স্পেসে স্যাটালাইট অথবা স্পেসস্টেশন যদি রোটেট করার কথা মাথায় আসে প্রথম সলুশন মাথায় আসে রকেট ইঞ্জিন ব্যাবহার করে থার্স্ট ফোর্স জেনারেট করা। কিন্তু এইটা করলে স্যাটালাইট ফুয়েল রিচার্জ এর ব্যাপার আসে আবার একুরেসি ও ওতো ভাল না।এর উপর স্যাটালাইট বা টেলোস্কোপের সামনে ফগ তৈরি হতে পারে।
এইটা না করে যেটা করা যায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ব্যাবহার করা যেতে পারে, তিনটা রড় দিয়ে সলিনয়েড বানিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এর সাথে আকর্ষন বিকর্ষন করায়া রোটেট করানো যেতে পারে। কিন্তু এইটা আবার ডিপ স্পেসে বা স্পেসস্টেশনে ব্যবহার করা যায় নাহ কারন ম্যাগনেটিক ফিল্ডের উইকনেস।
ভিডিওতে কিউবটা যেটা করতেছে এঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ করে পজিশন চেঞ্জ করতেছে। সেম জিনিস স্যাটালাইট এবং ISS ব্যাবহার করা যায়।এইটাকে বলে জাইরোস্কোপিক ইফেক্ট।
ISS এ দুইটা জাইরোস্কোপ আছে, প্রত্যেকটা জাইরোস্কোপ এ ৪ টা হুইল আছে। এইগুলার এঙ্গুলার মোমেন্টাম মান ও দিক চেঞ্জ করে ISS রোটেট করে যাতে নতুন ক্রু বা সাপ্লাই শিপ আসলে ওইটার সাথে ডকিং পোর্ট এর এঙ্গেল ম্যাচ করে।
ব্যাপারগুলা যত সহজে বললাম তার থেকে অনেক কঠিন, অনেক ফ্যাক্টর কন্সিডার করা লাগে।যেমন সিস্টেম ল্যাগ,ইনার্শিয়া।এই জিনিসগুলা একেকটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, দেখলেই নিজের ডিপ্রেশন লাগে।কারন লেদ মেশিনের মত সোজা জিনিস বুজতেও আমার কষ্ট হইছে।
রেডিয়েশন এর জন্য প্রসেসর এর বিট ফ্লিপ হতে পারে, তখন কম্পিউটার ভূল রেজাল্ট দেয়। তাই রকেটে প্রত্যেকটা ইঞ্জিনের জন্য ৩ টা কম্পিউটার থাকে। ৩ টা কম্পিউটার সিনক্রোনাইজ করা থাকে, একসাথে একই প্রোগ্রাম রান করে। কোন একটা কম্পিউটার ভূল রেজাল্ট দিলে ওইটাকে রিবুট মারা হয় এবং সব ডাটা অন্যদুইটা কম্পিউটার থেকে নেয়া হয়।
রেডিয়েশন প্রিভেন্টেবল ম্যটেরিয়াল দিয়ে কম্পিউটার বানালে অনেক কষ্ট হয় ও স্পেসিফিক ও নন রেগুলার কয়েকটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কাজ করে এর ফলে বেস্ট প্রোগামার দিয়ে প্রবলেম সলভ করাচ্ছে এই ব্যাপারটা বজায় রাখা যায় না তাই র্যাগুলার কম্পিউটার ব্যবহার হয়।
নাসার একটা রকেট ব্লাস্ট হইসে কারন ৬৪ বিটের নাম্বার ১৬ বিট ম্যামেরিতে প্রবেশ করাছিল,এতে ট্রাঙ্কেশন ইরোর এত বেড়ে যায় রকেট অন্যদিকে টার্ন নেয় ও হাই ডাইনামিক প্রেশারের কারনে রকেট ভেঙ্গে যায়।