সার্বিক বিবেচনায় ব্যাংকিং পেশা একটি চমৎকার পেশা। এ পেশায় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি নিজের জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। এমনকি এ পেশায় নিজের দক্ষতা ও যোগ্যতার পরিমাপ করা যায়। এসব কারণে ব্যাংকিং ক্যারিয়ার এখন অনেক মেধাবীর স্বপ্ন। আর এ স্বপ্ন বুননে আপনাকে দিতে হবে মেধা ও মননশীলতার পরিচয়। সুতরাং ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে আপনাকে কি কি করতে হবে এ নিয়ে বিস্তারিত -
কখন ব্যাংক জব বা আপনার স্বপ্নের জব প্রস্তুুতি শুরু করা উচিত?
বোদ্ধাদের মতে দ্বিতীয় বর্ষ হতে কাংঙ্খিত জবের প্রস্তুুতি শুরু করা উচিত
পেশা হিসেবে ব্যাংকে চাকরি
প্রায় ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত এদেশে বেকার সমস্যা একটি প্রকট সমস্যা। দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা ৩৮ ভাগ বেকার। এর মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষিত বেকার। বেকার সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজন অধিক কর্মসংস্থান। নব্বই দশকের পর বাংলাদেশে একটি বিকাশমান কর্মসংস্থান হচ্ছে বিভিন্ন ব্যাংক।
অর্থনৈতিক সমীক্ষা অনুসারে সদ্য অনুমোদন পাওয়া নয়টি ব্যাংকসহ বাংলাদেশে এখন মোট ব্যাংকের সংখ্যা ৬৩টি। এর মধ্যে সরকারি ব্যাংক ৪টি। বাকি ৫৯টি ব্যাংকের মধ্যে বেসরকারি ৪৬টি, বিশেষায়িত ৪টি ও বিদেশী ৯টি ব্যাংক রয়েছে। সঙ্গে যোগ হচ্ছে নতুন নতুন ব্যাংক আর শাখা। আর এসব ব্যাংকের দেশব্যাপী শাখার সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার।
বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হওয়ায় ব্যাংকিং খাতে সৃষ্টি হয়েছে ব্যাপক সম্ভাবনা। মুক্তবাজার অর্থনীতি প্রসারের সঙ্গে ব্যাংকিং খাতেরও প্রসার ঘটেছে। যেখানে প্রতিবছর কর্মসংস্থান হচ্ছে বহু শিক্ষিত বেকার যুবকের। ব্যাংক একটি চ্যালেঞ্জিং পেশা। জনতা ব্যাংকে সদ্য চাকরি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ সুমন হোসেন জানান, অধিক বেতন আর সুন্দর ও সচ্ছল জীবন-যাপনের আশায় আজ দেশের বহু শিক্ষিত যুবক পেশা হিসেবে আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংককে বেছে নিতে শুরু করেছে।
পছন্দের শীর্ষে ব্যাংক
বর্তমানে চাকরির ক্ষেত্রে তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ব্যাংক। আর এক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। কারণ চাকরিতে কর্পোরেট হাউজগুলো মেয়েদের অধিক পছন্দ। এক হিসাবে দেখা যায়, গত বছর সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার (ক্যাশ) পদে ১ হাজার ৭০৭টি পদের বিপরীতে নিয়োগের আবেদন জমা পড়ে ২ লাখ ২০ হাজার। একই বছরে জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর (ক্যাশ) পদের ৬৪৮ পদের জন্য আবেদন জমা পড়েছিল ২ লাখ ৪৭ হাজার।
কিছুদিন আগে বিভিন্ন ব্যাংকে ১ হাজার ১৭৩টি পদে বিভিন্ন গ্রেডে নিয়োগ ছাড়া হয়, এখানেও প্রায় আড়াই লাখ আবেদন জমা পড়বে বলে মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স পাস করা অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র গাজী আল আমিন। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর অবস্থাও একই রকম।
প্রস্তুতি নিবেন যে ভাবে ঃ
ব্যাংক জব প্রস্তুতি দুই ভাবে নেওয়া যাবে
১. সরাসরি কোচিং করে
২. বসায় বাসে অনলাইনে কোচিং করে
বাসয় বসে কমখরচে কোচিং করতে ভিজিট করতে পারেন ঃ` www.massbd.org
or visit : CLICK HERE