সার্বক্ষনিক চোখ,কান খোলা রেখে প্রতিষ্ঠানের সম্পদের,জীবনের,এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সঠিক ভাবে ইউনিফম পরিধান করে ডিউটি শুরুর ১৫ মিনিট আগে পোষ্টে আসতে হবে।
ডিউটি পোষ্টে উপস্থিত হয়ে পূর্ববর্তী রিলিভার এর কাছ থেকে সকল নির্দেশনাবলী জেনে নিতে হবে।
বাহির থেকে আগত ব্যক্তি/ দর্শনার্থীদের প্রবেশ ও কারখানার অভ্যন্তরে চলাফেরা নিয়ন্ত্রন করতে হবে।
কারখানার মালামাল লোড এবং আনলোডিং এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও রেজিষ্টারএ লিপিবদ্ধ করতে হবে।
পাহারাকালীন সময়ে কাহকে সন্দেহ হলে বা অস্বাভাবিক আচারণ করলে চ্যালেঞ্জ করতে হবে ও রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
কারখানা খোলা ও বন্ধের পর , দরজা,জানালা,ইলেট্রিক যন্ত্র, ঐদিন দরকার নাই এমন জিনিস বন্ধ নিশ্চিত করতে হবে।
কানখানার নিরাপত্তার কাজে ব্যবহীত সকল ধরনের রেজিষ্টার যেমন- ভেহিকল,ভিজিটর,পার্শ্বেল,ইন-আউট,গার্ড,কর্মকর্তা-কর্মচারি,রেজিষ্টার ইত্যাদি।
কারখানার নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন সব কর্মকান্ড দেখা মাত্র নিয়ন্ত্রন এবং প্রয়োজনে প্রশাসনিক অফিসার কে অবহিত করবে।
মালিক পক্ষের সকল নির্দেশ পালন নিশ্চিত করতে হবে।
যেমন তেমন ভাবে সিকিউরিটি ইউনিফম পরিধান করে ডিউটি করা যাবে না।
অপরিস্কার ইউনিফম,ও নিজে অপরিস্কার ভাবে ডিউটি করা যাবে না।
পোষ্ট ইনচার্জ এর নির্দেশনা অমান্য করা যাবে না।
ডিউটিরত অবস্থায় কোন পরিস্থিতেই ঘুমানো যাবে না।
ডিউটিরত অবস্থায় নাকে,কানে দাতে,হাত দিয়ে খোচানো থেকে বিরত থাকুন।
দেখতে খারাপ লাগে,শুনতে খারাপ লাগে এমন কাজ করা থেকে বিরত থাকুন।
ডিউটিরত অবস্থায় ধুমপান,চা,পান খাওয়া থেকে বিরত থাকুন।
কর্মস্থালের যাবতীয় তথ্য কারো সাথে আলোচনা থেকে বিরত থাকুন।
যেকনো ধরনের লোভ যেমন, ঘুষ,বকশিশ,উপহার,ইত্যাদি নেয়া থেকে বিরত থাকুন।
ডিউটিরত অবস্থায় মোবাইল চালনো,টিভি,গান,ভিডিও দেখা বা শোনা সম্পূর্ণ নিষেধ।
কোন অবস্থাতেই মেইন গেট খোলা রাখা যাবে না।