics
Just Starting.........
তোমরা তো দেখেছোই গ্রুপে fakeআইডি এসে মাঝে মধ্যে কি কি কমেন্ট করে | তাই আমার এডমিশন সফলতা কিছু নিচে দেওয়া হল:
Md. Ishtiak Kabir Ratul
Buet- 32th
Medical-Rangpur Medical College
Butex- 2nd,
Sust- 4th,
Cuet- 5th,
DU- 273th,
Bau- 6th
আমার পরিচয়:
Buet Cse 16
Ex-Rajshahi College
Ex-Rajshahi Collegiate School
Debater Star Students Debating Club,RCSDC
Ex-Rangpur Medical College(Just Admitted as a student but shifted to Buet)
Academic Team Member,Bangladesh Physics Olympaid
Academic Team Member,Bangladesh Math Olympaid
Ex-National camper higher secondary level bdpho
Instructor at অন্যরকম পাঠশালা
Instructor at Udvash
Phet project leader at 10 minutes school
Instructor at Online Sohopathi
এখন আসল কথায় আসি তোমরা অনেকেই আমাকে অনেক অনুরোধ করেছিলা, তাই আমি রাতুল তোমাদের জন্য প্রথম কোর্স launch করতে যাচ্ছি | RA physics এর প্রথম কোর্সটি হতে যাচ্ছে তাপগতিবিদ্যা (Thermodynamics ) এর উপর |
কার্নো ইন্জিনের সাথে আমার নিজের গাড়ির ইন্জিন দেখিয়ে পড়াবো তোমাদের।
কোর্সটিতে আমি সম্পূর্ণ বেসিক থেকে আমার নিজের মতো করে পড়াবো । কোর্সটি এমন করে ডিজাইন করা তোমাদের HSC, Buet সহ একইসঙ্গে যেকোনো Engineering Admission ,DU সহ Versity Admission ,Medical Admission খুব সুন্দর করে কভার হবে । তোমরা যারা আমার ক্লাস দেখেছো, তারা জানো আমি বাস্তব গ্যাসের মত কত কঠিন equation কেউ কত সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি | আমি নিজে যখন এটা তোমাদের পড়াবো সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমাকে অনেকে বলেছিল, HSC-র 1st year-এর স্টুডেন্টদেরকে এটা কি পড়ানো কোনভাবে সম্ভব!!!!!! আমি বলেছিলাম ভালো করে, সহজ করে পড়ালে সবাই বুঝতে পারবে | তোমাদের mcq পরীক্ষার মার্ক আমাকে বিশ্বাস করিয়েছে যে তোমরা আসলে বুঝেছো এবং আমি সফল হয়েছি । যারা ভিডিও দুইটি দেখনি অবশ্যই দেখে নিও | আমি এতোটুকু কথা দিতে পারি তোমাদের যতটুকু টা পড়াবো বাস্তব জীবনের সাথে Feel করে পড়াব | তোমাদের যেটা করতে হবে প্রত্যেকটি লাইভ ক্লাস এটেন্ড করতে হবে | আবারও বলছি প্রত্যেকটি লাইভ ক্লাস এটেন্ড করতে হবে | কোন সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করার সুযোগ তো থাকবেই | লাইভ ক্লাসের অভিজ্ঞতা থেকে দেখলাম কোন জিনিস Free দিলে তোমাদের আগ্রহ এবং অংশগ্রহণ অনেক কম । |তাই, আমি তাপগতিবিদ্যার একটা পেইড ব্যাচ খুলছি।
Course Starting : 3 july,2021(ইনশাআল্লাহ)
Thermodynamics Course Fee: 350 Tk (Can be negative!!!!!!)
প্রত্যেকটি ক্লাস শেষে ক্লাসের উপর ছোট পরীক্ষা, Best class note for every class এর উপর ছোট পুরস্কার থাকবে |
এবং 4 ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে: সেগুলো হলো:
1)Hsc Standard
2)Engineering Standard
3)Versity Standard
4)Medical Standard
প্রত্যেকটিতে ছোট ছোট পুরস্কার থাকবে | যারা 350 টাকা দিয়ে ভর্তি হবা পুরষ্কারের পাওয়ার মাধ্যমে তাদের কোর্স ফি negative হতে পারে |
অর্থাৎ knowledge + feelings with negative cost.
