এই অ্যাপসটি মূলত তৈরি করা হয়েছে সকল শিশুদের জন্য। অ্যাপসটি থেকে শিশুরা বর্ণমালা, ইংরেজি, সংখ্যা, ছড়া, নামতা, পশু-পাখির নাম, ফলের নাম, ফুলের নাম, শাক-সবজির নাম, যানবাহনের নাম সহ সপ্তাহ, ঋতু মাসের নাম শিখতে পারবে।
একটি ছবি মিলানো গেম আছে এবং সাউন্ট সহ বর্ণমালা, ইংরেজি সহ সপ্তাহ, ঋতু মাসের নাম শিখতে পারবে।
মুলাদী টেক আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো ভালো লাগলে। আমাদের কে জানান, আপনাদের মন্তব্য ও পরামর্শ আমাদেরকে অনুপ্রাণিত করবে।
ধন্যবাদ।