২০০১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নবীন অমর একুশে হলের প্রাক্তন ছাত্রবৃন্দ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে শিক্ষা, গবেষণা, বৈদেশিক মিশন, প্রশাসনিক, সাংবাদিকতা, জাতীয় রাজনীতি ও ব্যাবসা বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত আছেন। এই হল থেকে শিক্ষা জীবন শেষ করে ড. আতিকুর রহমান হার্ভার্ড, ড. মেজবাহ উদ্দিন তালুকদার ক্যামব্রিজ সহ অনেকেই পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল/পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন। প্রাক্তন ছাত্রদের মধ্যে প্রায় ৩০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শতাধিক ছাত্র দেশী বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা-গবেষণা করছেন। এ হলের ছাত্রদের মধ্যে আরিফ সিদ্দিকি Google, নাসির উদ্দিন লস্কর Whirlpool সহ অনেকেই নানাবিধ আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। COVID-19 এর টিকা আবিষ্কারে প্রাথমিক সফলতা প্রাপ্ত Globe Biotec Ltd. এর অন্যতম গবেষক ড. আসিফ মাহমুদ এ হলেরই একজন কৃতি ছাত্র। একমাত্র অমর একুশে হলই ২০০৪ সালে দেশব্যাপী সর্ববৃহৎ ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা প্রচলন করে, যা প্রতিবছর এ হলেই আয়োজিত হচ্ছে। একুশে ডিবেটিং ক্লাব ২০১৬ সালে ৯ম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেছেন। হলের শিক্ষার্থীদের মধ্যে যারা ছাত্র রাজনীতি করেছেন তারা পরবর্তিতে জাতীয় পর্যায়েও নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এইচ. এম. বদিউজ্জামান সোহাগ বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সবচেয়ে কম সময়ে বাংলাচ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু সাইফুল ইসলাম রাসেল এই হলেরই একজন প্রাক্তন চ্যাম্পিয়ান ক্রীড়াবিদ।