তুমি বলেছিলে আমি যেন বদলে যাই,
কমিয়ে দিই বারবার ফোন করা,
ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা।
দেখো, আজ আমি কেমন নীরব হয়ে গেছি।
আর ফোন দেই না, মেসেজও না।
তোমার ইচ্ছে পূরণ করতেই শিখে গেছি
দূরত্ব বজায় রাখতে।
___❐ মাহবুব সরদার সবুজ
সফলতার পথে কাঁটা থাকবেই,
কিন্তু যে থামে না,সে একদিন গন্তব্যে পৌঁছায়।
স্বপ্ন সহজে ধরা দেয় না,
তাকে জয়ের জন্য জ্বলতে হয়,
নিজেকে ভাঙতে হয়, গড়তে হয় নতুন করে।
সময় কখনো প্রতারণা করে না, শুধু দেখে-
কে অপেক্ষা করতে জানে,
কে লড়াই করে শেষ অবধি।
___❐ মাহবুব সরদার সবুজ
সফলতার পথে কাঁটা থাকবেই,
কিন্তু যে থামে না,সে একদিন গন্তব্যে পৌঁছায়।
স্বপ্ন সহজে ধরা দেয় না,
তাকে জয়ের জন্য জ্বলতে হয়,
নিজেকে ভাঙতে হয়, গড়তে হয় নতুন করে।
সময় কখনো প্রতারণা করে না, শুধু দেখে-
কে অপেক্ষা করতে জানে,
কে লড়াই করে শেষ অবধি।
___❐ মাহবুব সরদার সবুজ
হারানোর হিসেব কষতে কষতে বুঝে গেছি-
সব কিছু পাওয়ার দরকার নেই,
যা আমার জন্য ছিল, তা রয়ে গেছে,
আর যা হারিয়েছে, তা হয়তো ছিলই না আমার।
জীবন তার মতো করেই সাজিয়েছে আমাকে,
দাগগুলো সাক্ষী-আমি বেঁচে ছিলাম। অপূর্ণতাগুলোই আমার গল্প,
আর আমি সেই গল্পেরই একমাত্র নায়ক।
আমি যথেষ্ট, যেমন আছি, ঠিক তেমনই।
— ❐ মাহবুব সরদার সবুজ
যেখানে বারবার তোমাকে উপেক্ষা করা হয়,
সেখানে থেকেও লাভ কী?
যে সম্পর্ক কেবল ত্যাগ চায়,
কিন্তু দেয় না সম্মান, সেটা ভালোবাসা নয়,
একধরনের শৃঙ্খল।
প্রিয়জন যদি হৃদয়ের ভার বুঝতে না পারে,
তবে দূরে থাকাই শ্রেয়।
কারণ আত্মসম্মান বিসর্জন দিয়ে পাওয়া সম্পর্ক,
অবশেষে কেবল ক্লান্তি নিয়ে আসে।
___❐ মাহবুব সরদার সবুজ
অনেক স্বপ্ন জমে আছে—
নিজের জন্য, আপন মানুষদের জন্য।
ভেবেছি, একদিন বিজয়ের গল্প লিখবো,
কিন্তু পৃষ্ঠাগুলো এখনো ফাঁকা। সময় দৌড়ায়,
আমিও ছুটি, তবু পৌঁছানো হয় না ঠিক ঠিকানায়।
চোখের সামনে বদলায় পৃথিবী,
শুধু আয়নায় সেই চেনা মুখই রয়ে যায় আগের মতো।
একবার যদি সত্যি বদলাতে পারতাম!
তাহলে হয়তো সময় থামতো না,
আমিই ছুঁয়ে ফেলতাম তাকে-ঠিক নিজের শর্তে।
___❐ মাহবুব সরদার সবুজ
ধীরে ধীরে বুঝতে পারবেন—
মানুষ আসলেই আপন হয় না।
স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না।
নিঃশ্বাস ফুরানোর আগে কোনটা আপনার ভালো হবে,
তা বুঝতে শিখুন। প্রয়োজনে নিজেকে কঠোর করুন।
কারণ— পৃথিবীটা সহজ-সরল মানুষের জন্য কঠিন।
___❐ মাহবুব সরদার সবুজ
তোমার নাম কেউ আর জিজ্ঞেস করে না।
একসময় যারা কথার ফাঁকে খোঁজ নিত,
তারা এখন ধরে নিয়েছে- আমি এগিয়ে গেছি,
নতুন কাউকে জায়গা দিয়েছি। কিন্তু তারা জানে না,
তোমার পর আর কেউ আসেনি। আসলে,
আসার জায়গাই ছিল না। সময় বদলেছে,
মানুষ বদলেছে, শুধু হৃদয়ের সেই শূন্যতা বদলায়নি।
যখনই কেউ হাসিমুখে জিজ্ঞেস করে- “কিরে,
এখন কার সাথে?”
