At HomeMates, we believe that obeying rules and regulations is important for creating a safe and respectful environment for everyone. We all have a responsibility to follow the rules, and we expect our HomeMates to do the same.
We have a set of rules and regulations in place to help ensure the safety and well-being of our HomeMates. These rules cover a variety of topics, including noise levels, cleanliness, and guest policies.
We understand that sometimes rules can be inconvenient, but we believe that they are necessary to maintain a harmonious and enjoyable living environment. We appreciate your cooperation in following the rules and regulations.
If you have any questions about the rules or regulations, please don't hesitate to ask. We are always happy to help.
আমরা নিম্নোক্ত সকল নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য এবং অঙ্গিকারবদ্ধ -
01. বাসায় প্রত্যেকে প্রত্যেককে সম্মান এবং প্রত্যেকের প্রতি সহযোগিতামূলক আচরণ করতে হবে।
02. প্রত্যেককে নির্দিষ্ট সময়ে বাজার, ফিল্টারে পানি ঢালা এবং টয়লেট পরিষ্কার করতে হবে।
03. বাজার চলাকালীন খালার সকল কার্যক্রম তদারকি করার পাশাপাশি রান্নাবান্না এবং খাওয়া-দাওয়া যাতে সঠিক সময়ে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
04. বাসায় না থাকলেও পুরো মাসের বাসাভাড়ার সাথে সকল ইউটিলিটি বিল দিতে হবে। (বাসা ভাড়া+পানি+গ্যাস+নেট+বিদ্যুতের বিল+ময়লা+পেপার+খালা)।
05. কখনোই গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় করা যাবে না।
06. বাসার যেকোন সমস্যা মনিটরিং প্যানেলকে জানাতে হবে এবং মিনিটরিং প্যানেলের সকল নির্দেশনা মেনে চলতে হবে।
07. বাসা ছাড়তে চাইলে অবশ্যই ৫০-৬০ দিন আগে মনিটরিং প্যানেলকে জানাতে হবে।
08. বাসা ভাড়া পরিশোধ বিষয়ে:
বাসা ভাড়ার টাকা ৯ তারিখ রাত ১১ টার মধ্যে মনিটরদের কাছে বুঝায় দিতে হবে। ৯ তারিখের পর কেউ বাসা ভাড়া দিতে আসলে (F=৫০০৳) জরিমানাসহ বাসা ভাড়ার টাকা মনিটরের কাছে জমা দিবেন। (বাসা-মালিকের কড়া নির্দেশ অনুযায়ী)।
09. বাসায় একাধিক ধর্মের/মতাদর্শের সদস্য আছি। একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে এবং অন্যের বিশ্বাসে আঘাত আসে এমন কোন ধরনের কাজ-কর্ম করা থেকে বিরত থাকতে হবে। যতদিন পর্যন্ত একাধিক ধর্মাবলম্বী সদস্য আছি, ততদিন পর্যন্ত উভয়ের জন্য হারাম এমন কোনকিছু বাসায় আনা যাবে না।
10. কেউ বাসার নিয়মের বাইরে গেলে তাকে সরাসরি সর্বোচ্চ তিনবার সতর্ক করা করা হবে। এরপরেও যদি কেউ নিজেকে সংশোধন না করে, তাহলে তাকে বাসা ছাড়ার নোটিশ দেয়া হবে। বা, কারোর যদি এসব নিয়মের মধ্যে থাকার ইচ্ছা না থাকে, তাহলে তিনি নিজ দ্বায়িত্বে বাসা ছেড়ে দিবেন।
