Note chapter 02
masters organic chemistry
আপনি পড়তে চাইলে কেউ আপনকে বাধা দিতে পারবে না
আপনি পড়তে না চাইলে কেউ পড়াতে পারবে না
masters organic chemistry
আপনি পড়তে চাইলে কেউ আপনকে বাধা দিতে পারবে না
আপনি পড়তে না চাইলে কেউ পড়াতে পারবে না
উত্তর:
সমকেন্দ্রমুখী সংশ্লেষণ (Convergent Synthesis) হলো একটি রাসায়নিক সংশ্লেষণের কৌশল, যেখানে কোনো জটিল অণু বা যৌগকে তৈরি করার জন্য তার বিভিন্ন অংশ বা টুকরোগুলো পৃথকভাবে প্রস্তুত করে পরবর্তীতে একত্রিত করে মূল যৌগটি তৈরি করা হয়।
জটিল একটি অণুকে সরাসরি ধাপে ধাপে না বানিয়ে বরং সেই অণুর বড় বড় উপাদানগুলো (ফ্র্যাগমেন্ট) আগে তৈরি করে শেষে সেগুলো জোড়া দিয়ে মূল টার্গেট অণু বানানো হয়।
যদি অণু A তৈরি করতে লাগে B ও C, তাহলে আগে B এবং C আলাদা করে বানানো হয়, তারপর B + C → A
সময় সাশ্রয় হয়
বিশ্লেষণ ও বিশুদ্ধতা বজায় রাখা সহজ
জটিল অণু দ্রুত ও দক্ষভাবে তৈরি করা যায়
সরল রৈখিক সংশ্লেষণ কাকে বলে?
উত্তর:
সরল রৈখিক সংশ্লেষণ (Linear Synthesis) হলো এমন একটি রাসায়নিক সংশ্লেষণ পদ্ধতি, যেখানে প্রতিটি পদক্ষেপ ধাপে ধাপে একটির পর একটি সংঘটিত হয় এবং প্রতিটি ধাপের পরে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় যৌগ উৎপন্ন হয়। অর্থাৎ, একটি রাসায়নিক যৌগ তৈরি করতে হলে প্রথম ধাপের উৎপন্ন পদার্থ পরবর্তী ধাপে ব্যবহার হয়, এইভাবে শেষ পর্যন্ত টার্গেট অণু তৈরি হয়।
একটা রাস্তা ধরে একের পর এক ধাপ অতিক্রম করে শেষ গন্তব্যে পৌঁছানো – এটাই সরল রৈখিক সংশ্লেষণ।
A → B → C → D → Final Product (Target Molecule)
এখানে প্রতিটি ধাপ শেষ না হলে পরবর্তী ধাপে যাওয়া যায় না।
ধাপে ধাপে অগ্রসর হয়
সাধারণত সময় বেশি লাগে
জটিল অণুর জন্য উপযুক্ত নয়
প্রতিটি ধাপে উপাদান বিশুদ্ধ হওয়া জরুরি
SEE DETAILS NOTE FROM PAGE ONE TO PAGE 7