Md. Motaharul Islam
Paragon Admission Form (Please contact for Admission Form and Online Payment related information +8801796909995)
1. Paragon Saidpur Branch এর ভর্তির ক্ষেত্রে ফরম সংগ্রহ করে পাসপোর্ট সাইজের দুই কপি (ল্যাব প্রিন্ট) ছবি দিয়ে ফরম পূরণ করে অফিস এ জমা দিতে হবে।
2. SSC & HSC এর প্রবেশপত্র, রেজিস্ট্রাশন, মার্কসিট এর ফটোকপি সহ অফিসে ভর্তির সময় জমা দিতে হবে।
Paragon Saidpur Branch এর ভর্তির সময় এককালীন নির্ধারিত পূর্ণ Course fee অথবা Installment আকারে জমা দিতে হবে ।
Installment এর ক্ষেত্রে যে নিয়মগুলো অনুসরণ করতে হয়।
i. প্রথম Installment এর সময় কোর্স ফি এর 70%।
ii. পরবর্তী 30% Installment ভর্তির ১ম মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
Paragon Saidpur Branch দেওয়া নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হলে কোর্স ফি এর উপর ছাড়/ডিস্কাউন্ট প্রদান করা হবে । নির্দিষ্ট সময় এর পর কোন প্রকার ছাড়/ডিস্কাউন্ট প্রদান করা হবেনা।
কোন অবস্থাতেই ভর্তিবাতিল করা যাবেনা এবংকোর্স ফি এর কোনঅংশই ফেরতযোগ্য নয়।
সৈয়দপুর শাখা অফিস:
বিজলী সিনেমা রোড, সৈয়দপুর প্লাজার উত্তর পার্শ্বে, চাঁদনগর
সৈয়দপুর, নীলফামারী
Copyright (c) 2020 Md Rock Munna All Right Reseved Admin-Login