1.প্রতিমাসে সদস্যপিছু ১০০ টাকা চাঁদা ধার্য করা হয়েছে এবং সেইটা কাপ্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে অন্যথা ১০টাকা করেপ্রতিমাসে জরিমানা দিতে হবে |
2.প্রথম মাসে ফর্ম এবং সেই মাসের চাঁদা সমেত (৫০+১০০) অর্থাৎ ১৫০ টাকা জমাদিতে হবে | ফর্ম জমা দেওয়ার সময়তার সাথে আপনার যেকোনো একটি পরিচয়পত্রর ফটোকপি জমা দেওয়া আবশ্যক |
3.যে মাসে আপনি সদস্যহবে তার থেকে ঠিক একমাস পরে আপনি ঘুসুড়ি মেরিনার্স নিজস্য ID কার্ড এবং ঠিক তিন মাসে পরে আপনা রনিজস্যনাম এবং সংখ্যাঅনুযায়ী একটি নতুন জার্সি পাবেন |
4.প্রতিটি হোমম্যাচের টিকিট আমাদের ফ্যান ক্লাব থেকে দেওয়া হবে তারজন্য কোনো রকম আলাদা করেটা কাদিতে হবে না, ID কার্ড দেখে আপনি নিজের টিকেট নিয়ে যেতে পারেন | কিন্তু আপনার পরিবারবা অন্য কোনো বন্ধুবান্ধব এর টিকিট এর দরকার পরে সেটা ফ্যান ক্লাবকে আগে থেকে জানাতে হবে | যদি বাইরের কেউ টিকিট নিতে চান তারজন্য অতিরিক্ত মূল্যদিতে হবে |
5.প্রতিটি সদস্যকে ডার্বিম্যাচের টিকিট এর জন্য আলাদা করে টাকা দিতে হবে এবং সেটি ম্যাচের আগে বলে দেওয়া হবে | যদি আমাদের সাথে গাড়ি করে যেতে চান তারজন্য অতিরি ক্ত মূল্য দিতে হবে |
6.ঘুসুড়ি মেরিনার্স এর facetoon এবং flag আপনি মাঠে নিয়ে যেতে পারেন তারজন্য আগে আপনাকে রেজিস্টারখাতায় নাম লিখতে হবে| Facetoon বা flag এর কোনো রকম ক্ষতি হলে তার জন্য ক্ষতি পূরণ দিতে হবে এবং সেটি ঘুসুড়িমেরিনার্স এর প্রধান সদস্য গণরা ধার্য করবেন |
ঘুসুড়ি মেরিনার্স এর নিয়মাবলী
1. সর্বদা শান্তিশৃঙ্খলা বজায় রাখুন এবং সমস্তশর্তাবলী মেনে চলুন |
2. কোনো রকম সমস্যার সম্মুখীন হলে ক্লাব এ সরাসরি যোগাযোগ করুন (শুধুমাত্র ক্লাব সংক্রান্ত ) |
3. কোনো কিছু হারিয়ে ফেললে তৎক্ষণাৎ ক্লাব এ যোগাযোগ করুন |
4. সর্বদা সভায় যোগদান করুন এবং আপনার নিজ স্যমতামত প্রকাশ করুন |
5. কোনো রকম জাতি বিদ্বেষ এবং বর্ণ বিদ্বেষ আমরা মানিনা সুতরাং যেকেউ আমাদের ক্লাব এর সদস্য হতে পারেন|
আমি উপরোক্তসমস্ত শর্তাবলী এবং নিয়মাবলী মান্য করে চলবো এবং সর্বদা ক্লাব এর পশে থাকবো
Signature…………………………………………………………………………………………………………………