আমার থাকুক হেরে যাবার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ,
তোমার জয়েও আমার হাসি থাকুক, বুকে থাকুক মানুষ হবার মন।
তারপর কথা হতে হতে
হুট করে একদিন
আমাদের আর কথা হবে না৷
তারপর আপনি জানবেন;
যেভাবে কোনো কারণ ছাড়াই
আমাদের কথা হতো,
সেভাবে কোনো কারণ ছাড়াই
আমাদের আর কথা হয় না।
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