১৪ই জুন "বিশ্ব রক্তদাতা দিবস-২০২২" উদযাপন !
🤵🏻 নিজস্ব প্রতিবেদন । 🕑 প্রকাশ ১০.২২ | ১৪ জুন ২০২২ |
For Emergency Blood ▶
🤵🏻 নিজস্ব প্রতিবেদন । 🕑 প্রকাশ ১০.২২ | ১৪ জুন ২০২২ |
১৪ই জুন "বিশ্ব রক্তদাতা দিবস-২০২২" উদযাপন উপলক্ষ্যে মধুপুরে র্যালী, আলোচনা সভা, মানুষকে সচেতনতা, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী করা এবং মধুপুর প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদাতা এবং যারা সেচ্ছায় ও বিনামূল্যে রক্ত দান করে লাখ লাখ মানুষের প্রান বাঁচাচ্ছেন এবং অচেনা মানুষের জীবন বাচাঁতে নিরবে-নিভৃতে নিজেদের স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজ করছেন তাদের ফুল দিয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান পরিচালনা করা হয় |এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি- জনাব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক- জনাব এসএম শহিদুল ইসলাম শহীদ এবং আরো উপস্থিত ছিলেন মধুপুরের বিভিন্ন সাংবাদিক প্রতিনিধি গণ | ধন্যবাদ ও কৃতজ্ঞতা মধুপুর প্রেস
ক্লাবের এসএম শহিদুল ইসলাম শহীদ কাকা কে, এত সুন্দর আয়োজন করার জন্য |
উক্ত র্যালীতে হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি পরিবারের সকল রক্তদাতা, মধুপুরের পুলিশ প্রশাসন,
সাংবাদিক কর্মীবৃন্দ ও মধুপুরের বিভিন্ন গ্রুপের রক্তদাতা উপস্থিত হয়েছেন। সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
| স্বেচ্ছায় রক্তদানে সবাই এগিয়ে আসুন, মানবতার টানে।