অনলাইনে ভর্তির জন্য লিঙ্ক
এতদ্বারা জানানো যাচ্ছে যে, মগবাজার, ঢাকায় অবস্থিত জাতীয় আইন কলেজ (কলেজ কোড–৬৫১৬)-এ পূর্ণকালীন শিক্ষক, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত এডভোকেটশীপ ও
শিক্ষকতায় আইন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী সহ পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে।
আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে আগ্রহী প্রার্থীগণ নিম্নলিখিত কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে পারবেনঃ
হালনাগাদ সিভি/জীবনবৃত্তান্ত
সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি
এডভোকেটশীপ এনরোলমেন্ট সনদের হালনাগাদ কপি
জাতীয় পরিচয়পত্রের কপি
সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
অভিজ্ঞতার সনদের কপি -
অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী সহ শিক্ষক হিসেবে ৩-৫ বছর
উপাধ্যক্ষ হিসেবে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী সহ ৭-১০ বছর
অধ্যক্ষ হিসেবে স্নাতকোত্তর ডিগ্রী সহ ১২-১৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে, পি.এইচ.ডি/ব্যারিষ্টার ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
ঠিকানাঃ
জাতীয় আইন কলেজ
২৩১, ২/এ, ২/২ আউটার সার্কুলার রোড
বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইলঃ c6516@nu.ac.bd
এছাড়াও নিম্নোক্ত পজিশনে আবেদন করতে সিভি জমা দিতে পারেনঃ
অফিস সহকারী
কম্পিউটার টাইপিং (বাংলা ও ইংরেজী টাইপিং) এ পারদর্শী এবং এস এস সি/এইচ এস সি পাস হতে হবে।
পোস্ট খালিঃ -১
সিকিরিউটি গার্ড
পোস্ট খালিঃ - ১
পরিচ্ছনতা কর্মী
পোস্ট খালিঃ -১