----------গল্প.শেষ ইচ্ছা
writer.রাইটার. Kayesকায়েস khanখান
------------------------------------------------------
নিলা,, 📞📞
আমি,,hi..কেমন আছো জান।
নিলা,,ভালো আছি তুমি কেমন আছো।
আমি,,আমি মস্তিতে আছি তুমি থাকতে কি হতে পরে আমার, কিন্তু তুমি এতো দুঃখী কেন।
নিলা,,একটু টেনশনে আছি তুমি আমাকে বিয়ে করবে।
আমি,,কি নিয়ে টেনশন করছো আগে সেটা বলো আমাকে।
নিলা,,তুমি আমাকে জান বলো আর আমি তোমার পুরো পৃথিবী তাই না।
আমি,, আরে বাবা কি হয়েছে সেটা বলো না এত প্রশ্ন করছো কেনো।
নিলা,,বাবু যতি তুমি আমাকে ছাড়া বাঁচতে না পারো তাহলে আমাকে বিয়ে করে নাও আর তোমার জীবন সঙ্গী করে নাও।
আমি,,তুমি সিরিয়াস ভাবে বলছো নাকি এমনি বলছো।
নিলা,,বাবু আমি সিরিয়াস ভাবেই বলছি বলো না প্লিজ।
আমি,,না করতে পারবো না আর কেন পারবো না ওটা জিজ্ঞেস করবে না।
নিলা,,বাবু কেন করতে পারবে না তুমি যে বলো আমি তোমার জীবন তবে জীবনের থেকে কি দুরে থাকতে পারবে।
আমি,,দেখো ভালোবাসা একটা জায়গায় না তোমার মা-বাবা মানবে না আমার মা-বাবা মানবে যেখানে আমাকে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করবো।
নীলা,,বাবু আমি একটা মেয়ে হয়ে আমি আমার মা-বাবাকে মানিয়ে নেব কিন্তু তুমি যদি তোমার পরিবারের সাথে কথা না বলতে পারো প্লিজ বাবু আমি কথা বলছি তোমার পরিবারের সাথে।
আমি,,ফালতু কথা বলো না আই think এখন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত এখন আমি ফোন রাখছি আর কখনও ফোন করবে না আমাকে।
নিলা,,ঠিক আছে বাবু একটা কথা বলে যাচ্ছি টেনশন আমার একটাই ছিলো যে আমসর বিয়ে ঠিক করেচে আমার বাবা- মা আমি তোমার কথা বলেছি বাড়িতে কিন্তু বাড়ির লোক বললো যে ও তোকে বিয়ে করার মতো ছেলে না, কিন্তু আমি বিশ্বাস করিনি অনেক জেদ করেছি তখন ওরা রাজি হলো, আমি সবার থেকে জিতে তোমার কাছে হেরে গেলাম, নাউ বাবু আমি তোমাকে মুক্ত করলাম যাও বাবু নিজের মতো কোরে বাঁচো.....
কিছু দিন পর
নিলা,,হাই তোমাকে কিছু বলার ছিল তাই কল করেছি।
আমি,,হ্যাঁ বলো।
নিলা,,আমার বিয়ে হয়ে গেছে আর ও খুব ভালো আমাকে খুব ভালোবাসে।
আমি,,তাই খুব ভালো আর তুমি ভালোবাসো ওকে।
নিলা,,হ্যা খুব ভালোবাসি ওখুব ভালো আমার খুব খেয়াল রাখে তোমার মতো বেইমান নয় ভালোবাসবে একজনকে আর বিয়ে করবে আর একজনকে তুমিও নিশ্চয়ই বিয়ে করেছ।
আমি,,না বিয়ে করিনি যাক স্বীকার করলে যে আমি তোমাকে ভালোবাসতাম বা ভালোবাসি জানো আমার একটা শেষ ইচ্ছা ছিলো
তোমার বিয়ে হবার আগে মানে যার সাথে তোমার বিয়ে হবে তমি তার সাথে যেন খুসি থাকো তোমার জীবন যেন খুব সুন্দর হয়।
নিলা,,শেষ ইচ্ছা ছিল মানে তার মানে কি বলো।
আমি,,কিছু না বাদ দাও আচ্ছা আমি ফোন রাখছি তুমি খুশি থেকো।
নিলা,, প্লিজ আমার দিব্যি, বলোএর মানে কি প্লিজ আমার দিব্যি দিয়ে তুৃমি কখনো মিথ্যা বলোনি প্লিজ আমায় বলো।
আমি,,আমার ক্যান্সার হয়েছে আমার যে কোন সময় মৃত্যু হতে পরে এক বছর ধরে লড়াই করছি এই ক্যানসারের সঙ্গে ডাক্তার বলেছে আমাকে বাঁচানো মুশকিল।
নিলা,,কি ফালতু কথা বলছো কেন মজা করছ।
আমি,,একজন মৃত্যুশয্যা মানুষের উপর বিশ্বাস করো,আমি সবসময় তোমাকে ভালোবাসতাম আর মৃত্যু পর্যন্ত ভালোবাসবো আর শালা এমন কোন পাগল আছে যে নিজের জিবনকে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেবে আমার জীবন আর আমার সাথে নেই আমার হাত ছেড়ে দিয়েছে আর তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে।
নিলা,,আমি জানি তুমি আমাকে কালও ভালোবাসতে আজও ভালোবাসো কিন্তু তুমি কেন বলনু কেন আমাকে মিথ্যা বলছো সত্যি বলতে পারতে বিশ্বাস করো আমি মৃত্যু পর্যন্ত তোমার সাথেই থাকতাম।
আমি,,আমি যদি তোমার সাথে বেঈমানী না করতাম তুমি কি অন্য কাউকে বিয়ে করতে একটা মৃত্যুশয্যা মানুষ তোমাকে কি জীবন দিত, যে নিজেই প্রত্যেক সময় মৃত্যুর মুখে যাচ্ছে।
নিলা,,আমি এখনও তোমাকে ভালোবাসি আর তোমাকে সারাজীবন ভালবাসবো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।
আমি,,দেখো আমার তোমার প্রতি কোন নালিশ নেই আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে আমি জদি তোমার মন না ভাঙতাম তাহলে তুমি আমাকে যেতে দিতে তুমি খুশি থাকো জান শুধু এটাই আমি চাই।
নিলা,,একটা কথা বলো ভালোবাসা কেউ তোমার থেকে শিখবে আমি কিছু শুনতে চাইনা শেষবারে জন্য হলেও আমি তোমার সাথে দেখা করতে আসছি।
সব গল্পের শেষ হয়না কিছু কিছু গল্প অসম্পূর্ণ থেকে জায় কিছু ভালোবাসা আছে জা রুমান্টিক হয় না কষ্টের ও হয় কিছু কথা আছে জা বলা হয় না নাবলাই থেকে জায়😭😭
[ কোন ভুল ত্রুটির হলে ক্ষমা দিষ্টি তে দেখবেন ]
-------সমাপ্ত.।
বিদায় অনলাইন বিদায় বন্ধুরা ভালো থেকো সবাই😔😭🙏