.
PAYMENT কোর্স মানে হল যে সকল কোর্সগুলো আপনাকে টাকা জমা দিয়ে করতে হবে সেই কোর্সগুলো । আপনি যে জবের প্রিপারেশন নিতে যাচ্ছেন AND সেই জন্য পুরোপুরি PREPARATION নিতে চান তাহলে আপনাকে পেইড কোর্স এ ভর্তি হতে হবে । আর যদি আপনি বাসায় পড়ে আপনার প্রস্তুতি কেমন হলো বাংলাদেশের পেক্ষাপটে, জব মার্কেট এর প্রেক্ষাপটে আপনার প্রস্তুতি কেমন হলো, অন্যান্য জব এর আবেদনকারীদের তুলনায় আপনার প্রস্তুতি কেমন হয়েছে, আপনার দুর্বল দিকগুলো কোথায় , কোন বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দিতে হবে, যেটুকু সময় আছে আপনার দুর্বল দিকগুলো খুঁজে বের করে তা জানতে আপনি PAYMENT কোর্স এ ভর্তি হতে পারবেন । সকল জব প্রস্তুতি প্রস্তুতির পেমেন্ট কোর্স আছে সুতরাং আপনি টাকা পরিশোধ করে জব প্রস্তুতি নিতে পারবেন
টাকা পরিশোধের নিয়ম
বিকাশ বা নগদ বা ডাচ বাংলা মোবাইল ব্যাংক বা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে পুনরায় রিচার্জ করতে পারবেন
কোর্সের বিবরণ
টাকা পরিশোধ যেকোর্সগুলো করতে হবে দুই প্রকার
ক) জব এর সম্পূর্ণ প্রস্তুতির জন্য আপনাকে জবের প্রস্তুতি কোর্স ফি পুরোপুরি পরিশোধ করতে হবে এবং আপনি উক্ত জবের পুরো কোর্সটি করতে পারবেন
খ) আপনি নিজে নিজে JOB প্রস্তুতি বাসায় নিয়ে নিজের প্রস্তুতিকে চেক করার জন্য অনলাইনে জব এর অনুরূপ পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করতে টাকা পেমেন্ট করে জব এর অনুরূপ পরীক্ষা দিতে পারবেন এবং আপনার জব প্রস্তুতি কে চেক করতে পারবেন
এই ক্ষেত্রে যে পরীক্ষাটি আপনি দিবেন সেই পরীক্ষার ফি পরিশোধ করতে হবে উদাহরণস্বরূপ মনে করুন আপনি বাংলাদেশ ব্যাংকের এসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টটির জন্য যে পরীক্ষাটি হয় তার অনুরূপ একটি পরীক্ষা দিবেন FEE 25 টাকা তাহলে আপনি 25 টাকা দিয়ে উক্ত পরীক্ষাটি দিতে পারবেন এবং যদি mcq হয় তাহলে পরীক্ষা শেষে সাবমিট বাটনে ক্লিক করার পর এই আপনি উত্তরদেখতে পারবেন তারমানে আপনি পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন ।
ফ্রি পরীক্ষা/ ফ্রী জব প্রস্তুতি
এই বিষয়টি হলো আপনি বাসায় নিজে নিজে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং নিজের প্রস্তুতি কেমন হলো তা চেক করার জন্য অনলাইনে mcq পরীক্ষা দিতে পারেন ।এই ফ্রী পরীক্ষাটি বিভিন্ন জবের জন্য বিভিন্ন সময় উন্মুক্ত থাকে এবং এই পরীক্ষাটি 15 মিনিট জব প্রিপারেশন নামক একটি প্রজেক্ট এর মাধ্যমে সারাবছর অনুষ্ঠিত হয় ।
এটি সম্পুর্ন ফ্রী তবে কেউ ডোনেট করতে চাইলে করতে পারেন । দান করার ক্ষেত্রে সর্বনিম্ন 5 টাকা হতে যে কোন পরিমাণ টাকা আপনি দান করতে পারেন দান করার ক্ষেত্রে বিকাশ 01955375501/ নগদ 01854550184/ ডাচ বাংলা মোবাইল ব্যাংক 01854550184-4 ব্যবহার করতে পারেন ।
গৃহীত সকল দানের টাকাঅত্র অত্র প্রতিষ্ঠান এর মানোন্নয়নে ব্যবহার করা হয় ।
উল্লেখ্য যে অত্র প্রতিষ্ঠানের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্রিল্যান্সিং ফ্রী এবং পেইড প্রোগ্রামের মাধ্যমে মানুষকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে ওঠার জন্য প্রতিনিয়ত কাজ করা হচ্ছে ।
অত্র প্রতিষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো স্টুডেন্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট মাত্র 2 ঘন্টা কাজ করে তার হাত খরচের টাকা টি ইনকাম করতে পারেন ।নিজে কাজ শেখা, নিজে কাজ করা AND অন্যকে শেখানো এবং অন্যকে কাজ করতে উৎসাহিত করা এরমধ্যে সীমাবদ্ধ এবং একইসাথে MASSBD স্টুডেন্ট অ্যাফিলিয়েট হিসেবে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের দৃষ্টি ডেভলপ করতে পারেন যা প্রতিষ্ঠানকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলে।
ফ্রী mcq যে সমস্ত জবের পরীক্ষা নেওয়া হয় তার মধ্যে Bank job Preparation/BCS/Feelancing Training অন্যতম তাই আপনি আপনার নিজের উন্নয়নের জন্য অত্র প্রতিষ্ঠানের সাথে নিজেকে সংযত রাখুন এবং আপনার সময় আপনার উন্নয়নে ব্যয় করুন মনে রাখবেন আজকে আপনার সময়ের যে বিনিয়োগ আপনি করছেন তার ওপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ তাই দেরি না করে আজই সংযুক্ত হয়ে যান অত্র প্রতিষ্ঠানের সাথে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো
.
