অমর একুশে হল
ঢাকা বিশ্ববিদ্যালয়

বাঙালি এবং বাংলাদেশের ইতিহাসে বায়ান্নর মহান ভাষা আন্দোলন এক গৌরবোজ্জল ঘটনা । মাতৃভাষার অধিকার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল। এর পেছনের মূল প্রেরণার উৎস ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই একুশে ফেব্রুয়ারি আমাদের সংগ্রামী চেতনাকে করে উজ্জীবিত, দেশপ্রেমকে করে জাগ্রত। একুশের স্মৃতিকে অল্লান করতে এবং ভাষা শহিদদের প্রতি সম্মান দেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অমর একুশে হল । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ বৈশাখ ১৪০৮ ( ৭ মে, ২০০১ ) অমর একুশে হলের উদ্বোধন ঘোষণা করেন । সেদিন তিনি হল চত্বরে একটি নিম চামেলি গাছও রোপণ করেছিলেন।

অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ

প্রাধ্যক্ষ, অমর একুশে হল

ভাষা শহিদদের স্মরণে সালাম, বরকত, রফিক ও জব্বারের নামে এ হলের ৪টি ভবনের নামকরণ করা হয়েছে। ২০০১ সালের শেষের দিকে ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ হল এবং স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে আগত ছাত্রদের নিয়ে অমর একুশে হলের আবাসিক কার্যক্রম শুরু হয়। রফিক, সালাম ও বরকত এই তিনটি ৫ তলা ভবনে সর্বমোট ৫০০ সিট ছিল । পরবর্তিতে ২০১৩ সালে ঐ তিনটি ভবনের ছয়তলা নির্মানের ফলে সিট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬২০ হয়। বর্তমানে হলে সর্বমোট ১৫৫টি আবাসিক কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষে চারজন অবস্থানের ব্যবস্থা রয়েছে। বাস্তবে হলে ৫৭০ জন শিক্ষার্থী নিয়মানুযায়ী এবং অতিরিক্ত ১৩০ জন শিক্ষার্থী অনাবাসিক হিসেবে বসবাস করে। এছাড়াও ৮৯৫ জন অনাবাসিক শিক্ষার্থী হলে সংযুক্ত আছে।

হলের চারটি ভবনের নামকরণ হয়েছে চার ভাষা শহিদের নামে। বরকত ভবনে চার (৪) সিট বিশিষ্ট আবাসন কক্ষ রয়েছে ৩২টি। রফিক ভবন ও সালাম ভবনে চার (৪) সিট বিশিষ্ট আবাসন কক্ষের সংখ্যা যথাক্রমে ৮৩টি ও ৪০টি। জব্বার ভবনে বিনোদনের জন্য রয়েছে টিভি রুম, ইনডোর গেমস রুম, সুপরিসর ডাইনিং রুম (রসনা) ও ক্যান্টিন (রুচিরা)। এছাড়া শিক্ষা সহায়ক ও অন্যান্য সুবিধার জন্য রয়েছে ১টি গ্রন্থাগার, ৩টি পাঠকক্ষ, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র (একুশে সাংস্কৃতিক সংঘ), ডিবেটিং কক্ষ, স্বাস্থ্য বিষয়ক কক্ষ (বাঁধন), হল প্রশাসনের জন্য বিভিন্ন কক্ষ ও আবাসন সুবিধাদি। রয়েছে লন্ড্রি (সৌভনিক), সেলুন (খেউরি), প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ছোট একটি দোকান। সৌন্দর্য বর্ধনের জন্য হলের মধ্যে রয়েছে ফুলের বাগান। নামাজের জন্য রয়েছে একটি মসজিদ।

অমর একুশে হল

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০

ফোনঃ ৯৬৬১৯০০-৫৯