বিশ্বে প্রথম ডিসেন্ট্রালাইজ একটা সাইট যার অর্থ এটি কোনো সরকার, প্রতিস্থান বা ব্যক্তি মালিকানায় পরিচালিত নয়। Forsage website এর সম্পূর্ন কোড দেয়া আছে যাতে আপনি চাইলে পড়ে দেখে নিতে পারেন এর মধ্যে কোনো ঘাপলা আছে কিনা।
কারো টাকা নিয়ে ভেগে যাওয়ার কোনোরকম স্কোপ নাই। এই সাইটে টাকা উইদ্রোর কোনো অপশান নাই, টাকা ডিরেক্ট জমা হবে আপনার ওয়ালেটে যার উপর ফরসেজের কোন নিয়ন্ত্রন নেই। সকল লেনদেন শুধু মাত্র আপনি নিজে নিয়ন্ত্রন করতে পারবেন । যেমন ধরেন আপনার ওয়ালেটে।
সোজা কথায় বললে, এই সাইটা তৈরী করা হয়েছে ক্রিপটোকারেন্সি প্রোমোট করতে। বিটকয়েন সম্পর্কে আমাদের সবারই ধারনা আছে কমবেশি। 2010 এর মাঝামাঝি সময়ে বিটকয়েনের মূল্য ছিল ০.০৮ ডলার বা ৬.৮ টাকা। আজ ১ বিটকয়েন মূল্য দাড়িয়েছে ৯,৭১,০০০ টাকা। সবার পক্ষে এখন আর বিটকয়েনের মার্কেট ধরা সম্ভব না। তাই এখন অন্য যে ক্রিপটোকারেন্সি আছে সেগুলোতে ইনভেস্ট করছে মানুষ। যেমনঃ ইথেরিয়াম, ট্রন ইত্যাদি। সবাই ইনভেস্টমেন্টের ব্যাপারটা বোঝে না তাই forsage নিয়ে এসেছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে রিস্ক এমদমই থাকবে না কিন্তু ইনকাম হবে ধুমিয়ে। ইনভেস্টমেন্টের কথা শুনেই ভয় পাবার কিছু নাই। এই পোস্টটি পুরোটা পড়লেই আপনিও আত্মবিশ্বাস পাবেন এখানে কাজ করার।
২০১০ সালে ১ বিটকয়েন কিনে রাখলে আজ আপনি ৯,৭১,০০০ টাকার মালিক হতেন। বিটকয়েনের সাথে জোর দিয়ে বাড়ছে অন্য ক্রিপোগুলোর দামও । এখন ১ ইথেরিয়ামের দাম ৩৮০ ডলার।
আসলে এর কোনো লিমিট নেই। এটা নির্ভর করে আপনি কতজনকে রেফার করছেন এবং আপনি কতগুলো স্লট কিনতে পারছেন তার উপর। নূন্যতম ২০ ডলার থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম সম্ভব। আপনি কাউকে রেফার করতে না পারেও শুধু স্লট কিনেই ইনকাম সম্ভব।
ফরসেজ থেকে আপনার যা ইনাকাম হবে তা সরাসরি আপনার ওয়ালেটে চলে আসবে। এবং সেটা কাউকে সেল করে বিকাশ/ নগদে টাকা নিতে পারবেন।
* ফরসেজ কোন কোম্পানি না। এটা একটা সাইট। এখানে একাউন্ট করার টাকাগুলো মানে Trx গুলো সকলের মাঝে ভাগ করা হয়।
১) রেফার করে (আনলিমিটেড)
২) স্লট কিনে বা ইনভেস্ট করে।
১) রেফার ইনকাম :- আপনি এবং আপনার ডিরেক্ট ডাওনলাইন থেকে সেম ইনকাম পাবেন। আপনি কাউকে রেফার করলে তিন ডলার পাবেন আপনার ডাউন লাইন কাউকে রেফার করলেও তিন ডলার আপনি পাবেন। আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন।
প্রতি রেফারে আপনি পাবেন তিন ডলার করে। আপনার রেফার যখন তৃতীয় কাউকে রেফার করবে সেখান থেকেও আপনি পাবেন তিন ডলার।
২) স্লট/প্ল্যাটফর্ম :- এইখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, স্লটের প্রাইজ ৩$ থেকে শুরু হয়ে ৩৬৫৯$ এ গিয়ে শেষ। আপনি ঈচ্ছামতো ধাপে ধাপে স্লট কিনতে পারবেন।
200 trx = ৬ ডলার (৬৫০টাকা) দিয়ে সলট কিনলে ২৮ ডলার পর্যন্ত প্রফিট পাওয়া যায়।
400 trx = ১২ ডলার (১৩০০টাকা) দিয়ে সলট কিনলে ৫৮ ডলার পর্যন্ত প্রফিট পাওয়া যায়।
800 trx = ২৪ ডলার (২৬০০টাকা) দিয়ে সলট কিনলে ১১২ ডলার পর্যন্ত প্রফিট পাওয়া যায়।
আর ডলার গুলা বিক্রি করে টাকা বিকাশে নিতে পারবেন।
মেইনলি লেবেল আপ করতে হবে, আর এইটার জন্য আপনাকে যেকোনো একটা অথবা উপরের দুটো অপশান ই বেছে নিতে হবে।
আপনার লেবেল যত ওপরে থাকবে আপনার ইনকাম ও ততো বেশী হবে। আপনি যতো রেফার করবেন ততো প্রফিট পাবেন।
১. ০% রিস্ক।
২. বেকারত্বের সমাধান।
