[স্বাগত জানাই Hindu Religion Views সনাতনী অনলাইন মিডিয়া]
[স্বাগত জানাই Hindu Religion Views সনাতনী অনলাইন মিডিয়া]
প্রণাম সনাতনী ভাই, বোন মিত্র, মহোদয় ও মহোদয়াগণ। আপনাদের Hindu Religion Views অনলাইন মিডিয়া স্বাগতম। Hindu Religion Views একটি সনাতনী অনলাইন মিডিয়া। ছোট বেলা থেকেই আমরা বারো মাসে তেরো পার্বণের কথা শুনে আসলেও কালের পরিক্রমায় বারো মাসে তেরো পার্বণ দেখতে পাই না। বলতে গেলে সে সকল পার্বণ সমূহ আজ প্রায় বিলুপ্তির পথে, কারণ আমরা আমাদের ধর্মীয় উৎসব, উৎসবের পেছনের ইতিহাস, আমাদের সনাতনী সংস্কৃতি, ধর্মীয় আচার বিধি সম্পর্কে অনেকেই জানি না, জানতেও চাই না৷ শুধুমাত্র পূজা পার্বণ নয়, এমন অনেক সংস্কৃতির সনাতনে বিদ্যমান যা সম্পর্কে আমরা জ্ঞাত নই৷ আজ আমরা পূজা বলতে বুঝি DJ চালিয়ে কোমর দোলানো। পূজা মানে অবশ্যই আনন্দ, তবে পূজা মানে শুধু গানের তালে কোমর দোলানো নই, মদ্য পান করে মায়ের সামনে হোঁচট খেয়ে পরা নই, পূজা মানে পবিত্রতা, পূজা মানে স্বাত্তিকতার আলিঙ্গনে নিজেকে জড়িয়ে রাখা৷ পূজা মানে ঢাকের বোল আর কাশের দোল।
তাছাড়া নিজেদের ভেতরে মতবিরোধ, পক্ষপাতীত্ব, বর্ণবিরোধ আজ সনাতনের উপর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে ঐতিহ্যের সনাতন একদিন মহাকালের গর্ভে তলিয়ে যাবে আর বিলুপ্ত হবে প্রিয় হিন্দু সম্প্রদায়। আসুন সবাই হাতে হাত রেখে একই পথে পা বাড়িয়ে নিজের ধর্ম, ধর্মের অস্তিত্ব আর প্রিয় সনাতনকে রক্ষার্তে বিল্বপত্রে সজ্জিত হয়৷
মনে রাখবেন "ধর্ম রক্ষতি রক্ষিত।"
আমরা চেষ্টা করব সনাতনী সংস্কৃতি, আচার বিধি, প্রতিটি পূজা ও মন্দিরের পিছনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। চলুন সবাই মিলে চেষ্টা করি সনাতনের হারিয়ে যাওয়া সৌন্দর্য ও গৌরব যেন ফিরিয়ে দিতে পারি।
মায়ের কৃপায় থাকুন, Hindu Religion Views এর সাথে থাকুন এবং সবার জন্য সবাই থাকুন।
নমস্কার সবাইকে.....