তখন এক মুহূর্তের জন্য তোমার মুখটাই ভেসে ওঠে।
তারপর আমি হেসে বলি, “কাউকে না।”
আর মনে মনে বলি, “তুমি ছাড়া আর কেউ ছিল কই?”
___❐ মাহবুব সরদার সবুজ
স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত। তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না, কারণ স্বার্থ ফুরোলেই তারা মুখ ফিরিয়ে নেবে। যে আপনাকে ভালোবাসে, সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয়। আর যারা স্বার্থ দেখে, তাদের জায়গা হৃদয়ে নয়— জীবনের বাইরেই রাখা ভালো।
___❐ মাহবুব সরদার সবুজ
আমি অতিরিক্ত কেউ নই। আমাকে ছাড়া জীবন থমকে যাবে না। আমি কারো প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই। আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না। আমি সহজেই ভুলে যাওয়া মানুষ, যার জন্য কারো হৃদয় ভারী হয় না। জানি, একদিন সবাই দূরে সরে যাবে। আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে। তবু নিজের মতো থাকি, কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি।
___❐ মাহবুব সরদার সবুজ
আমি একদিন স্বপ্ন বুনেছিলাম তোমার চোখের তারায়… তুমি ফিরে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম, চিরকাল থাকবে। কিন্তু তুমি হেঁটে গেলে দূর অজানায়, ফেলে রেখে আমার সমস্ত আশা। আজ বুক ভরা শূন্যতা নিয়ে বসে আছি, তোমার স্মৃতির কাছে একা… এখন শুধু তুমিহীন এক আকাশ, আর নীরবতার সঙ্গে বন্ধুত্ব গড়েছি।
___❐ মাহবুব সরদার সবুজ
যখন কিছু হারাবে,তখন সারা পৃথিবী তোমার কাছ থেকে তা দূরে নিয়ে যাবে। যখন কিছু পাবে, প্রকৃতি তোমাকে সব কিছু সহজ করে দেবে। জীবনে কখনোই জোর করে কিছু ধরে রাখা যায় না, না মানুষ, না মুহূর্ত।
___❐ মাহবুব সরদার সবুজ
আমি প্রতিশ্রুতি দিয়েছি, আর কাঁদবো না। কেউ না বুঝুক, নিজেকে তো বুঝবোই। ভালোবাসা আর প্রতারণার গল্পগুলো এখন স্মৃতির আড়ালে, নতুন দিনে, নতুন শপথে আমি একা। কোনো আবেগে হারিয়ে যাবো না, নিজের ভেতরেই শান্তি খুঁজে নিচ্ছি— যেখানে কেউ নেই, শুধু আমি আর আমার স্বাধীনতা।
___❐ মাহবুব সরদার সবুজ
আমি প্রতিশ্রুতি দিয়েছি, আর কাঁদবো না। কেউ না বুঝুক, নিজেকে তো বুঝবোই। ভালোবাসা আর প্রতারণার গল্পগুলো এখন স্মৃতির আড়ালে, নতুন দিনে, নতুন শপথে আমি একা। কোনো আবেগে হারিয়ে যাবো না, নিজের ভেতরেই শান্তি খুঁজে নিচ্ছি— যেখানে কেউ নেই, শুধু আমি আর আমার স্বাধীনতা।
