শর্তাবলী ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা

শর্তাবলীঃ

কোন ব্যক্তি যদি মানিব্যাগের গ্রাহক হতে চায় তবে তাকে নিম্নে বর্ণিত প্রতিটি শর্তের সাথে একমত পোষণ করতে হবে। যদি আপনি নিম্নে বর্ণিত কোন শর্তাদির সাথে অসম্মত হন, তবে অনুগ্রহ করে সাইটটিতে প্রবেশ থেকে বিরত থাকুন। শর্তসমূহ হচ্ছেঃ

১) মানিব্যাগ কর্তৃক প্রদত্ত গুরুত্তপূর্ণ নির্দেশিকা পালনের অভাবে যদি কোন গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কোন অসৎ ব্যক্তি জেনে যায় এবং এর ফলে অর্থ চুরি হয় তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মানিব্যাগ কর্তৃপক্ষ কখনই দায়ী থাকবে না।

২) মানিব্যাগ কর্তৃপক্ষ নিজের ইচ্ছেমত কোন নোটিশ ছাড়া যেকোন সময় সেবাসমূহ, বিষয়বস্তু, সাইট এবং এর শর্ত সমূহ পরিমার্জনা, সংশোধন ও পরিবর্তন করার অধিকার রাখে এবং আপনি এই নীতি এবং শর্ত সমূহের পরিবর্তনসমূহ মেনে নিতে বাধ্য থাকবেন।

৩) মানিব্যাগ সম্পর্কিত জনশ্রুতিতে বিচারবিহীন বিশ্বাসের কুপ্রভাবের দায় মানিব্যাগ কর্তৃপক্ষ বহন করবে না।

৪) গ্রাহকগণের সমস্ত লেনদেন জনসম্মুখে সহজে দৃশ্যমান থাকবে।

৫) মানিব্যাগ গ্রাহকদের কোন সুদ প্রদান করা হবে না।

৬) কোন গ্রাহক ভুল করে ভুল অ্যাকাউন্ট নাম্বারে অর্থ পাঠালে ঐ ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে মানিব্যাগ কর্তৃপক্ষ হিসাবটি সংশোধন করবে।

৭) ১০ টাকার চেয়ে কম বা সমান অংকের Send Money-এর জন্য প্রতি লেনদেনে ৫০ পয়সা এবং ১০ টাকার চেয়ে বড় অংকের Send Money-এর জন্য প্রতি লেনদেনে ১ টাকা চার্জ সক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে।

৮) উত্তোলনের চার্জ ০.৭% বা হাজারে ৭ টাকা। যিনি উত্তোলন সেবা প্রদান করবেন তিনি ০.৬% বা হাজারে ৬ টাকা কমিশন পাবেন।

৯) মাসিক চার্জ ১ টাকা ২ পয়সা যা সক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে দৈনিক ভিত্তিতে কর্তন করা হবে।

১০) মাসিক চার্জ কর্তনের হিসাব এবং লেনদেনের চার্জ গ্রাহকগণের লেনদেন তালিকায় লিপিবদ্ধ থাকবে না।

১১) কোন অবর্ণিত বিষয় নিয়ে ভবিষ্যতে কোন জটিলতা সৃষ্টি হলে সেক্ষেত্রে মানিব্যাগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১২) ভবিষ্যতে কখনো যদি ওয়বসাইটে টেকনিক্যাল ত্রুটি দেখা দিয় এবং গ্রাহকদের হিসেবের উপর ক্ষতিকর প্রভাব পরে সে ক্ষেত্রে মানিব্যাগ কর্তপক্ষ সংশোধনের চেষ্টা করবে আর তা সম্ভব না হলে গ্রাহকগণ সে ক্ষতি মেনে নিতে বাধ্য থাকব।

১৩) এখানে প্রদত্ত শর্তাবলী যদি কেউ কোন কারণে বুঝতে ভুল করে তবে তার প্রত্যাশার ব্যাতিক্রম ঘটলে সেক্ষেত্রে মানিব্যাগ কর্তৃপক্ষের দায় থাকবে না।

১৪) ৩০ দিনের চেয়ে বেশি পুরাতন লেনদেন সক্রিয়ভাবে লেনদেন তালিকা থেকে ডিলিট হয়ে যাবে।

১৫) বিকাশ বা নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করলে 2.5% চার্জ সক্রিয়ভাবে একাউন্ট থেকে কর্তন করা হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশিকাঃ

১) যে Gmail লগইন করে মানিব্যাগ অ্যাকাউন্ট খুলবেন সে Gmail যদি কোন ডিভাইসে সাইন ইন করা থাকে তবে ঐ ডিভাইস অপরিচিত ব্যক্তিদের নাগালের বাইরে রাখবেন। তবে উত্তম হল ঐ Gmail-টি সাইন আউট করে রাখা।

২) নতুন অ্যাকাউন্ট খোলার সময় বা আপনার প্রোফাইল এডিট / পাসওয়ার্ড পরিবর্তন করার সময় ব্রাউজারের incognito mode বা private window ওপেন করে নিবেন। অথবা কাজ শেষ হলে history ডিলিট করে ফেলবেন। তবে অ্যাকাউন্ট খোলা বা প্রোফাইল এডিট বা পাসওয়ার্ড পরিবর্তন করার সময় নিজের ডিভাইস ব্যবহার করা উত্তম।

৩) লেনদেন করার সময় আপনার নিজের ডিভাইস ব্যবহার করুন।

৪) আপনার পাসওয়ার্ড বা কোনো তথ্য কখনো কাউকে বলবেন না। মানিব্যাগ কর্তৃপক্ষ কখনো গ্রাহকের কোনো জানতে চায় না।

৫) আপনার অ্যাকাউন্টের সকল অর্থ অসৎ ব্যক্তিদের চুরি থেকে বাঁচাতে আমাদের স্বীকৃত ওয়েবসাইট ব্যতিত অন্য কোন ওয়েবসাইট বা কোন ফর্মে গিয়ে কখনো লেনদেন করবেন না। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার যাবতীয় লেনদেন করুন। আমাদের ওয়েবসাইটটি হলোঃ

https://sites.google.com/view/moneybagbd