বই প্রেমিকা আর বইয়ের গল্প ১
কাকা বাবু সমগ্র সাথে বৃস্টি বিলাস like cherry on the top
বই প্রেমিকা আর বইয়ের গল্প ১
এই বই টার একটা গল্প আছে। সরকারি চাকুরির পরীক্ষা দিতে গিয়েছিলাম আজিমপুর গার্লসস্কুলে। সাল টা ২০১৯ । বছরের শেষ এর দিকে। সময় টাতে জীবনে বেশ কিছু কারণে উত্থান পতন চলছিলো। পরীক্ষা দিয়ে হাটতে হাটতে গেলাম নীলক্ষেত, সব দোকান গুলো ঘুরে দেখলাম হঠাত চোখ পরলো ফুটপাতে, যে ফেরিওয়ালা গুলো থাকে বা বই নিয়ে বসে বই বিক্রি করেন তাদের দিকে।
একজন বৃদ্ধ লোক অনেক গুলো পুরোনো বই বিক্রিরজন্য বসে আছেন। কারো নজরেপরছেন না। আমি গিয়ে দারালাম সেখানে খুব ভালো ভালো বই দেখতে পেলাম। বলে রাখি , আমার পুরোনো বই খুব ভালো লাগে তার গন্ধ ই নেশা লাগার মত ব্যস বই দেখে মাথা নস্ট। একে একে সব ভালো লেখকের বই নিতে লাগলাম যার মধ্য কাকাবাবু সমগ্রটা বেশি পছন্দ।
১৫ টা বই কিনলাম মাত্র ৩৫০ টাকাই। মন ভালো হয়ে গেলো। বই কিনতে গিয়ে ভুলে গেলা এটা আমার নীলক্ষেত থেকে উত্তরায় যাবার সি এন জি ভাড়া। ওয়ালেটে আছে মাত্র ৫০ টাকা । তাও মন ভাল, বাসে করে ফিরলাম বাসায় সাথে অনেক গুলো মানে ১৫ টা সুখের বস্তা নিয়ে।
আমি বই যখন কিনছিলাম তখন আমার দেখাদেখি অনেকেই বই দেখতে লাগলো কিনতে লাগলো বৃদ্ধ লোকের কাছ থেকে ব্যপার টা ভা্লোই লাগল।
জীবনে হতাশ হবার কিছু নেই। মাঝে মাঝে ছোট কিছু ঘটনা আমাদের অনেক সুখি করে।
That is moral of the life
#books #bookslover #lifeisgood #lifeisbeautiful #lifegoals
Follow the moments with me
Sneak peek From Sajek Diary. More to show.
Travelling Date 22nd December 2020