___❐ মাহবুব সরদার সবুজ
আমি প্রতিশ্রুতি দিয়েছি, আর কাঁদবো না। কেউ না বুঝুক, নিজেকে তো বুঝবোই। ভালোবাসা আর প্রতারণার গল্পগুলো এখন স্মৃতির আড়ালে, নতুন দিনে, নতুন শপথে আমি একা। কোনো আবেগে হারিয়ে যাবো না, নিজের ভেতরেই শান্তি খুঁজে নিচ্ছি— যেখানে কেউ নেই, শুধু আমি আর আমার স্বাধীনতা।
___❐ মাহবুব সরদার সবুজ
তুমি জানো, হাওয়ায় মুক্তি দেওয়া পাখিটা বারবার ফিরে আসে আপন ঠিকানায়। কিন্তু তুমি? তোমার প্রস্থান যেন নদীর স্রোতে ভেসে যাওয়া নৌকা, যার ফেরার কোনো দিশা নেই। তোমার অনুপস্থিতি আমার বুকে মহাসাগরের ঢেউ হয়ে ধাক্কা দেয়— প্রতিটি নিঃশ্বাসে।
লেখক: মাহবুব সরদার সবুজ
মানুষ কি সত্যিই একা? জন্মের পর যে কান্না আমাদের জানান দেয়, তারপর থেকে জীবনের প্রতিটি দিনেই তো একা থাকার পাঠ শিখি। আমরা ভিড়ের মাঝে হাসি, গল্প করি, কিন্তু প্রতিটি হাসির পেছনেই লুকিয়ে থাকে নিঃসঙ্গতার দীর্ঘ ছায়া। কিছু মানুষ নিজেকে গুটিয়ে নেয় একা থাকার ভান করে। আসলে তারা ক্লান্ত— চেনা মুখগুলোর ভিড়ে নিজের মুখ হারিয়ে ফেলার ভয়ে। আবার কিছু মানুষকে ঠেলে দেওয়া হয় একাকিত্বের দিকে। অযত্ন, অবহেলা, আর প্রিয়জনের অনুপস্থিতি তাদের হৃদয়কে এমন স্তব্ধ করে তোলে যে তারা আর কারও দিকে হাত বাড়াতে পারে না। জীবন তো এক মঞ্চ। যেখানে আমরা সবাই অতিথি চরিত্র, কেউ স্থায়ী নয়। একদিন নাটক শেষ হলে, সব আলো নিভে গেলে, আমরা বুঝি, যাত্রাপথে পাওয়া হাতগুলো শুধু সাময়িক সান্ত্বনা। শেষমেশ, আমরা সবাই ফিরি নিজের কাছে। একটি শূন্য কামরায়, যেখানে আমাদের একা থাকার শিল্পটাই জীবনের সবচেয়ে বড় সত্য।
লেখক: মাহবুব সরদার সবুজ
তুমি কি সত্যি জানো না? আমি তোমার চোখের গভীরতা দেখি, যেখানে আমার নাম লেখা নেই। তোমার নিঃশ্বাসে খুঁজে ফিরি আমার অস্তিত্বের সুর। তুমি কি সত্যি জানো না, আমি তোমার অপেক্ষায় ভাঙি— প্রতিটি রাত, প্রতিটি স্বপ্ন!
লেখক: মাহবুব সরদার সবুজ
নিজেকে ভালোবাসতে ভুলে গেলে, বাকি সব ভালোবাসাই একসময় অর্থহীন হয়ে যায়। তুমি সবার জন্য ভাঙবে, সবার জন্য দৌড়াবে,কিন্তু শেষে? নিজের ভাঙা টুকরোগুলো কুড়াবে কে? একটু নিজের দিকে তাকাও। নিজের জন্য সময় রাখো, নিজের হাসির মানে খুঁজে নাও। জানো, তোমার সুখ না থাকলে তোমার দেওয়া ভালোবাসাও একদিন মলিন হয়ে যাবে। নিজের জন্য বাঁচাটা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার প্রতি দায়। তুমি যদি নিজেকে আগলে না রাখো, তাহলে কে রাখবে?