11. মনিটরিং প্যানেল কোন প্রয়োজনে কাউকে কোন দ্বায়িত্ব দিলে সেটি সঠিকভাবে পালন করতে আমরা বদ্ধপরিকর।
সবাই নিজ অবস্থান থেকে বাসার সকল নিয়ম মেনে চলি এবং একে অপরকে সর্বাবস্থায় সহযোগিতা করে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি।
12. নির্দিষ্ট সময়ে বাজার করা বাধ্যতামূলক, বাসায় উপস্থিত না থাকলে কাউকে বাজারের টাকা পাঠিয়ে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে বাজার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট বাজার-রেঞ্জের মধ্যে বাজার করতে হবে।
13. যার বাজার যেই সময় হবে তিনি যদি সে সময় বাসায় না থাকেন, তাহলে নিজেদের বাজার আসার আগেই কাউকে ম্যানেজ করে রাখবেন। (বিনাশর্তে বা যেকোন শর্তের বিনিময়ে বাজারের জন্য আপনি যে কাউকে রাজি করাতে পারেন।) কোনভাবে যেন মনিটরদেরকে এই বিষয়ে কাউকে কিছু বলতে না হয়। যদি কাউকে ম্যানেজ করতে ব্যর্থ হন তবেই মনিটরদের জানাবেন এবং জরিমানা সহ বাজারের টাকা মনিটরকে পাঠাবেন।(F=100(২)/200(৩)৳)
14. বাজারকারীকে তার বাজারের সময় সকল দ্বায়িত্ব নিতে হবে।
15. বাজারকারীকে খালার কার্যক্রম সঠিকভাবে তদারকি করতে হবে।
16. *দুপুরের খাবার বাজারকারীকে দুপুর ১২ টার মধ্যে ভাগ করে রাখতে হবে (তরকারি ভাগ করার আগেই কেউ যদি দুপুরের খাবার খাই তাহলে সেটা বাজারকারীকে সে সময়ই জানাবো অথবা মেসেঞ্জার গ্রুপে জানাতে হবে এবং অবশ্যই সবার কথা বিবেচনায় রেখেই নিজের জন্য তরকারি নিবেন)।
*রাতের খাবার বাজারকারী বাসায় উপস্থিত থাকলে তিনিই ভাগ করে রাখবেন বা উপস্থিত না থাকলে, যারা প্রথমে খাবেন তারা ভাগ করে রাখবেন। ভাগ না করেই খাওয়া যাবে না।
*কারোর জন্য নির্দিষ্ট কোন বাটি নাই। যে যে বাটিতেই খান না কেন, খাবার শেষে অবশ্যই সেই বাটি ভালোভাবে পরিস্কার করে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে।
17. দুপুরের ভাত কম হলে বাজারকারীকে ভাত রান্না করতে হবে (শেষের দিকে ভাত খাওয়ার পর যারা দেখবেন ভাত শর্ট আছে তারা অবশ্যই বাজারকারীকে বিষয়টি জানাবেন এবং এক্ষেত্রে বাজারকারীকেই নিজ দ্বায়িত্বে খাবারের পর্যাপ্ততা তদারকি করতে হবে)।
18. সকালে যিনি প্রথমে ভাত খাবেন তাকেই সকালের খাবার (মূলত ভর্তা/সকালের জন্য যে তরকারি) ভাগ করে রাখতে হবে।
19. বাজার অবশ্যই "লিমিটের" মধ্যে করতে হবে। বাসায় কতজন উপস্থিত আছে সেটা ভালোভাবে জেনে নিয়ে বাজার করতে হবে। বাজারে যাওয়ার আগে বাসায় কোন কোন উপকরণ আছে কি না তা অবশ্যই দেখে যাবেন। একই উপকরণ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করে বাজারের খরচ বাড়ানো যাবে না।
20. সকল সদস্য উপস্থিত থাকা সাপেক্ষে বাজার লিমিটঃ
★২ দিনের বাজার লিমিট: সর্বোচ্চ ৯০০-১০০০ টাকা।
★৩ দিনের বাজার লিমিট: সর্বোচ্চ ১৪০০-১৫০০ টাকা।
★৪ দিনের বাজার লিমিট: সর্বোচ্চ ১৭০০-১৮০০ টাকা।
21. বাধ্যতামূলক মিল ৪০ টি। (Update: 04 Oct, 2023 Meeting).
