REGISTER NOW TO COMPLETE BANK JOB PREPARATON AT MASSBD.ORG
বাংলাদেশের তরুণদের মধ্যে জনপ্রিয় চাকরিগুলোর একটি হচ্ছে ব্যাংক জব। অন্যান্য অনেক চাকরির তুলনায় সামাজিক সম্মান, আকর্ষণীয় বেতন, দ্রুত পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি এই চাকরির চাহিদা আরো বেড়েছে।
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই ব্যাংকে চাকরির জন্য আবেদন করা যায়। তবে অন্যান্য চাকরির পরীক্ষার তুলনায় ব্যাংক জবের পরীক্ষার ধরন একটু আলাদা, তাই সে অনুযায়ী প্রস্তুতি নিতে হয়। From First year ব্যাংক জব প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এই প্রতিযোগিতার যুগে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনার।
ব্যাংক জবের পরীক্ষায় আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে MRIDUL BANK JOB নিয়ে এসেছে 'ব্যাংক জবস কোর্স'। এই কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন প্রস্তুতির দিকনির্দেশনা ও বিভিন্ন সমস্যার সমাধান। কোর্সটিতে ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্নসমূহ বিশ্লেষণ করা হয়েছে। কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ আর কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে তা আলোচনা করা হয়েছে।
ব্যাংক জব পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিসিএসসহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও এই কোর্স সহায়তা করবে। তাই চাকরিপ্রত্যাশী হিসেবে নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে আজই এনরোল করুন “ব্যাংক জবস কোর্স”-এ!
MASSBD. Live MCQ ব্যবহার করে কীভাবে প্রস্তুতি নিবেন?
MASSBD. Live MCQ মূলত চাকরির প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্ল্যাটফর্ম। সারা বছর জুড়েই বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA, ৯ম-২০তম গ্রেডের বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য আলাদা প্রস্তুতি প্রোগ্রাম চলমান থাকে। নিজের পছন্দের চাকরি কোনটি - সেটা ঠিক করার পর সেই অনুসারে প্রস্তুতি শুরু করতে পারেন। আবার অনেকেই একই সাথে একাধিক চাকরির জন্য পড়াশোনা করে থাকেন।
MASSBD. Live MCQ অ্যাপ ব্যবহার করে প্রস্তুতি ও পরীক্ষা দেওয়ার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন:
➝ visit : www.massbd.org
➝ Register
➝ Get ID and Password
➝ log in
➝ select packgage & Make Paymemt
➝ Start your Class
➝ See Result and global Ranking
➝ Watch video Record for the missed class
➝ তবে, প্রতিযোগিতায় না থেকে আপনি নিজের যথাযথ অবস্থান জানতে পারবেন না। তাই, লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
যেকোন সমস্যা হলে massbd Live MCQ পেইজে মেসেজ দিন অথবা হেল্প লাইনে যোগাযোগ করুন।
MASSBD Live MCQ লগইন করে থেকে পরীক্ষা দিবেন .JSUT CLICK ON THE BUTTON AND START EXAM
BKASH: 01854550184 OR NAGAD : 01854550184 OR BACK TRNASFER
Just register or inbox 01854550184