মুরাদনগর উপজেলা পেইজটি একটি অরাজনৈতিক পেইজ, অলাভজনক সংস্থা এবং বিনােদনের একটি অন্যতম খােরাক।

পেইজটিতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুরাদনগর উপজেলাকে সর্বপরিসরে সর্বস্তরের নিকট পরিচিতির মাধ্যমে এর ভাব মূর্তি সকলের নিকট তুলে ধরা,এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটিকে একটি চুড়ান্ত আর্থ-সামাজিক সম্ভাবনায় পৌছাতে সক্ষম করা।

যাতে করে উক্ত পেইজের মাধ্যমে শােষন, বৈষম্য ও সহিংসতা মুক্ত একটি সমাজ গড়ে উঠে পাশাপাশি সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষ/শিশুদের পড়াশােনা ও পুষ্টির প্রতি বিশেষ জোরদার দিয়ে তাদের জীবনমানে যথেষ্ট উন্নতি সাধন করা।

ইনশাআল্লাহ মুরাদনগর উপজেলা ফেসবুক পেইজটি সর্বদা সমাজের সকল অসহায় মানুষদের দুঃখ কষ্টে তাদের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞায় অঙ্গিকারবদ্ধ থাকবে।

পাশাপাশি আপনারা যাতে পেইজটি থেকে নিজেদের শিক্ষনীয়, প্রয়ােজনীয় সকল প্রকার তথ্য ও বিনােদনমূলক বার্তা সঠিক সময়ের মধ্যে নিজেদের নাগালের মধ্যে পেতে পারেন সে বিষয়েও আমরা সর্বদা সচেষ্ট থাকবাে ইনশাআল্লাহ।

উপজেলার আজ-কাল-পরশু