১ম ধাপ- শিক্ষার্থী তার সার্টিফিকেটের জন্য গুগলফর্মে তথ্য অবশ্যই প্রদান করে Submit বাটনে ক্লিক করবে।
২য় ধাপ- শিক্ষার্থী/শিক্ষক কোডিং এর কনটেন্টগুলোর জন্য উল্লেখিত “কোডিং এর নির্দেশিকাটি ডাউনলোড করতে ক্লিক করো’ বাটনে ক্লিক করে নির্দেশিকাটি ডাউনলোড করে নিবে।
৩য় ধাপ শিক্ষার্থী ‘আওয়ার অব কোড’-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এবং নির্দেশিকা মোতাবেক খেলার ছলে কোডিং শিখে সার্টিফিকেট অর্জন করবে।