EXPERIMENTAL ROUTE
EXPERIMENTAL ROUTE
মাস্টার্স জৈব রসায়ন
সঠিক নোট অনুসরণ করুন নিজেকে নিরাপদ রাখুন । জীবন পরিবতর্ন করুন
CHAPTER-02
SELECTED QUESTIONS AND ANSWER FROM MASTERS CHEMISTRY : CHAPTER 02
সমকেন্দ্রমুখী সংশ্লেষণ কাকে বলে? Note (other Questions)
সমকেন্দ্রমুখী সংশ্লেষণ (Syn-synthesis বা Convergent Synthesis) হলো একটি রাসায়নিক সংশ্লেষণের কৌশল, যেখানে জটিল একটি যৌগকে তৈরি করার জন্য একাধিক অপেক্ষাকৃত ছোট ছোট অংশ বা মডিউল পৃথকভাবে প্রস্তুত করে শেষে একত্র করে মূল যৌগটি তৈরি করা হয়।
ধরা যাক, কোনো জটিল জৈব যৌগ A তৈরি করতে হবে। ঐ যৌগের দুটি প্রধান অংশ B ও C। তখন প্রথমে পৃথকভাবে B ও C তৈরি করা হয়, তারপর B ও C-কে একত্র করে A তৈরি করা হয়।
এর বিপরীত হলো ধারাবাহিক সংশ্লেষণ (Linear Synthesis), যেখানে এক ধাপ শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী ধাপে যাওয়া যায় না।
টার্গেট অনু কাকে বলে? what is target molecule 14/16
টার্গেট অণু হলো সেই নির্দিষ্ট রাসায়নিক যৌগ, যেটিকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ সংশ্লেষণ পদ্ধতি পরিকল্পনা ও সম্পাদন করা হয়।
যদি কোনো জৈব ওষুধ তৈরি করতে চাওয়া হয়, তাহলে সেই ওষুধের অণুই হবে টার্গেট অণু।
CHAPTER 2: LECTURE 02
১. সংশ্লেষক (Precursor)
সংজ্ঞা: এমন প্রাথমিক যৌগ বা অণু, যেটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে নতুন অণু তৈরি করে।
অর্থাৎ, এটি একটি “শুরু করার উপাদান” যা থেকে ধাপে ধাপে রাসায়নিক প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অণু পাওয়া যায়।
উদাহরণ:
ইথানল থেকে ইথানাল তৈরি → এখানে ইথানল হলো সংশ্লেষক।
বেনজিন থেকে নাইট্রোবেঞ্জিন → বেনজিন সংশ্লেষক।
২. টার্গেট অনু (Target molecule)
সংজ্ঞা: যে নির্দিষ্ট অণু বা যৌগ তৈরি করাই রাসায়নিক সংশ্লেষণের মূল লক্ষ্য।
এটি সাধারণত একটি নির্দিষ্ট গঠন, কার্যকারিতা বা ব্যবহার যুক্ত অণু।
উদাহরণ:
ইথানল থেকে ইথানাল তৈরির প্রক্রিয়ায় ইথানাল হলো টার্গেট অনু।
বেনজিন থেকে নাইট্রোবেঞ্জিন তৈরির ক্ষেত্রে নাইট্রোবেঞ্জিনই টার্গেট অনু।
ফিনাইল ২ ফিউরয়েটস এর সংশ্লেষণ পথ সহ ডাইক্রোমেট কৌশল বর্ণণা কর