___❐ মাহবুব সরদার সবুজ
কেউ কখনো বলে না, “ফিরে এসো।” আমি অপেক্ষা করি—অকারণ, অর্থহীন। হয়তো কেউ একদিন মায়াভরা কণ্ঠে বলবে, “তোমার জায়গা আছে এখানে।” কিন্তু জানি, সে ডাক আসবে না। আমি হাঁটি রাস্তার একাকী পথ ধরে, যেভাবে পথের ধুলো বাতাসে মিশে যায়, আমিও হারিয়ে যাই কারো স্মৃতির ধূসর কোণে। একটু মায়া চাই, একটু আশ্রয়— যেমন ক্লান্ত পাখি তার নীড়ে ফিরে চুপ করে বসে। কিন্তু কেউ খুঁজে দেখে না। কেউ বোঝে না আমার নির্বাক আকুতি। আমি প্রেমিক হতে পারিনি, কারণ প্রেম তো শুধু পাওয়া নয়, প্রেম একটুকু থাকার আশ্বাস। তাই এখনো পথ চলি। জানি, কোথাও আমার জায়গা নেই। তবুও হৃদয়ের গভীরে একটা ডাকের অপেক্ষা থাকে। যা কখনো আসে না।
___❐ মাহবুব সরদার সবুজ
আমারও সব মনে থাকে, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো, যেখানে আমি ভালোবেসে ছিলাম নিঃস্বার্থভাবে, আর তুমি ফিরিয়ে দিয়েছিলে শূন্যতা। মনে থাকে, তোমার চোখের সেই প্রথম আলো, যা আমাকে জাগিয়ে তুলেছিল নতুন করে; আরো মনে থাকে সেই শেষবার, যখন সেই চোখগুলো আমায় অচেনা করে দিয়েছিল। সব মনে থাকে— তোমার অদৃশ্য হয়ে যাওয়া, আমার অবিরত অপেক্ষা, আর সেই নীরবতা, যা কোনোদিন ভাঙেনি। সব ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু স্মৃতিগুলো বুকে কাঁটা হয়ে বসে আছে। তোমার দেওয়া দাগগুলো মুছতে চাইলেও, তারা এখন আমার পরিচয়ের অংশ।
___❐ মাহবুব সরদার সবুজ
স্বপ্ন দেখি অনেক— নিজেকে বদলানোর, জীবনে কিছু করার। পরিবারকে গর্বিত করার, নিজের নামের পাশে সাফল্যের গল্প লেখার। মনে হয়, একদিন সবাইকে দেখিয়ে দেবো, আমিও পারি! কিন্তু দিন পেরিয়ে যায়, বছরও বদলে যায়। ক্যালেন্ডারের পাতায় দেখাই শুধু বদলের হিসেব। অথচ মনটা আটকে থাকে সেই পুরোনো জায়গায়। তবু একদিন ভেতর থেকে এক আওয়াজ আসে— “তোমার সময় আসবেই। শুধু বিশ্বাস রাখো। ভাগ্যের দরজাটা খুলবে তোমার জন্য, ঠিক তখনই, যখন তুমি নিজের পথে অটল থাকবে।”
___❐ মাহবুব সরদার সবুজ
ভালোবাসি বলেই সবকিছুতে আপনার ছোঁয়া খুঁজি। আপনি দূরে সরে গেলে, হাজার বাধা পেরিয়ে আপনাকে ধরে রাখতে চাই। আপনার চুপ থাকা আমাকে অস্থির করে তোলে, আপনার অভিমান আমার ভেতর ঝড় তোলে। আপনার মুখের হাসি দেখলে মনে হয়, পৃথিবীর সব ব্যথা ভুলে যাই। আপনি জানেন? আপনার একটা শব্দ আমার দিন বদলে দিতে পারে। ভালোবাসি বলেই, আপনার পাশে থাকার অধিকারটা চিরকাল চাই।
___❐ মাহবুব সরদার সবুজ
তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, তবুও দূরত্বে আড়াল হয়ে আছো। এই শহরে তোমার ছায়া খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি, তবু কল্পনার রঙে তুমি অমলিন, চিরচেনা। দূর থেকে ভালোবাসার- এই অনুভূতি যেন এক নিঃশব্দ শান্তি। তোমার কাছে না থেকেও, তোমার মায়ায় বাঁধা পড়ে আছি— নিঃশেষ, কিন্তু পরিপূর্ণ।
