বিদেশ ভ্রমণের জন্য বর্তমানে অধিকাংশ অনেক আগ্রহী মানুষকেই পাওয়া যায়। বাংলাদেশে বসবাসরত এসব আগ্রহী মানুষদের জন্য কাছাকাছি ঘোরার জন্য দেশের বাইরে একটি ভ্রমণ স্থানে পরিপূর্ণ দেশ হতে পারে থাইল্যান্ড। আর খুব বেশি দূরে না হওয়ায় বেশ সুলভ বাজেটেই ঘুরে আসা যায় থাইল্যান্ড।
চলুন জেনে নেয়া যাক থাইল্যান্ডের ৭টি আকর্ষণীয় জায়গার নাম যেগুলো পরিদর্শনে আপনার ভ্রমণ কালীন স্মৃতি হতে পারে আরো সুমধুর।