Date of Birth: May 7, 1861
Place of Birth: Calcutta, British India
Date of Death: August 7, 1941
Place of Death: Calcutta, British India
Profession: Writer, song composer, playwright, essayist, painter
Father: Debendranath Tagore
Mother: Sarada Devi
Spouse: Mrinalini Devi
Children: Renuka Tagore, Shamindranath Tagore, Meera Tagore, Rathindranath Tagore and Madhurilata Tagore
Award: Nobel Prize in Literature (1913)
'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ;
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত'॥
রবিঠাকুরের এই কবিতাটি যেন আজকের উদ্ভ্রান্ত বিশ্বশিক্ষা ব্যবস্থার জন্য আরও প্রাসঙ্গিক। আজ কবিতাটিকে আবার স্মরণ করে কবির ভাষায় মনে করা খুব প্রয়োজন যে আলোর পথের যাত্রী হতে গেলে, ‘ভারতেরে সেই স্বর্গে' জাগরিত করতে হলে কুসংস্কার, দুর্নীতি আর ধর্মের অপব্যাখ্যার অন্ধকারে নিমজ্জিত দেশের জন্যে কাজ করতে হলে বাঙ্গালীর এর চাইতে সার্থক প্রার্থনা আর কি হতে পারে? এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি সমস্যা, আনন্দ, বেদনা,দুঃখ, যাতনায় প্রাসঙ্গিক; আমাদের মননে, চিন্তনে, স্বপ্নে, বাস্তবে রবি কবির প্রভাব অপরিহার্য; মরুভূমির বালুরাশিতে মরীচিকা নয়, জলের সিঞ্চনের জন্যে তাঁর রচনা যেন পরশমণির ন্যায় অমূল্য।
মহাবিশ্বের মহান কবির জন্মজয়ন্তীতে মহাবিদ্যালয়ের গ্রন্থাগারের প্রণতি এই প্রদর্শনীর মাধ্যমে নিবেদিত হলো ।।
-ড. সোমা ঘোষ
অধ্যক্ষ
হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওইমেন, কলকাতা- ৭০০০৩৫
Click on the tab below to enter the exhibition
This online book exhibition is a virtual presentation of books on Rabindranath Tagore, designed to showcase collections and promote awareness. I acknowledge that the link of the books for this online book exhibition are taken from the Internet Archive. Internet Archive is a digital library website, including over a million scanned books accessible through the BookReader platform, has made it possible to present a diverse and rich collection to our readers. Essay Collection has been taken from National Digital Library of India - the treasure house of the digital knowledge of the country.
-Koyel Sengupta, Librarian, Hiralal Mazumdar Memorial College for Women