___❐ মাহবুব সরদার সবুজ
একদিন হঠাৎ জীবনে এমন কেউ আসবে, যে তোমার না বলা কথাগুলোও বুঝে নেবে। যে তোমার রাগকে প্রশ্রয় দেবে, কিন্তু তোমাকে কখনো ভুল বুঝবে না। যার সাথে সময় থেমে যাবে, আর মুহূর্তগুলো রূপকথার গল্প হয়ে উঠবে। যে তোমার দুঃখ ভাগ করে নেবে, আর প্রতিটি কান্নায় সান্ত্বনার পরশ বুলিয়ে দেবে। যার একটুখানি হাসিতে মিলিয়ে যাবে জীবনের সব ক্লান্তি। যে তোমার পাশে থাকবে, হয়তো নির্বাক, হয়তো শব্দময়, কিন্তু থাকবে। একদিন এমন কেউ আসবে, যে তোমার হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে চিরদিনের জন্য।
___❐ মাহবুব সরদার সবুজ ]
আমি চাই না তুমি আমায় বদলে দাও। আমি শুধু চাই, কেউ আমাকে সেইভাবেই গ্রহণ করুক, যেমন আমি—ভুলে ভরা, অসম্পূর্ণ। আমি চাই না কেউ আমায় পথ দেখাক। আমি শুধু চাই, কেউ পাশে দাঁড়িয়ে বলুক, “তোমার লড়াইটা আমি বুঝি, তুমি যেমন আছ, ঠিক তেমনটাই যথেষ্ট।” আমি চাই না কেউ আমার কষ্ট ভাগ করে নিক। আমি শুধু চাই, কেউ একবার চোখে চোখ রেখে বলুক, “তোমার কষ্টগুলো আমায় ছুঁয়ে যায়।” আমি চাই না কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি। আমি শুধু চাই, কেউ এমনভাবে পাশে থাকুক, যেন তার উপস্থিতিই আমাকে শান্তি দেয়। আমি শুধু চাই, কেউ সত্যি করে বুঝুক, আমার নীরবতাগুলোও কথা বলে।
___❐ মাহবুব সরদার সবুজ
ভালোবাসা সত্যিই অদ্বিতীয় সুন্দর, যা চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া হয় না। এটি শুধু অনুভূতির গভীরে বাস করে, যেমন বাতাস—না দেখা, তবুও তার স্পর্শে স্নিগ্ধতা আসে। ঠিক তেমনই, ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি, যে হৃদয়ে প্রতিফলিত হয়, নিঃশব্দে, শুদ্ধভাবে। যে জানে সত্যিকার ভালোবাসা, সে বুঝে— কেমন করে মধুর হয়ে ওঠে হৃদয়ের প্রতিটি কণ্ঠস্বর।
___❐ মাহবুব সরদার সবুজ
আমি এক নামহীন বাতাস, বয়ে চলি, কেউ টের পায় না। থেমে গেলেও পৃথিবীর কিছু আসে যায় না, কেউ আমার অভাব অনুভব করে না। আমি এক ক্ষণিকের আলো, ঝলক দিয়ে মিলিয়ে যাই অন্ধকারে। কেউ আমাকে ধরে রাখতে চায় না, স্মৃতির পাতায় আমার জন্য জায়গা নেই। একদিন আমি পুরোপুরি হারিয়ে যাবো, কোনো চিহ্নও থাকবে না কোথাও। তবু আমি জানবো, আমি ছিলাম, নিজেকে হারিয়ে যেতে দেবো না।
___❐ মাহবুব সরদার সবুজ
অনেক স্বপ্ন দেখি— নিজের জন্য, প্রিয় মুখগুলোর জন্য। একদিন বলবো, “দেখো, পেরেছি!” নিন্দুকদের চোখে চোখ রেখে প্রমাণ দেবো। কিন্তু ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই দেখি, সময় কেবল দৌড়ে চলে যায়, আর আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে। পৃথিবীর নিয়ম-অনিয়ম বুঝে গেছি, শুধু নিজেকে বদলানোর সেই মুহূর্তটাই আসেনি। যদি একবার পারতাম-শুধু একবার! তাহলেই হয়তো সামনে লেখা থাকতো, “তোমার সময় এসে গেছে, শুধু তাকাও ঠিক জায়গায়।”
___❐ মাহবুব সরদার সবুজ
যাদের ছাড়া আমাদের একদিন চলত না, আজ তারা আছে কোথায়-কে জানে! কতো সম্পর্ক সময়ের ব্যবধানে হারিয়ে গেছে, কতো নাম ভুলে গেছি, কতো চেনা মুখ থেকেও অচেনা হয়ে গেছে। একদিন যাদের কাছে থাকলে মনে হতো পৃথিবীটা কতই না ছোট, আজ তারা আকাশের মতো দূরের মানুষ- সময়ের দেয়াল ভেঙে আর কখনো ফেরা হয় না। ইচ্ছে করলেই তো কথা বলা যেত, একবার ডাকলেই ফিরে আসার কথা ছিল, তবু কেউ কারো খোঁজ নেয় না,কেউ ফিরে আসে না… জীবন এমনই-সবাই একে একে হারিয়ে যায়, শুধু স্মৃতিগুলো থেকে যায়, বোবা আর নিঃসঙ্গ হয়ে…