আসলে কোন কিছু যদি কেউ ফ্রি পেয়ে যায় তাহলে তার মর্ম সে বোঝে না | তাই তোমরা যদি একটু পরিশ্রম করো তাহলে কোর্স টার গুরুত্ব তোমাদের কাছে থাকবে | বাকিটা তোমাদের উপর নির্ভর করছে যত বেশি অংশগ্রহণ করবে তার তত বেশি ভালো হবে এবং কথা দিচ্ছি কঠিন লাগবেনা কিছুই | তোমরা অনেকেই হয়তো অন্য কোনো উপায়ে আমার এই ক্লাস গুলো পেতে পারো কিন্তু সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের সমস্যা সমাধানের কোনো সুযোগ আর থাকবে না । তাই সহজ ভাবে আমার এই গ্রুপ এই join করা শ্রেয় বলে আমি মনে করি ।
Surprise:
যারা আমার দেওয়া চারটি Thermodynamics এর প্রশ্নের উত্তর করেছিলে যদিও চারটি উত্তর একজনের ঠিক হয়নি | তবু আমি মনে করি চেষ্টা করাটাই আসলে অনেক চেষ্টা থাকলে আমরা একদিন না একদিন অবশ্যই ভালো করবো | তাই তোমাদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি | তোমাদের নামগুলো আমি কিছুক্ষণ পরে Announce করে দিব । তবে তোমরাও যদি তোমাদের সাধ্যমত সর্বোচ্চ ইনভাইট এবং মেনশন করো আমি অনেক খুশি হব |(Is the surprise good?)
Course Duration:The time needed to cover smoothly
Class Duration: 1-1:30 hour (Sat-Mon-Wed)
Class Time:Sat-Mon-Wed at 5 pm to approx 6-30pm
যারা কোর্সটি করলে উপকৃত হবে:
HSC 2022
HSC 2021
Engineering admission
Varsity admission
Medical admission
যা যা করানো হবে :
Basic classes(Full real feelings )
Exam
MCQ classes
Guideline sessions
My admission Experience
কার্নো ইন্জিনের সাথে গাড়ির EFI ইন্জিন দেখিয়ে পড়ানো হবে
একটা জিনিস মনে রাখবে:
আমি মনে করি প্রত্যেকদিন যদি আমরা কমপক্ষে একটি করে নতুন concept ভালোভাবে আত্মস্থ করতে পারি তাহলে আসলে আমরা অনেক দূরে এগিয়ে যাবো | কখনো কোন কিছু শিখতে তাড়াহুড়া করা উচিত নয় অল্প অল্প করে শিখা উচিত একবার শিখলে যেন জীবনে আর কখনোই না ভুলো | আমি অনেক বেশি অংক করার বিপক্ষে কেননা এর কিছু ক্ষতি আছে | কিন্তু প্রত্যেকটি বেসিক concept 100% ক্লিয়ার হতে হবে । তাহলে অংক পৃথিবীর যেকোন জায়গা থেকে দিক না কেন অবশ্যই পারবে | আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রমাণ হবে কোর্স শেষে | এই কোর্সটির পরেই ইনশাআল্লাহ তোমাদের জন্য পূর্ণাঙ্গ মাস্টার কোর্স নিয়ে আসবো | তোমাদের জন্য খুব ভালো একটি সুযোগ রাতুল ভাই কেমন করে পড়ায় সেটা জানতে পারা এই কোর্সটিতে join করার মাধ্যমে ।
এনরোলমেন্ট প্রসেস:
নিচের যেকোন একটি মাধ্যমে 350 TK payment করবা মোবাইল নাম্বার এবং ট্রানজেকশন আইডি সেভ করে রাখবা | কোন ফেক অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না | একাউন্টে প্রোফাইল পিকচার থাকলে সরাসরি মোবাইল নাম্বার এবং ট্রানজেকশন আইডি হাতে নিয়ে প্রাইভেট গ্রুপটিতে জয়েন রিকোয়েস্ট দিবা | একাউন্টে কোন প্রোফাইল পিকচার না থাকলে অবশ্যই গুগোল ফর্ম বা মেসেঞ্জারে আসল নাম, কলেজ, পাসপোর্ট সাইজের ছবি অথবা এডমিট (ssc/jsc) কার্ডের ছবি পাঠাতে হবে | শিক্ষায় যেহেতু ভার্চুয়ালি অনেক আলোচনা করা লাগবে তাই তোমাদের সাথে পরিচিতির জন্য এইটুকু টা আবশ্যক |
"সত্যি বলতে গেলে এখন পর্যন্ত আমি যতজনকে করিয়েছি তারা প্রত্যেকেই কোন না কোন জায়গায় চান্স পেয়েছে|"
তাই তোমাদের একটি ভালো ডেটাবেজ আমি Maintain করব |
Bkash: 01834233361
Rocket: 018342333613
Nagad: 01834233361
Form link:
https://docs.google.com/.../1FAIpQLSfh9CLk4Y3.../viewform...
এই video দুটি অবশ্যই দেখে নিবে
https://youtu.be/mXcE02Qy6V4 , https://youtu.be/aNg58ATdCAI
আমার YouTube channel -এর link | এখানে তোমরা আরও অনেক ভালো ভালো কিছু বেসিক জিনিস পাবে ।
https://www.youtube.com/channel/UCstZuyRJbvFx3zBWg08bwOg...
Group link:(Give request after all requirements)
https://www.facebook.com/groups/352195296355885