ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং
ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং
আমরা যে সমস্ত কিছু প্রকাশ করি (তা মৌখিকভাবে বা লিখিতভাবে) বিপুল পরিমাণে তথ্য বহন করে। আমরা যে বিষয়টি পছন্দ করি, আমাদের স্বর, আমাদের শব্দের নির্বাচন, সবকিছুই এমন কিছু ধরণের তথ্য যুক্ত করে যা ব্যাখ্যা করা যায় এবং এ থেকে মান বের করা যায়। তত্ত্বগতভাবে, আমরা সেই তথ্যটি ব্যবহার করে মানুষের আচরণ এবং অনুমান করতে পারি।