___❐ মাহবুব সরদার সবুজ
যাদের ছাড়া আমাদের একদিন চলত না, আজ তারা আছে কোথায়-কে জানে! কতো সম্পর্ক সময়ের ব্যবধানে হারিয়ে গেছে, কতো নাম ভুলে গেছি, কতো চেনা মুখ থেকেও অচেনা হয়ে গেছে। একদিন যাদের কাছে থাকলে মনে হতো পৃথিবীটা কতই না ছোট, আজ তারা আকাশের মতো দূরের মানুষ- সময়ের দেয়াল ভেঙে আর কখনো ফেরা হয় না। ইচ্ছে করলেই তো কথা বলা যেত, একবার ডাকলেই ফিরে আসার কথা ছিল, তবু কেউ কারো খোঁজ নেয় না,কেউ ফিরে আসে না… জীবন এমনই-সবাই একে একে হারিয়ে যায়, শুধু স্মৃতিগুলো থেকে যায়, বোবা আর নিঃসঙ্গ হয়ে…
___❐ মাহবুব সরদার সবুজ
আমি অতিরিক্ত কেউ নই। আমাকে ছাড়া জীবন থমকে যাবে না। আমি কারো প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই। আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না। আমি সহজেই ভুলে যাওয়া মানুষ, যার জন্য কারো হৃদয় ভারী হয় না। জানি, একদিন সবাই দূরে সরে যাবে। আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে। তবু নিজের মতো থাকি, কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি।
___❐ মাহবুব সরদার সবুজ
ভালোবাসা চুপচাপ থাকে ভালোবাসা শুধু কথার ব্যাপার নয়, এটা অনুভূতির, স্পর্শের, নীরবতার। সব কথা সহজে বলা যায়, কিন্তু “ভালোবাসি”- এই একটি শব্দের পেছনে অসংখ্য আবেগ, ভয়, আশা আর অধিকার লুকিয়ে থাকে। মানুষ ভয় পায়- যদি সে ভালোবেসে ফেলে, আর অপরজন তা না বুঝতে চায়! তাই হয়তো, ভালোবাসা অনেক সময় চুপচাপ থেকে যায়- অব্যক্ত, অথচ গভীর…
___❐ মাহবুব সরদার সবুজ
আমি কাঁদতে শিখেছিলাম, তোমার ব্যথা নিজের করে নেবো বলে। আমি দুঃখ লুকিয়ে রেখেছিলাম, তুমি হাসলে, আমার মন ভরবে বলে। আমি আকাশকে ডেকেছিলাম, তোমার পথের রোদ সরাতে। আমি নিজের মনকে বোঝাই, তুমি ফিরে আসবে ভেবে। অথচ,তুমি প্রতিদিন কারো ভালোবাসায় ডুবে যাও- “শুধু আমার ছোঁয়াটাই অচেনা রয়ে গেল।”
___❐ মাহবুব সরদার সবুজ
আমাদের দেখা হবে… আমাদের দেখা হবে, হয়তো কোনো এক অচেনা মোড়ে। না বলা কিছু কথার ভার নিয়ে আমরা মুখোমুখি দাঁড়াবো। হয়তো তখন সময় থমকে যাবে, চোখে চোখ পড়বে, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হবে না। অথবা, আমাদের আর কখনো দেখা হবে না। তুমি তোমার পথে, আমি আমার… শুধু ফেলে আসা স্মৃতিগুলো নীরবে দেখা করে যাবে আমাদের মাঝে।
___❐ মাহবুব সরদার সবুজ
আজ শব্দগুলো অভিমানী- ঠোঁটের কিনারা ছুঁয়ে ফিরে যায় বারবার। আপনার সঙ্গে যে অধিকার ছিল, সেই অধিকার আর নেই। জানেন, কত মানুষ অপেক্ষায় থাকে আমার একটিমাত্র বাক্যের জন্য? তবুও আমি নীরব থাকি। কারণ, যেসব কথা বলা ছিল আপনার জন্য, সেগুলো তো কেবল আপনাকেই শোনাতে চাই। কখনো কি মনে পড়ে? আমাদের হাজারো কথার মুহূর্তগুলো? একটিবারও কি ইচ্ছে হয় না আমার না-বলা কথাগুলো শুনতে?
