BARNIKA  2023-24

বর্ণিকা 

২০২৩- ২৪

"শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো..."

 প্রতিদিনের ছুটে চলার মধ্যে যে কেজো আমিটা থাকে, সে কিন্তু আমাদের সবটুকু নয়। আমাদের অবকাশের মধ্যে রাখা থাকে আরেক আমি-র সন্ধান। সেখানে রং নিয়ে, সুর নিয়ে, শব্দ নিয়ে আরেক খেলায় মাতি আমরা। অকারণ সে খেলা। বড্ড স্বাধীন সেই অবসরের আসর। সেখানে আমাদের আনন্দ,  মন খারাপ, উচ্ছ্বাস, বিদ্রোহ রেখায়-লেখায় ধরা থাকে। সে আসর নাটমন্দিরের মতন।  সবার সেখানে নিমন্ত্রণ। তেমনই এক অবসরের নাটমন্দিরে আপনাদের স্বাগত জানাই। আমাদের কলেজের মেয়েরা তাদের মনের দিগন্তকে আপনাদের সবার জন্য মেলে ধরেছে এখানে প্রতিদিন বদলাতে থাকা এই পৃথিবীটাকে নিয়ে ওরা ঠিক কী ভাবছে, সময়ের সঙ্গে এক্কাদোক্কা খেলতে গিয়ে ওরা কতোটা জিতছে, আর কতোটাই বা শিখছে, ক্ষোভ, জেদ আর আনন্দ কেমনভাবে, কী অনুপাতে মিশে যাচ্ছে ওদের তারুণ্যের অনুভবে, সে সবেরই একটা রেখাচিত্র রাখা থাকলো এখানে। কখনও এখানে এসে ওরা নিজেদের ভাবনাগুলোকে নেড়েচেড়ে দেখবে, কখনও দেখবো আমরা, যারা ওদের বয়সটাকে পেরিয়ে এসেছি, তারা এইসব লেখার কাছে গিয়ে একটু ওম্ পুহিয়ে নেব। আমাদের কলেজের এমন একটি প্রয়াস তবেই তো সার্থক হবে, অর্থ খুঁজে পাবে ।

             আমাদের কলেজের অধ্যক্ষা মহাশয়ার আকণ্ঠ উৎসাহ ছাড়া এ কাজ সম্ভব হতো না কখনই। প্রতি পদক্ষেপে তাঁর পরামর্শ আমরা পেয়েছি। প্রতিটি বিভাগের মাননীয় অধ্যাপক, অধ্যাপিকা, যাঁরা প্রতিদিন পরম মমতায় ও যত্নে আগামীর মহীরুহগুলিতে প্রকৃত চেতনা সঞ্চার করে চলেছেন, ওদের ভাবতে শেখাচ্ছেন, তাঁরা ছাড়া এই কাজ কখনই পূর্ণতা পেত না। আর প্রিয় ছাত্রীরা, এই পত্রিকা তো তোমাদেরই। তোমারই তো এর প্রাণ। তোমাদের এই ক্যানভাসে এভাবেই তোমরা নতুন নতুন ছবি ফুটিয়ে তোলো।

 ম্যাগাজিন কমিটি