নাম: সোহানুল আলম পেশা: ব্যাংকার
শখ অথবা হবি বলতে আমার মনে হয় যা আমাদের করতে ভালো লাগে অথবা আমরা যা করে আনন্দ পায়, তাই শখ। তাই আমাদের এক এক জনের শখ এক রকম। পশু/ পাখির প্রতি আমার ছোট বেলা থেকে আকর্ষণ করে। কুকুর, বেড়াল, কবুতর এমন খুব কম জিনিসই আছে যা আমি পুষিনি। এর জন্য অনেক ঝড়ও পোহাতে হয়েছে অবশ্য। তবে বিভিন্ন দেশি/ বিদেশি পাখি পুষে অন্য রকম একটা শান্তি অনুভব হয়।মন খারাপের দিনে এই ইট পাথরের শহরে ছাদের খোলা হাওয়া আর সাথে পাখিদের কিচির মিচিরের মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই।
একটা সময় প্রচুর ঘুরতাম বন্ধু বান্ধব নিয়ে। তবে এখন ব্যস্ততা আমায় দেয় না অবসর। এই ব্যস্ত জীবনে আমি বরাবরই হাপিয়ে উঠি। তাই সুযোগ পেলেই অফিসের ছুটিতে আমি কোথাও না কোথাও প্ল্যান করি। বেশিরভাগ সময় আমার সংঙ্গী হয় আমার পরিবার।পরিবারের সাথে কাটানো জীবনের এই সময়টা সর্বোচ্চ উপভোগ করি এবং আজীবন করে যেতে চাই।
খাওয়াটা আমার কাছে একটা নেশার মত। আমার মতে খাওয়াটা হচ্ছে একটা শিল্প। বুজতেই পারছেন আমি খেতে খুব ভালোবাসি।এতটাই ভালোবাসি যে ফুডগ্রপে ভালো রিভিউ দেখে না খাওয়া পর্যন্ত আমার স্বস্তি হই না। খাওয়া শুধু পেট ভরার জন্য না, খাওয়ার মাঝে একটা আনন্দ আছে, যেটা অবশ্য সবাই খুঁজে পায় না।
প্রচুর মুভি দেখা হয়। আমি আর আমার বউ এক সাথে মুভি দেখি। অনেক সময় আমার ভাই/বোন ও সবাই মিলে রাতভর মুভি দেখা হয়।এই সময়টা আমি খুব উপোভোগ করি।তবে মেয়ের বাপ হওয়ার পর অনেক কিছু বদলে গিয়েছে। আমার পুরো দুনিয়াটাই যেন আমার মেয়ে দুটি। ওদের সাথে সময় কাটানোটাই আমার কাছে আমার এখন সবচেয়ে বড় শখ হয়ে দাঁড়িয়েছে।