___❐ মাহবুব সরদার সবুজ
মানুষটা তোমার প্রতি অন্ধ, তোমাকে অন্ধের মতো ভালোবাসে, তাকে যত্ন করে আগলে রেখো। জানো তো? এই মিথ্যার দুনিয়ায়- সত্যিকারের ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করা হয়! যার চোখে তোমার জন্য পবিত্র দৃষ্টি খুঁজে পাবে, তাকে কখনো হারাতে দিও না। নিজের করে বন্দী করে রেখে দিও। তাকে ভালোবেসো, “ভীষণ ভালোবেসো।”
___❐ মাহবুব সরদার সবুজ
তোমার সঙ্গে আরেকটু সময় থাকার ইচ্ছে ছিল, হাতে হাত রেখে আরও কিছুটা পথ হাঁটার ইচ্ছে ছিল। তুমি হাত ধরেছিলে, আবার ছেড়েও দিলে- কী এক অজানা বাহানায় পথটা বদলে দিলে! সে পথ তো আমি সাজিয়ে রেখেছিলাম তোমারই জন্য, যত্নে, গভীর মমতায়। আমার পাশে থেকে, আমাকে আগলে রেখে, বাহুর মাঝে একটুখানি জায়গা করে নিয়ে, মনের সব কথা বলবে বলে সাজিয়েছিলাম সে পথ। কিন্তু তুমি আর ফিরে এলে না, আমিও সেই পথের আর যত্ন নিই না। ভাবিনি, চলার পথ এতটা অগোছালো হবে! যদি থেকে যেতে, তবে সেই পথ তোমার পায়ের ছোঁয়ায় সুখের তৃপ্তি খুঁজে পেত-নিঃশব্দে, নিবিড় ভালোবাসায়। আজও সে পথে কাউকে হাঁটতে দিই না, কাউকে পায়ের চিহ্ন আঁকতে দিই না। সাহস পাই না, সে পথ নতুন করে সাজানোর। যে পথে তুমি আর হাঁটবে না, সে পথ থাকুক পরিত্যক্ত… আমার নিঃশ্বাস ফুরানোর শেষ মুহূর্ত পর্যন্ত।
___❐ মাহবুব সরদার সবুজ
তোমার জন্য… আমার কাছে কোনো ধন-দৌলত নেই, নেই কোনো ঝলমলে প্রতিশ্রুতি। শুধু একরাশ ভালোবাসা আছে, যা সময়ের চেয়েও দীর্ঘ, আর বিশ্বাস, যা পাহাড়ের চেয়েও অটল। আমি রাজা নই, তবু তোমার হৃদয়ে আশ্রয় গড়তে পারি। আমি শিল্পী নই, তবু তোমার জীবনের ক্যানভাস রাঙাতে পারি। তোমাকে ভালো রাখার জন্য আমি কিছুতেই ক্লান্ত হবো না, কখনো পিছিয়ে যাবো না। কারণ ভালোবাসা মানেই- তোমার হাসিতে আমার বেঁচে থাকা।
___❐ মাহবুব সরদার সবুজ
একটা মানুষ থাকা দরকার একটা মানুষ থাকা দরকার, যে মানুষটা বলবে- “তুমি শুধু আমার।” আমার মানে শুধু আমার, অভিমানেও তুমি থাকবে,ভালোবাসায়ও তুমি থাকো। হাজার মানুষের ভিড়ের শহরে, যে চোখ দু’টো খুঁজে নেবে শুধুই আমায়, নির্বাক নীরবতার ভেতরেও শুনবে আমার না বলা কথা গুলো। একটা মানুষ থাকা দরকার, যে হাতটা ধরা মানে পুরো আকাশ ছুঁয়ে ফেলা, যার একটুখানি হাসি, আমার সমস্ত আঁধার সরিয়ে দেবে। আমি হারিয়ে গেলে বলবে- “ফিরে এসো, আমি আছি।” যে মানুষটা ছাড়া ভালো লাগা মানেই সবকিছু থেকেও অপূর্ণ।
___❐ মাহবুব সরদার সবুজ