FAQ

আপনার মনের আনাচে কানাচে থাকা প্রশ্নটি জানাতে পারেন এখানে, যে উত্তর গুলো প্রযায়ক্রমে নিচের পেয়ে যাবেন পরবর্তি আপডেটে।

কোন সেমিস্টারে আবেদন করা ভালো?

ফল সেমিস্টার হচ্ছে সবচেয়ে উপযোগী সময়, এ সময় অনেক বেশী শিক্ষার্থী ভর্তি নেয়া হয় এবং প্রফেসরদের হাতে ফান্ড থাকে।

কানাডায় উচ্চশিক্ষার ধাপ গুলো কি কি?

আপনার বর্তমান শিক্ষগত যোগ্যতা ও আপনি কোন বিষয়ে পড়তে যেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে বিষয় গুলো।

যেমন-

এইস এস সি শেষ করে অনার্স করতে যেতে চাইলে আপনার এস এস সি র ফলাফল ও আইএল্টস স্কোর হলেই হচ্ছে। তবে এখানে সবাই হোচট খায় পড়াশোনার ব্যায়ভার বহনের বেলায় কারণ অনার্স লেভেলে স্কলারশিপ নেই বললেই চলে। আপনার ভিসা এপ্লিকেশন থেকে শুরু করে সকল যায়গায় বেশ মোটা দাগের ব্যংক ব্যলেন্স দেখাতে হবে। আমি এই দলের সবাইকে বলি বাংলাদেশ থেকে অনার্স এ ভালো ফলাফল করে মাস্টার্সে স্কলারশিপ নিয়ে আসতে।


মাস্টার্সের ক্ষেত্রে যেসব দরকার হয়-

  • অনার্সের ফলাফল

  • রিসার্চ পেপার /পাব্লিকেশন (স্কলারশিপ ও এডমিশ পাবার ক্ষেতে অন্যতম ভূমিকা পালন করে)

  • আইএল্টস স্কোর ( গড় ৬.৫ তবে কোনটিতেই ৬ এর নিচে নয়), অনেক উপরের দিকের কিছু ইউনিভার্সিটি ও প্রোগ্রামের ক্ষেত্রে তারা আরো ভালো স্কোর কে সর্বনিন্ম ধরে রাখে। এপ্লিকেশনের আগে অবশ্যাই ওদের ওয়েব সাইটে দেখে নিবেন।

  • এস ও পি

  • সুপারভাইসর মেনেজ করা, যেটি এডমিশন ও স্কলাসিপ পাবার প্রধান মাধ্যম

  • এল ও আর

  • স্পন্সর

আরো বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যেনেলের ভিডিও গুলো দেখতে পারেন। https://www.youtube.com/MohammadShakirulIslamBD

আমি কিভাবে দ্রুত ড্রাইভিং লাইসেন্স পেলাম?

বিস্তারিত এখানেঃ https://m.facebook.com/groups/BSAAC/permalink/4817957318242800/