📖 কোরআনের আয়াতসমূহ
1️⃣ রোগ ও আরোগ্য আল্লাহর পক্ষ থেকে
> وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
“আমি অসুস্থ হলে তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দান করেন।”
(সূরা আশ-শু‘আরা, 26:80)
2️⃣ কোরআন শিফা ও রহমত
> وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
“আমি কোরআনে যা নাজিল করি, তাতে মুমিনদের জন্য রয়েছে শিফা ও রহমত।”
(সূরা আল-ইসরা, 17:82)
3️⃣ মধুর মধ্যে শিফা
> يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ
“এর পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে শিফা।”
(সূরা আন-নাহল, 16:69)
📜 হাদীসসমূহ
4️⃣ চিকিৎসা গ্রহণের নির্দেশ
> تَدَاوَوْا عِبَادَ اللَّهِ، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً
“হে আল্লাহর বান্দারা! চিকিৎসা গ্রহণ কর, কারণ আল্লাহ কোনো রোগ সৃষ্টি করেননি, তা ছাড়া তার চিকিৎসাও সৃষ্টি করেছেন।”
(সহীহ বুখারী, হাদীস: 5678; সহীহ মুসলিম, হাদীস: 2204)
5️⃣ কালোজিরার উপকারিতা
> فِيهِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامِ
“এতে (কালোজিরায়) প্রত্যেক রোগের জন্য শিফা আছে, মৃত্যু ছাড়া।”
(সহীহ বুখারী, হাদীস: 5688; সহীহ মুসলিম, হাদীস: 2215)
6️⃣ হিজামা (রক্তশোধন)
> إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ
“তোমাদের চিকিৎসার সর্বোত্তম পদ্ধতিগুলোর একটি হলো হিজামা।”
(সহীহ বুখারী, হাদীস: 5696; সহীহ মুসলিম, হাদীস: 1577)
7️⃣ রোগে ধৈর্য ধরার ফজিলত
> “যে মুমিন অসুস্থ হয়, আল্লাহ তার গুনাহ এমনভাবে মোচন করেন, যেমন আগুন লোহাকে পরিশুদ্ধ করে।”
(সহীহ বুখারী, হাদীস: 5648)
8️⃣ রুকইয়া (ঝাড়ফুঁক)
> “যে রুকইয়া শিরক-মুক্ত, তা গ্রহণযোগ্য।”
(সহীহ মুসলিম, হাদীস: 2200)
💡 উপসংহার
ইসলামে চিকিৎসা গ্রহণ করা শুধু অনুমোদিত নয়, বরং উৎসাহিত করা হয়েছে—তবে শর্ত হলো পদ্ধতিটি হালাল, শিরকমুক্ত এবং শরীয়তসম্মত হতে হবে।
আল্লাহর উপর ভরসা, দোয়া, কোরআন তেলাওয়াত, এবং প্রাকৃতিক ও বৈজ্ঞানিক চিকিৎসা—সবই মিলেই ইসলামী চিকিৎসা নীতি গঠন করে।