MASSBD স্টুডেন্ট আফিলিয়েট
এই প্রোগ্রামটি কেবলমাত্র স্টুডেন্টদের জন্য ডিজাইন করা হয়েছে । যা হতে একজন শিক্ষার্থীর হাত খরচের জন্য প্রয়োজনীয় টাকা টি মাত্র দুই ঘন্টা প্রতিদিন কাজ করে বা অনেক ক্ষেত্রে তাঁর কম কাজ করে ইনকাম করতে পারবেন। এই টাকা স্টুডেন্ট নিজে তার বিকাশ একাউন্টে নিতে পারবে । ব্যাংক একাউন্টে নিতে পারবে। এই কাজটি করার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করা যায় । যে কোন শিক্ষার্থী অনার্স ফার্স্ট ইয়ার হতে মাস্টার্স এবং যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মাসিক খরচের টাকা ইনকাম করত এই কাজটি করতে পারেন।
একজন শিক্ষার্থী প্রতিদিন 2 ঘন্টা করে এক মাস কাজ করলে এবং নিয়ম মেনে কাজ করলে কমপক্ষে 7000 টাকা প্রতিমাসে ইনকাম করতে পারবেন। কিভাবে একজন শিক্ষার্থী ইনকাম করবে , কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস লাগবে, কিভাবে কাজ করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে টাকা পাবে এবং কিভাবে ফ্রী ট্রেনিং করবে তা বিস্তারিত ফ্রী ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়। সুতরাং আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন এবং মনে করেন যে প্রতি মাসে আপনার যে খরচ তা ইনকাম করা প্রয়োজন তাহলে আজই রেজিস্ট্রেশান করে MASSBD স্টুডেন্ট অ্যাফিলিয়েট হয়ে যান ।
স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাফিলিয়েট হতে কি করতে হবে
স্টুডেন্ট অ্যাফিলিয়েট হতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে MASSBD.ORG হতে একটি মেইল এর অপেক্ষা করতে হবে যদি আপনি ইমেইলটি পেয়ে যান যেখানে বলা থাকবে আপনার আইডি-পাসওয়ার্ড এর কথা তখন আপনি একটি রিপ্লাই ইমেইল দিবেন। যাতে আপনি বলবেন আপনি একজন স্টুডেন্ট তাই আপনার স্টুডেন্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম টি একটিভেট করতে চান ।
স্টুডেন্ট অ্যাফিলিয়েট যাবে কি কি জব আছে?
বা স্টুডেন্ট হিসেবে আপনাকে কি করতে হবে?
