INTER- DEPARTMENTAL CRICKET TOURNAMENT 2023-24

MALDA COLLEGE, MALDA

 

Inter-Departmental Cricket Tournament 2023-24, Malda College, Malda

[18th December to 22nd December, 2023]

FIXTURE_CRICKET TOURNAMENT.pptx

List of Successfully Registered Participants 

FLAYER_SPORTS-2023

মালদা কলেজের আন্তঃ-বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: ২০২৩

শর্তাবলী:

১. শুধুমাত্র কলেজের বিভাগগুলো অংশগ্রহণ করতে পারবে, সাধারণ বিভাগ থেকে মেজর সাবজেক্ট ধরে অন্তর্ভুক্ত করা যাবে

২. প্রতিটি অংশগ্রহণকারী টিমে (১১+৪)= ১৫ জন করে খেলোয়াড় থাকবে। সঙ্গে একজন কোচ ও একজন ম্যানেজার থাকবে।

৩. খেলোয়াড়দের তালিকা দুই কপি তৈরী করতে হবে এক কপি ১৫  ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২ টার মধ্যে অধ্যাপক টগর বর্মন অথবা ননী গোপাল কাপাসিয়া মহাশয়ের নিকট জমা দিতে হবে ও অপর কপি মাঠে আম্পায়ার/ ম্যাচ রেফারির হাতে দিতে হবে। পরবর্তী প্রতি রাউন্ডে খেলোয়াড়দের তালিকা খেলা শুরুর পুর্বে আম্পায়ার/ ম্যাচ রেফারির হাতে দিতে হবে। খেলোয়াড়দের তালিকা অবশ্যই বিভাগের কোন দায়িত্ব প্রাপ্ত শিক্ষক/শিক্ষিকার স্বাক্ষর যুক্ত হবে।

৪. প্রত্যেক ম্যাচের জন্য যে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে  তার অন্তত ৩০ মিনিট পূর্বে টিম সহ ম্যাচের জন্য নির্দিষ্ট ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করতে হবে ।

৫. খেলার সময় প্রত্যক অংশগ্রহণকারী খেলোয়াড়ের কলেজের পরিচয়পত্র  এর প্রতিলিপি দিতে হবে। প্রয়োজনে খেলার সময় মাঠে ম্যাচ রেফারি তা পরীক্ষা করতে পারে তাই সঙ্গে আসল কপি থাকা আবশ্যিক। 

৬. খেলোয়ার সুলভ মানসিকতা নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে এবং খেলার মাঠে আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে গন্য করতে হবে।

৭. কেবলমাত্র ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেডেল ও সংশাপত্র দেওয়া হবে।

৮. ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার দেওয়া হবে।

৯. প্রতিটি ম্যাচ হবে ৬-৬ ওভার করে (প্রয়োজনে ৫-৫ ওভার করে হতে পারে)। এর জন্য সময় বরাদ্দ ৩০ মিনিট করে ও মাঝে ৫ মিনিটের বিরতি।

১০. কোন LBW out হবে না।

১১.  সর্বোচ্চ দুই জন বলার দুই ওভার করে বল করতে পারবে, তবে পাঁচ ওভারের খেলা হলে শুধুমাত্র একজন বলারই দুই ওভার বল করতে পারবে। 

১২. হাত ঘুরিয়ে বল করতে হবে।

১৩. নো বল হলে পরের বলে ফ্রি হিট এর সুযোগ ব্যাটসম্যান পাবে।

১৪. খেলার স্কোর প্রতি ওভারের শেষে ঘোষণা করা হবে ও স্কোরারের স্কোর সঠিক হিসাবে গন্য হবে।

১৫. আম্পায়ার মাঠে প্রবেশের ৫ মিনিটের মধ্যে কোনো টিম মাঠে উপস্থিত না হলে অপর টিমকে বিজয়ী ঘোষণা করা হবে। উভয় টিম উপস্থিত না থাকলে উভয় টিমকে বাতিল ঘোষণা করা হবে।

১৬. সমস্ত রকম বাই রানের সুযোগ থাকবে।

১৭. প্রতি ইনিংস নতুন বলে শুরু হবে। বল হারিয়ে গেলে বা নষ্ট হলে আম্পায়ার সে ধরনের কোন পুরাতন বল থেকে বা নতুন বল দিয়ে ম্যাচ চালানোর যে সিদ্ধান্ত নেবেন তা চুড়ান্ত হিসাবে গন্য হবে।

১৮. নো বল ও ওয়াইট বলে নিয়ম অনুযায়ী রান বরাব্দ ও অতিরিক্ত বল বরাব্দ থাকবে।

১৯. ম্যান অফ দ্যা সিরিজের জন্য পুরস্কার দেওয়া হবে।

স্পোর্টস কমিটি

মালদা কলেজ