৩. লাইফ টাইম কাজ করার সুযোগ।
৪. রেফার ছাড়া ইনকাম করার সুযোগ।
৫. ১০০% ডিসেন্ট্রালাইজড সাইট।
৬.কম ইনভেস্ট বেশি ইনকাম।
৭. লাইফ চেঞ্জিং প্লাটফর্ম।
★★★রেফার ছাড়া ইনকাম হবে কিনাঃ- রেফার ছাড়াও ইনকাম সম্ভব, আর এটার জন্য আপনাকে স্লট/প্লাটফর্ম কিনে রাখতে হবে, তাহলে ওভারফ্লো এর মাধ্যমে আপনার স্লটে অটোমেটিক রেফার আসবে। তাই যদি আপনি রেফার না করতে পারেন তবুও টাকা ইনভেস্ট করে (স্লট কিনে) ১০-১৫ দিনের ভিতর ইনকাম করতে পারবেন।
★★★রেফার নিয়ে চিন্তিত & কিভাবে পাবেনঃ- রেফার ম্যানেজ করা অত্যন্ত সহজ কারন এটা অনেক কম টাকার ইনভেস্টমেন্ট সাথে হাই প্রফিট । এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ দিতে পারেন। Forcage.io লিখে। এখান থেকে লাইফটাইম ইনকাম করতে পারবেন। কোন রিক্স নেই।
আমি সহজভাবে বোঝানোর ট্রাই করলাম বাকীটা কাজের মাধ্যমে নিজেই বুঝে যাবেন।
এইটার জন্য যারা "টীম ওয়ার্ক করবে তারা ভাল একটা প্রফিট পাবে এখান থেকে।
ফরসেজে একাউন্ট করার জন্য ৬ ডলার কিছু উপরে বা ২২০ trx লাগবে। যার মূল্য ৬৫০ টাকা। আর আপনি দুইজনকে রেফার করলে ৬ ডলার বা ২০০ trx পেয়ে যাবেন। আপনার রেফার যখন অন্য কাউকে রেফার করবে সেখান থেকেও আপনি ৩ ডলার পাবেন।
কিভবে একাউন্ট করবেন?
এই লিংটা কপি করে টোকেন পকেট ওয়ালেটে ড্যাপ ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে পেষ্ট করে সার্চ দিলে সব কিছু বুঝে যাবেন।
এই লিঙ্ক থেকে একাউন্ট রেজিষ্টার করার পুরো প্রসেস টা ইউটিউবে দেখে নিতে পারেন।
Trx লাগলে আমাকে নক করতে পারেন।
এখন ইন্টানেটের যুগ সব কিছুই খুব সহজেই চেক করা যায়। তাই এই সম্পর্কে আরো জানার জন্য আপনি ইউটিউবে অথবা গোগলে Forsage লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।
বর্তমানে কোন কোম্পানিতে ৮-১০ ঘন্টা ক্জ করে ১০-১৫ হাজার টাকা বেতন পাওয়া অনেক কষ্টকর। কিন্তু ফরসেজে আপনি একটু সময় দিয়ে প্রতি মাসে ২০-৩০ হাজার বা তারো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন।
এখানে যদি আপনি এক মাসে ৫০ জন রেফার করতে পারেন তাহলে এক মাসে মিনিমাম আপনি ৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না!!!
প্রতি রেফারে যেহেতু তিন ডলার পাবেন তাহলে ৫০ জন রেফারে পাবেন ১৫০ ডলার। আপনার ৫০ জন রেফার যখন তৃতীয় কাউকে রেফার করবে সেখান থেকেও পাবেন তিন ডলার করে, তাহলে আরো ১৫০ ডলার।
মোট ৩০০ ডলার। ৩০০ ডলারের দাম হচ্ছে ৩০০×৯৫= ২৮,৫০০, ডলার রেট কমে বাড়ে। এখন এই ৫০ জনের মধ্যে অনেকেই স্লট কিনবে বা ইনভেস্ট করবে। সেই ইনভেস্টের পুরো টাকাটা আপনি পাবেন।
আপনার ৫০ জন রেফার মিলে যদি আরো ৫০০ জনকে রেফার করে তাহলে তারা সবাই হবে আপনার ডাউনলাইন। আর ডাউনলাইন থেকেও আপনি সেইম ইনকাম পাবেন। তখন আপনি কোন কিছু না করলেও আপনার ইনকাম হতেই থাকবে। কারন আপনার ডাউনলাইনের সবাই কাজ করবে।
আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করার জন্য নিচের Telegram লিখার উপর ক্লিক করুন।
আমাদের গ্রুপের কিছু মেম্বারদের আর্নিং এর স্কিনসর্ট। যারা দুই চারজন রেফার করে আর অল্প কিছু ইনভেস্ট করেই ৪-৫ হাজার টাকা ইনকাম করে ফেলছে।
ফরসেজে জয়েন্ট হতে বেশি টাকা লাগে তাই এখানে ইনকামও বেশি, যদি কম টাকার মধ্যে কাজ করতে চান তাহলে ফিউচার ট্রনে কাজ করতে পারেন।
ফিউচার ট্রন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের Futute tron এর উপর ক্লিক করুন।