22. ঢাকার মধ্যে অবস্থান করলে মিল অফ হবে, সেক্ষেত্রে অবশ্যই বিকাল ৫ টার আগে সেদিন রাতের মিল এবং পরের দিনের মিল অন বা অফের বিষয় স্পষ্টভাবে বাজারকারীকে ও মেসেঞ্জার গ্রুপে জানাতে হবে।
23. নিজের গেস্ট মিল মাস শেষে মিলের হিসাবে যোগ করে দিতে হবে।
24. কেউ গেস্ট মিল অন বা অফ করতে চাইলে বাজারকারীকে বাজার করার আগেই (সাধারণত বিকাল ৫ টার আগেই) জানাতে হবে এবং অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জানাতে হবে।
25. গেস্ট মিল অফ-এর বিষয়ে বাজারকারীকে এবং মেসেঞ্জার গ্রুপে না জানাইলে সেই গেস্টের মিল ‘মিলের হিসাবে’ যোগ হতেই থাকবে।
26. গেস্ট মিল অন না করেই গেস্টকে বাসায় নিয়ে আসলে, গেস্টের খাবারের ব্যবস্থা নিজ দ্বায়িত্বেই করতে হবে।
27. নিজের বাজার চলাকালে ফিল্টারে পানি দিতে হবে। ফিল্টারের ধারণক্ষমতার বেশি পানি ঢালা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত পানি ঢালার ফলে, ফিল্টার থেকে পানি বের হলে নিজ দ্বায়িত্বে তা পরিষ্কার করতে হবে।
28. নির্দিষ্ট ডেটে বাসায় উপস্থিত না থাকলে অবশ্যই অন্য কাউকে দ্বায়িত্ব বুঝিয়ে দিতে হবে।(F=50৳)
29.* ফ্রিজটি দ্বায়িত্বশীলতার সাথে এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ভবিষ্যতে ফ্রিজের কোন সমস্যা হলে সেটির যাবতীয় খরচ সবাইকে বহন করতে হবে।
* ফ্রিজের সর্বোচ্চ ফলপ্রসু ব্যবহার নিশ্চিত করতে হবে।
30. খালা না আসলে বাজারকারীকে সিরিয়ালের নির্দিষ্ট গ্রুপের সদস্যদের নিয়ে রান্নার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
Cooking Date:
Group 1:
Jibon Krishna Roy
Robin Shaha
Group 2:
Badhon Roy
Makhon Krishna Roy
Group 3:
Imran Hosen
Shariful Islam
Shaheen Reza
Group 4:
Sudipto Roy
Rontu Karmakar
Titas Roy Togar
খালার অনুপস্থিতিতে উপরোক্ত সিরিয়াল অনুযায়ী রান্না করতে হবে। রুম অনুযায়ী গ্রুপ করে দেয়া হয়েছে। রান্না সময় কাজ ভাগ করে নিয়ে কাজ করবেন। কারো বিরুদ্ধে কাজ না করার অভিযোগ আসলে মনিটরিং প্যানেল যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।(F=200৳)
** 1 ও 2 গ্রুপে ২ জন করে রয়েছেন। উভয় গ্রুপ চাইলে রান্নার কাজে একে অপরের সহায়তা নিয়ে পারেন।
31. নির্দিষ্ট ডেটে টয়লেট পরিষ্কারের সময় ডাইনিং-এর বেসিনসহ টয়লেটের বেসিন, কমোড, মেঝে, দেয়াল, বালতি, মগ, বদনা, স্যান্ডেল, ময়লা ফেলানোর ঝুড়িসহ সব কিছু ভালোভাবে পরিষ্কার করতে হবে। অন্যথায় (F= 200৳)।
32. টয়লেট ব্যবহারের পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি ঢালতে হবে।
33. গোসলের পর ময়লা পানি বালতিতে রাখা যাবে না।
34. বালতিতে ২ ঘন্টার বেশি সময় ধরে কাপড় ভিজিয়ে রাখা যাবে না। অন্যথায় নিজের জন্য আলাদা বালতি কিনে সেটি ব্যবহার করতে হবে।
35. সবসময় ডাইনিং-এর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
খাওয়ার পর নিজের যায়গা পরিষ্কার করে রাখতে হবে।
বাইরে থেকে এসে জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতে হবে।
36. ডাইনিং-এ অযথা কথা বলা যাবে না বা আওয়াজ করা যাবে না।
খাবার খাওয়ার সময় বেশি আওয়াজ করা যাবে না।
37. ডাইনিয়ে খাওয়ার সময় সকাল ৮.৩০ থেকে ৯.৩০, দুপুর ১.৩০ থেকে ২.৩০ এবং রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত। এই সময়ের বাইরে ডাইনিং-এ বসে খাওয়া যাবে না। অন্যথায় অতিরিক্ত কোন রকম আওয়াজ ছাড়া খাবার নিয়ে নিজ রুমে গিয়ে খাবেন।
38. মনের ভুলে হলেও রুমের দরজা বা টয়লেটের দরজা আওয়াজ করে লাগানো যাবে না।
