বর্তমান যুগে ভিডিও গেম একটি জনপ্রিয় এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। অবসর সময় পেলেই আমরা ভিডিও গেম খেলতে চলে যাই। করোনাকালীন সময়ে ভিডিও গেম খুবই জনপ্রিয়তা লাভ করেছে কারণ আমাদের সেই সময় পুরো পৃথিবীটা অবসর হয়ে বসেছিল। সেই অবসর কাটাতে কিছু মাল্টিপ্লেয়ার ভিডিও গেম এবং ওয়ান বাই ওয়ান ভিডিও গেইমগুলোর প্রচলন শুরু হয়। পাশাপাশি একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে যায়। 2022 video game release করেছে। ঠিক প্রতিবারের মতোই এবারও কিছু আকর্ষণীয় গেম রিলিজ করেছে।

বর্তমান যুগে ভিডিও গেম


বর্তমানে ছোট বয়স থেকে শুরু করে মাঝারি এবং প্রাপ্তবয়স্করাও গেমের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে। ভিডিও গেম যেন তাদের একটা মেইন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কিছু মাল্টিপ্লেয়ার ভিডিও গেম এবং অনলাইন ভিডিও গেম সেই বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কারণ দুজন আলাদা জায়গায় বসে নিজেকে তাদের প্রতিদ্বন্দ্বী করে ভিডিও গেম গুলো চরিত্র বানিয়ে একজন আরেকজনকে অ্যাটাক করছে। পাশাপাশি ভিডিও গেম গুলোতে রিয়েল ক্যারেক্টার অর্থাৎ থ্রিডি ভিডিও গেম ক্যারেক্টার ইউজ করাই ভিডিও গেম গুলো যেন বাস্তবে পরিণত হয়েছে। তাই তারা ভিডিও গেমে আসক্তি লাভ করছে।

মাল্টিপ্লেয়ার ভিডিও গেম এমন এক ধরনের গেম যেখানে আমরা একই সময়ে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলতে পারি। হে ভিডিও কোনগুলো রিয়েল টাইম গ্রাফিক্স থাকায় সহজেই গেমগুলোর মজা অর্জন করা যায়। আমরা প্রতিনিয়তই এসব গেমের প্রতি যুক্তি এবং তার ফলে আমাদের প্রয়োজনীয় সময় নষ্ট করছি পাশাপাশি গেমের মধ্যে যে চরিত্রগুলোকে আমরা দেখি তা বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এতে আমাদের মানসিক চাপের প্রভাব বাড়ছে এবং আমাদের মেধা শক্তি বিকশিত হচ্ছে। তবে আশার কথা এই যে গেম খেলে শুধু মেধা শক্তি কমে যায় এরকম না, গেম খেললে মেধা শক্তি বাড়ে। পাশাপাশি মেধা বিকাশের মাধ্যমে তৈরি হয়।

তবে হ্যাঁ ভিডিও গেম খেলে মেধাশক্তি যেমন বারে অপরদিকে সময়েরও কিন্তু অনেক ঘাটতি হয়। ভিডিও গেমের নেশায় পাগল হয়ে আমরা পড়াশোনা কে ভুলে যাই আমরা নিত্যদিনের কাজ কে ভুলে যাই এবং আমরা আমাদের প্রয়োজনীয় সময়গুলো নষ্ট করি। আমাদের উচিত ভিডিও গেম খেলা যাবে ঠিক আছে তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কখনো আনলিমিটেড ভিডিও গেম খেলা যাবে না। এবং ভিডিও গেম গুলো থেকে আসক্তি দূর করার জন্য আমাদের অনলাইন ভিডিও গেম গুলো কে ত্যাগ করতে হবে সবার প্রথমে। কারণ অনলাইন ভিডিও গুণগুলোই হচ্ছে টাইম কেনিং গেম অর্থাৎ এই অনলাইন ভিডিও গেম খেলতে গেলে আমাদের অনেক টাইম এর প্রয়োজন হয় কিন্তু সেখানে যদি আমরা অফলাইন ভিডিও গেম খেলি সেখানে কিন্তু আমাদের প্রয়োজন কম হয়। পাশাপাশি আমরা ভিডিও গেমের প্রতি আসক্ত না হয় বাস্তবে যে খেলা গুলো আছে যেমন ক্রিকেট ফুটবল মাঠে গিয়ে আমরা যাতে খেলতে পারি সেই খেলা গুলো খেলার অভ্যাস করলেই আমাদের শরীর স্বাস্থ্য যেরকম ভালো থাকবে সেরকম আমাদের মেধা শক্তি ও বিকশিত হবে এবং আমাদের জীবনের প্রয়োজনীয় সময় গুলো আর নষ্ট হবে না। সর্বশেষ আমি বলব অনলাইন ভিডিও গেম গুলো ত্যাগ করে অফলাইন ভিডিও গেইমগুলোর প্রতি দৃষ্টি দিলেই আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা আমাদের প্রয়োজনীয় সময়টাকে কাজে লাগাতে পারো তাই আসুন আমরা অনলাইন ভিডিও গেম গুলো থেকে সরে আসি এবং বাস্তব গ্যাস গুলোর প্রতি আসক্তি বাড়িয়ে দেই।