পিঠার রাজা পাটিসাপটা
বাঙালির লোক ইতিহাসে পিঠাপুলির ঐতিহ্য বহু প্রাচীন। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতির একটি বহিঃপ্রকাশ।মোঘল আমল থেকে এই পিঠার প্রচলন। অগ্রহায়ণের নতুন চালের পিঠার স্বাদ সত্যিই বর্ণনাতীত। শীতের পিঠার স্বাদের কথা বলতে গিয়ে অনেকেই ছন্দে ছন্দে বলেন, ‘শীতের পিঠা ভারি মিঠা’।সাধারণত শীতকালের খাবার হিসেবে পরিচিত পিঠা।নানান প্রকার পিঠার মধ্যে যে পিঠাটি বতমানে মিষ্টির দোকানে জায়গা করে নিয়েছে সেটা হলো পাটিসাপটা। শীতকালের পরিচিত খাবার পিঠা হলেও পাটিসাপটা সারাবছর খাওয়া হয়।সুস্বাদু এ পিঠার অনেক প্রকার রয়েছে।যেমনঃ
ডিমের পাটিসাপটা
ক্ষীরের পাটিসাপটা
ছানার পাটিসাপটা
নারকেল ও খেজুরের গুড়ের পাটিসাপটা
ঘরে ঘরে অতিথি আপ্যায়নে পাটিসাপটার কদর রয়েছে।কারন,খুব কম সময়ে এই পিঠা তৈরি করা যায়।
আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য পাটিসাপটা নিয়ে।
প্রবাদ আছে "মাছে ভাতে বাঙ্গালী "
এই কথা আমরা সবাই জানি। এখন আমরা "মাছে পিঠায় বাঙ্গালী " বললে কেমন হয়? হ্যাঁ যে কারনে এই কথা বলা সে কারণটা হলো মাছ পুলি পিঠা।এ পিঠাটি ভিতরে ঝাল পুর দিয়ে মাছের ডিজাইন এ বানানো হয় বলে এটিকে মাছ পুলি পিঠা বলে। গায়ে হলুদের ডালা সাজানোর জন্য , অতিথি আপ্যায়নে এটার জবাব নেই।
ডাল পুরি
সকাল বিকাল নাস্তায় ডালপুরি হলে কেমন হয়?একটু চাটনি,সালাদ হলে তো আর কথাই নেই।কিন্তুু দিন পাল্টেছে,নাস্তায় সসেজ, পাস্তা, নুডলস, স্যান্ডউইচ এইসব বিদেশি অতিথিদের নামডাক হয়েছে । তবুও বাঙালিচিত্ত এখনো বলে ওঠে “যেতে নাহি দিব তোমায়।” তাই আধুনিক নাস্তার খাবারের যুগে আমাদের শহের স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, অফিস -আদালত সহ সারা দেশজুড়ে আজও দাপিয়ে বেড়াচ্ছে ডালপুরির মতো লোভনীয় পদ। তাই আমি ও আপনাদের লোভ লাগাতে নিয়ে এলাম গরম গরম ডালপুরি।
আসসালামু আলাইকুম,
টোনাটুনির গল্পে পিঠা বানানোর কথা তো আমরা অনেক শুনেছি। সেই যে পিঠা বানানোর প্রস্তুতি- টোনা বাজার থেকে চাল আনলো, গুড় আনলো, টুনি আগুন জ্বালালো; করলো পিঠা বানানোর আয়োজন। গ্রাম বাংলার পিঠা বানানোর আয়োজন ঠিক তেমনই।
কথিত আছে," একবার এক ইংরেজ এই চিতই পিঠা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন, পিঠার ভিতর এত ছিদ্র কীভাবে করা হলো!"
চিতই পিঠা খেজুরের রস/খেজুরের রসযুক্ত দুধে ভিজিয়ে তৈরি হয় দুধ চিতই বা ভিজা পিঠা। দুধ চিতই মূলত পৌষপার্বণ ও নবান্ন উৎসবের পিঠা। নতুন চাল কুটে পিঠা বানিয়ে খেজুরের রসে সারা রাত ভিজিয়ে শীতের হিম ভোরে এই পিঠা না খেলে শীতকালটা ঠিক জমে না।
আপনাদের শীতের ভোরটাকে জমিয়ে তোলার জন্য নিয়ে এলাম দুধ চিতই পিঠা