হলের চারটি ভবনের নামকরণ হয়েছে চার ভাষা শহিদের নামে। বরকত ভবনে চার (৪) সিট বিশিষ্ট আবাসন কক্ষ রয়েছে ৩২টি। রফিক ভবন ও সালাম ভবনে চার (৪) সিট বিশিষ্ট আবাসন কক্ষের সংখ্যা যথাক্রমে ৮৩টি ও ৪০টি। জব্বার ভবনে বিনোদনের জন্য রয়েছে টিভি রুম, ইনডোর গেমস রুম, সুপরিসর ডাইনিং রুম (রসনা) ও ক্যান্টিন (রুচিরা)। এছাড়া শিক্ষা সহায়ক ও অন্যান্য সুবিধার জন্য রয়েছে ১টি গ্রন্থাগার, ৩টি পাঠকক্ষ, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র (একুশে সাংস্কৃতিক সংঘ), ডিবেটিং কক্ষ, স্বাস্থ্য বিষয়ক কক্ষ (বাঁধন), হল প্রশাসনের জন্য বিভিন্ন কক্ষ ও আবাসন সুবিধাদি। রয়েছে লন্ড্রি (সৌভনিক), সেলুন (খেউরি), প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ছোট একটি দোকান। সৌন্দর্য বর্ধনের জন্য হলের মধ্যে রয়েছে ফুলের বাগান। নামাজের জন্য রয়েছে একটি মসজিদ।