আজাদ কম্পিউটার এন্ড ট্রেন্রিং সেন্টার
আজাদ কম্পিউটার এন্ড ট্রেন্রিং সেন্টার
বিশেষ শর্ত ও নিদেশনাবলী
আজাদ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র। এই প্রশিক্ষন কেন্দ্র টি নিজস্ব অর্থয়ানে গঠিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত একটি প্রশিক্ষন কেন্দ্র। প্রতিষ্ঠানের কোড-৬৫৯৯৩ । এখানে তিন মাস ও ছয় মাস মেয়েদে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়।
বিশেষ শর্ত ও নির্দেশনাবলী :-
> কোর্স ফি অগ্রীম পরিশোধ যোগ্য, ভর্তি বাতিল যোগ্য নয় ও কোর্স ফি অফেরত যোগ্য ।
> নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে।
> ক্লাস চলাকালীন সময়ে মোবাইল বন্ধ রাখতে হবে।
> ক্লাসের লেকচার নিজ দ্বায়িতে লিখে নিতে হবে।
> নোটবুক খাতা ব্যতিত ক্লাস নেওয়া হবে না।
> একটানা ৩টি ক্লাসে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হবে।
> যে কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশিক্ষকে জানাতে হবে ।
> যে কোন অভিযোগ কর্তৃপক্ষকে জানাতে হবে।
> অনুগ্রহ করে অন্যদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে।
> ভর্তি হওয়ার পর কোর্স ফি তিন কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে।
> JSC, SSC, HSC পরীক্ষার যে কোন কাগজ জমা দিতে হবে।
> পাসপোর্ট সাইজের দুই (২) কপি রঙ্গিন ছবি জমা দিতে হবে।
> কোর্স ফি পরিশোধে কোন প্রকার অনুরোধ গ্রহণ যোগ্য নয় ।
> কোস ফি সম্পূর্ণ পরিশোধ না করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
> যখনই ভর্তি হন না কেন পরবর্তী কোর্স ফি ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
> ১২৫০ টাকা জমা দিয়ে ভর্তি ফরম পূরণ করতে হবে।
> নামের বানানের ক্ষেত্রে কোন প্রকার ভুল থাকলে রেজিস্ট্রেশনের পূর্বে জানাতে হবে।
> বোর্ড পরীক্ষা দিয়ে পাশ করিতে না পারিলে সার্টিটিফিকেট ইস্যু করা সম্ভব নয়।
> ক্লাসের সময় পরিবর্তনের জন্য ১ সপ্তাহআগে জানাতে হবে।
> ভর্তির তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
> ফরমে লিখিত নম্বর পরিবর্তন করিতে চাইলে অফিস কর্তৃপক্ষকে জানাতে হবে ।
> সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়া হবে, কোর্সের ক্লাস শেষ হয়ে গেলে প্যাকটিসের জন্য ৩ দিন করে আসতে হবে।
যোগাযোগ - 01786897603