“পৃথিবীতে ভালবাসার অধিকার সবারই আছে! কিন্তু পাওয়ার ভাগ্য টা… সবার নেই।”
“মন ভাঙ্গলে চোখের কোনে আছড়ে পড়ে ঢেউ, বুকে কতটা কান্না চাপা থাকে জানতে পারেনা কেউ ।”
“কে রাখে কার খোঁজ.. নতুন পেলে সবাই নিখোঁজ।”
“কেউ কেউ পুড়ছে বলেই, কেউ কেউ আলাে পায়! কেউ কেউ পূর্ন শুধু, কারাে কারাে শুন্যতায়।”
“ধরতে গিয়ে প্রজাপতি, হারিয়ে গেলাম বনে! একজন কে ভালােবেসে কষ্ট পেলাম মনে!”
“কখনাে কখনাে দূরে সরে যাওয়াটাই সমাধান!”
“জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ। কিন্তু গল্পের মতাে করে জীবন সাজানাে খুব কঠিন।”
“সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই। চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই।”
“ভেবেছিলাম ডাইরিতে লিখবো ভালোবাসার গল্প! কিন্তু লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প।”
“কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন… আমি যে এক আজব ছেলে দুঃখ পেলেও হাসি।”
“চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা? সত্যি বলছি আমিও যে তােমার মত একা..!”
“দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে। কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে।”
“যতো দূরেই যাই না কেন, আমি আছি তোমার পাশেই। তাকিয়ে দেখো আকাশ পানে, যদি আমায় পরে মনে।”
“ভুলটা তোমারই ছিল আজও তো বুঝলে না.. চলে তো গেলে তুমি দিয়ে মোরে যাতনা।”
“দুঃখের এই জীবনে দুঃখ আমার সাথী! দুঃখ কে ভাগ করে নিতে.. হলো না কেউ রাজি।”
“কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়… তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায়। ”
“স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে! আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে!”
“যেটা ভাগ্যে নেই… সেটা কাঁদলেও পাওয়া যায় না!”
“সুখের নাম জীবন নয়.. কষ্ট কে জয় করে বেঁচে থাকার নামই জীবন।”
“মনে ছিলো কতো সপ্ন, ছিলো কতো আসা.. সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা।”
“বেশি Take Care করলে সে তাে তােমাকে.. Over Take করেই চলে যাবে।”
“স্বার্থের দুনিয়া বস যাকে তুমি ভাববে প্রিয়জন। সেই তােমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়ােজন!”
“মনটাও কি জিনিস বুকের মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না।”
“পরেশান করত তােমাকে
আমার কথা বলা.. এবার এখন বলাে কেমন লাগছে আমার নীরবতা..”
“যদি খেয়ালেও LOCK DOWN হত তাহলে অনেক ভাল হত।”
“সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিলো না।এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।”
“সাগরে কত জল, করেছো কত ছল। ভুলতে পারবোনা, ক্ষমাতো করবো না।”
“কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না।ভালবাসতে না পারলে অভিনয় করো না। মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে।”
“আজ আর মনে পরে না পুরানো সেই দিনের কথা। ভুলেও গেছি আজ পুরোনো দিনের সেই সকল ব্যাথা।”
“যেতে চেয়েছো যেতে দিয়েছি, পিছন ফিরে ডাকিনি। একটা কথা জানতে চাইছি, তুমি কি আমাকে কোনো দিনও সত্যিকারের ভালোবাসোনি।”
“চলে গেলে চলে যাবে পিছু আর ডাকবো না। কথা যদি না বলো মনে আর রাখবো না।”
“সুখে ছিলাম ভালোই ছিলাম, যখন ছিলাম একা। চলে যখন যাবেই তুমি, দিয়ে ছিলে কেন দেখা।”
“সম্পর্ক যত এগোতে থাকে, ততই ফুরিয়ে যায় কথা। এক সময়ে এসে থেকে যায় শুধু নীরবতা।”
“রাগ আর তুফান, দুটোই এক শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে!!”
“বেইমান কখনো অপরিচিত মানুষজন হয় না!! নিজের খুব পরিচিত কাছের মানুষ গুলোই বেইমান হয়।”
“হাজার নদীর জল দিয়া আমার দুটি চোখে। অনেক সুখে ঘুমায় প্রিয়া নতুন সাথীর বুকে।”
“নিজের থেকে ও বেশি ভালোবেসে ছিলাম যারে। অনেক দূরে চলে গেলো সে, দূঃখ দিয়ে মোরে।”
“এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে। তারাই পৃথিবীতে ততো বেশি ভালো থাকে। আজব পৃথীবি!”
“কষ্ট গুলো বুকে নিয়ে কেঁদেছি কতো রাত। একবিন্দু সুখ নিয়ে বারায়নি কেউ হাত। সার্থের টানে দূরে আজ, আপন ছিলো যতো। আজো আমি বড়ো একা সেই দিনের মত।”
“এই শহরে ঘুরতে থাকা প্রতিটা মানুষ জীবিত নয়!! কারো কারো আত্মার মৃত্যু হয়েছে অনেক আগেই…”
“যারা ধোঁকা দেয় তারা খুব চালাক। কিন্তু, যারা ধোঁকা খায়, তারা বোকা হলেও বিশ্বাসী…”
“যে জীবনে সপ্ন দেখার আগেই সপ্ন ভেঙ্গে যায়। আশা করার আগেই সব নিরাশা হয়ে যায়। থমকে যায় জীবনের সব গতি। কি করে টানবো বলো জীবনের এই ইতি।”
“মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায়, যাতে দূরে গেলেও কষ্ট হয়। আর পাশে থাকলেও কষ্ট হয়।”
“যদি চলেই যাবে! বিধ্বস্থ কাউকে স্বপ্ন দেখানাের কি প্রয়ােজন ছিল?”