Welcome to Gopshena Gram official website
Dec 24, 2023
" যা ছিলো অন্তরলে।"
লেখক : আব্দুল্লাহ আল মাসুদ
আমার প্রিয় বিশ্বাস্ত মানুষ গুলোর মধ্যে তুমি একজন, আমি তোমাকে খুব বিশ্বাস করি। তাই আজ আমার জীবনে না বলা সেই গল্পটা তোমার কাছে বলছি। কিন্তু এটা গল্প হলেও সত্য। তুমি জানো এই কথা আমি আজের ভিতরে ২৫৫৫ দিন অথাৎ ৭ বছর রেখেছি। কিন্তু তোমাকে আজ বলছি কারণঃ এই কথা গুলো না বললে, কেন জানি আমার জীবনের একটা অপূর্ণতা থেকে যাবে। আর মনের মধ্যে থাকা কথা গুলো বোঝা হয়ে থাকবে। তাহলে এবার শুরু করি.…..জানো আমি জীবনে অনেক ধরনের মেয়েকে দেখেছি। কিন্তু তাদের সবার থেকে,,,
সেই মেয়েটা ছিলো ব্যাতিক্রোম। আর ব্যাতিক্রোম সেই মেয়েটায় ছিলো আমার জীবনে প্রথম ভালো লাগা কেউ। তার এই ব্যাতিক্রোম স্বাভাবের জন্য আমার এত ভালো লাগতো। আর আমি তাকে তার চেহেরা
দেখে নয় বরং চরিত্র দেখে বিহমীহত হতাম। পর্দার কঠরতা আর ধর্মভূরুতার বিন্দুমাত্র কমতি নেই তার চেহারায়। কাউকে অনা ইচ্ছাকৃত কষ্ট দিলে, ক্ষমা চাইতে ভূল হবার অবকাশ নেই। তাই তো তাকে আমার এতভালো লাগত। কিন্তুু এই ছোট্ট কথাটা বলার বিন্দু মাত্র সাহস আমার নাই। কারণ সে আসলে অন্য প্রকৃতি,আর আমি এটাও জানি সে তার পরিবার কে জীবন এর চেয়ে বেশি প্রধান্য দেয়। যদিও তাঁর মধ্ কোন অনুভূতির সৃষ্টি হয় কি না? আমি জানি না। হলেও সেটা অন্য কারো জন্য। আমি এই সব বলতে পারছি কারণ আমি তাকে উপলব্ধ করতে পারি। আমি তোমার কাছে একটা কথা জানতে চাই সেটা হলো, কাউকে, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বললেই সম্পর্ক হয়? আমার কাছে সেটা মনে হয় না। আমি দূর থেকে আমার মত করে তাকে ভালোবাসি। এটা সে নিজেও জানে না। আর আমি জানাব ও না। কারণ মহান আল্লাহ বান্দার মনের সকল সৎইচ্ছা কে পূরণ করেন,কোন টা হয় তো এই পৃথিবীতে নয় তো পরপারে । তিনি যেখানে বান্দর মঙ্গল জনক সেখানে তাকে সেই উপহার টি দেন। তাই তো আমার সকল চাওয়া -পাওয়া তার কাছে। পৃথিবীর কারো কাছে নয়। যাই হোক বলার শেষ নেই,,,আমি এতখনে তোমাকে যার সম্পর্কে বললাম, মনে হয় তুমি তাকে চিনেছো,,,না চিনলে কিছু নাম থেকে যাক আন্তরালে,,,, ( সংগ্রহ : অসমাপ্ত ডায়েরি).