স্টুডেন্ট হিসেবে অনেকগুলো কাজ আছে এর মধ্যে যেটি আপনি ভাল মনে করেন সে কাজটি করতে পারবেন আপনাদের অবগতির জন্য আমি কিছু স্টুডেন্টের অ্যাফিলিয়েট জবের উদাহরণ দিচ্ছি
স্ক্রিপ্ট রাইটিং
প্রশ্নপত্র তৈরি এসএসসি টু মাস্টার্স বিজ্ঞান বিষয় ( পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে)
রেকর্ডিং
ছবি তুলে জমা দেওয়া
কপি পেস্ট করা
কারেকশন চেক করা
লাইক শেয়ার কমেন্ট করা
নির্ধারিত ভিডিও দেখান এবং কমেন্ট করা
ডিজিটাল মার্কেটিং করা
অ্যাফিলিয়েট মার্কেটিং করা
নির্ধারিত নিয়মে এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করা ( এর জন্য প্রয়োজনীয় অনলাইন ট্রেনিং ফ্রী গ্রহণ করতে হবে)
এছাড়াও রয়েছেন দৈনিক ভিত্তিক আরো অনেক কাজ যা প্রতিদিন আপনার পেইজে সংযুক্ত হবে এবং যা করে আপনি ইনকাম করতে পারবেন
তাই অত্র লিখাটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনি মনে রাখবেন এই লিখাটি অন্য মানুষের উপকারে আসবে সুতরাং আপনার পুটকিতে সকল শিক্ষার্থীর কাছে এবং যারা জবের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তাদের কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই মিলে আমরা একসাথে যার যার অবস্থানে নিজস্ব মেধা বুদ্ধি অবিবেচনা শক্তি দিয়ে আমাদের চারপাশে আনন্দময় করে তুলতে পারে এবং সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি কারণ হলো একা কখনও ভালো থাকা যায় না……………..
আবার দেখা হবে ।
FOR REGISTRATOIN
NOW GET YOUR ID +PASS AND THEN GET FREE TRAINING AND START EARNING FORM THE DAY ONE .
MASSBD.NET SUPPORT TEAM TIME :
8.30 PM TO 2.30AM
HOTLINE 01854550184 (FORM 8.30 PM TO 2.30 PM)
প্রতিটি MASS বিডি স্টুডেন্ট অ্যাফিলিয়েট অন্য স্টুডেন্টকে সহায়তা করে টাকা ইনকাম করতে পারবেন বিষয়টি আরও বিস্তারিত বলার প্রয়োজন আপনি এই প্রতিষ্ঠানে কাজ করে প্রতিমাসে একটি ইনকাম করেন একই কাজটি আপনার বন্ধ করতে পারে এবং সেও ইনকাম করতে পারেন প্রতিটি স্টুডেন্ট যেহেতু প্রতি মাসে একটি মাসিক খরচ থাকে এবং একটি বাবা-মার কাছ থেকে নিতে হয় তাই আপনি চাইলেই তাকে সহায়তা করতে পারেন সেই প্রতিষ্ঠানের জন্য সংযুক্ত হয়ে আপনার মত ইনকাম করতে পারেন এবং অন্যকে সহায়তা করতে পারে আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য সে হয়তো সারা জীবন আপনাকে মনে রাখবে ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আপনাকে একটি কমিশন যা আপনি তার ইনকাম থেকে প্রতিমাসে পেতে থাকবেন ।
বিষয়টি কি আরেকটু পরিষ্কার করে গাণিতিকভাবে বাখ্যা করে দেখাতে চায় তাই নিচের লিখাটি দিচ্ছি
ধরুন আপনি 300 জন স্টুডেন্ট কে অত্র প্রতিষ্ঠান সংযুক্ত করেছেন
300 জন স্টুডেন্ট প্রতিমাসে 2000 টাকা ইনকাম করে
তারমানে 300 জন স্টুডেন্ট প্রতিমাসে 300 X2000=600000/- টাকা অত্র প্রতিষ্ঠান থেকে ইনকাম করে ।
এখন যদি আপনি 2.5 শতাংশ কমিশন পান তবে আপনার ইনকাম প্রতিমাসে কত হতে পারে জানেন কি
আপনার ইনকাম হবে 15000 টাকা প্রতিমাসে যা আপনি ঘুমিয়ে থাকলেও হবে কারণ আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু অন্যরা তো সেইসময় কাজ করবে তাই নেটওয়ার্ক ইজ পাওয়ার কথাটি মনে রেখে নিয়ম মেনে কাজ করে যান আজকে যে আমাজনের প্রতিষ্ঠাতা তিনি এই ভাবনাটি আরো অনেকদিন আগে ভেবেছেন এবং বাস্তবে রূপদান করেছেন ।
আজকের তাকে আর কোন কাজ করতে হয় না সারাটা সময় কাটায় অথচ সারা বিশ্বের মানুষ তার প্রতিষ্ঠানে কাজ করে টাকা ইনকাম করে এবং কিছু টাকা তাকে দিয়ে আসে আর এইভাবে বিশ্বের সর্ববৃহৎ ধনীদের তালিকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
সুতরাং আপনার হাতে কি একটু সময় আছে তা অযথা ফেসবুকে না কাটিয়ে ইনকামের জন্য কাজে লাগান ।
ফেসবুক যদি হয় আপনার নেশা তাহলে বানিয়ে নিন আপনার পেশা !!!
MD HOSSAIN
Founder and CEO of
ISRSCHOOL & COLLEGE
&
MASSBD.ORG