***যারা অন্য রুম থেকে গিয়ে এটাস্টড বাথরুম ব্যবহার করি, তারা সতর্ক থাকবো যেন তাদের বাথরুমের দরজা বা রুমের দরজা লাগানোর সময় জোরে আওয়াজ না হয় এবং বাথরুম ব্যবহারেও তাদের কোন সমস্যা না হয়।
39. ডাইনিং-এর বেসিনে আওয়াজ করে হাত মুখ ধোয়া যাবে না।
40. ড্রয়িং রুমে যারা থাকে তাদের থাকতে সমস্যা হয় এমন কোন কাজ করা যাবে না।
41. ডাইনিং-এর বেসিন শুধু খাবার পর হাত ধোয়ার জন্য ব্যবহার করা যাবে।
42. কোন প্রকার ময়লা/খাবারের উচ্ছিষ্ট কোন বেসিনে ফেলা যাবে না। নির্দিষ্ট ঝুড়িতে ময়লা ফেলতে হবে।
43. ডাইনিং-এ ফোনে কথা বলা যাবে না। রান্নাঘরের ভিতরে দরজা লাগিয়ে কথা বলা যাবে।
44. মেইন দরজা ঠিকমতো লক না করে কখনই রুমে বা বাইরে যাওয়া যাবে না। আনলক রেখে গিয়ে যদি কোন কিছু হারিয়ে যায়, তাহলে এর সব ধরণের দ্বায়ভার সেই ব্যক্তিকে নিতে হবে।
45. নিজের রুমমেটের সকল সুবিধা-অসুবিধা দেখা প্রত্যেকের নিজের দ্বায়িত্ব।
46. রুমে কেউ ঘুমালে উচ্চস্বরে কথা বলবো না বা ফোন চালানো যাবে না।
47. রুমের সবার ইচ্ছা/অনুমতি থাকলে তবেই উচ্চ শব্দের কোন কাজ করা যাবে।
48. সব সময় নিজের রুমের দরজা লাগিয়ে রাখবো যাতে পাশের রুমের কোন সমস্যা না হয়।
49. রুমে কেউ পড়াশোনা করলে মোবাইল ফোনসহ নিজেকেও পুরোপুরি সাইলেন্ট থাকতে হবে। ফোন/ল্যাপটপে ইয়ারফোন লাগিয়ে ব্যবহার করতে হবে।
50. একই রুমে একাধিক জন পড়াশোনা করলে একজনের পড়ার শব্দে পাশের জনের পড়তে সমস্যা হয় এমন আওয়াজ করে পড়া থেকেও বিরত থাকতে হবে।
51. রাতে শোয়ার আগে রুমের মেইন লাইট কখন অফ করবেন তা রুমমেটরা মিলে আলোচনা করে নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন।
★বাসামালিকের দেয়া সকল নির্দেশনাসহ পূর্ববর্তী সকল নিয়ম এখন থেকে কেউ যথাযথভাবে মেনে না চললে তার বিরুদ্ধে জরিমানাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবস্থাতেই বাসার শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার বিন্দুমাত্র সুযোগ কাউকে দেয়া হবে না।
52. কেউ কোন নিয়ম ভঙ্গ করলে মনিটরিং প্যানেল তার বিরুদ্ধে জরিমানা বা শাস্তি নিশ্চিত করতে বাধ্য থাকবে। উপরে কয়েকটি নিয়মের সাথে সেই নিয়ম অমান্যের শাস্তিস্বরূপ জরিমানার পরিমান উল্লেখ করা আছে (F= --৳) ।
বাসার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সবার সম্মতিক্রমে ৩ সদস্যের একটি প্যানেল থাকবে।
* উপদেষ্টা= ১ জন * মনিটর-১= ১ জন * মনিটর-২= ১ জন
★★যেহেতু মনিটর এবং সাব-মনিটর তাদের সকল দ্বায়িত্ব সমান ভাগে ভাগ করে নিয়ে সকল কাজ সম্পাদনা ও পরিচালনা করছেন, তাই এখন থেকে তাদেরকে সমান সম্মানার্থে ❝সাব-মনিটর❞ কথাটিকে বাদ দিয়ে ❝মনিটর-১❞ ও ❝মনিটর-২❞ নামক পদে নিয়োগ করা হলো।
বাসার সদস্যদের মধ্যে সবচেয়ে সিনিয়র মেম্বার এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিই উপদেষ্টার দ্বায়িত্ব পালন করবেন। অভিভাবক হিসেবে উপদেষ্টা মিনিটরদের দিক নির্দেশনা দিবেন। মনিটরেরা সকল ধরণের সিদ্ধান্ত গ্রহণের সময় উপদেষ্টার সাথে আলোচনা করবেন। মনিটরেরাই মূলত সকল দ্বায়িত্ব পালন এবং কার্য পরিচালনা করবেন।
মনিটরিং প্যানেল সকলের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং কেউ নিয়মের বাইরে গেলে সরাসরি তাকে সতর্ক করে দিবেন।
মনিটরিং প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত সিধান্ত। সিদ্ধান্তগুলো মেনে চলতে আমরা সবাই অঙ্গিকারবদ্ধ।
*** উপরোক্ত নিয়মগুলো কাউকে উদ্দেশ্য করে করা হয় নি। আবার এই নিয়মের বাইরেও কেউ নয়। এখানে সবাই পড়াশোনা করতে আসছি। এখানে সবাই সমান। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শুত্রুতা নয়। বাসার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উপরোক্ত নিয়মের মধ্যে থাকা সবার জন্য বাধ্যতামূলক।