BARNIKA
2024-25
BARNIKA
2024-25
বর্ণিকা
২০২৪-২৫
ম্যাগাজিন কমিটির পক্ষ থেকে...
চারদিকের পৃথিবীটা ক্রমে অস্থির হচ্ছে। প্রতিদিন একটু একটু করে চুরি যাচ্ছে আমাদের স্বপ্ন, শিরদাঁড়া, মূল্যবোধ, আরও অনেক কিছু। তবুও এই নিকষ আঁধারের মাঝে থেকেও, আলোটাকে হারাতে চাইছি না আমরা কেউই। আমরা বলতে চাইছি আমাদের কথাগুলো, ভাবনাগুলো। স্বগতোক্তির মতন করেই হোক না হয়, তবুও কথাগুলো বলতে চাইছি, কথাগুলো জন্মাচ্ছে আমাদের মনের ভেতর। কলমের স্বর দিয়ে, ক্যামেরার আলোছায়ায়, ক্যানভাসের রঙের মধ্যে দিয়ে আমাদের কলেজের মেয়েরা তাদের পৃথিবীটাকে খুঁজছে। আর আমরা তো জানিই যে মেয়েদের দূরবীনে আরও এমন অনেক ছবি ধরা পরে, যা সাধারণের চোখ এড়িয়ে যায়। তাই ওদের এইসব ব্যক্তিগত সংলাপ, আলাপে পরিণত হোক। একজনের কম্পাঙ্ক অপরকে ছুঁয়ে যাক। এমন একটা চাওয়া থেকেই তো তৈরি হয়েছিল একদিন ওদের নিজস্ব কলেজ ম্যাগাজিন 'বর্ণিকা'। আজও ওরা ওদের আপন কথার চিঠি 'বর্ণিকা'-র ডাকবাক্সে ফেলে যায়। সেইসব সাজিয়েই প্রকাশিত হলো এবারের 'বর্ণিকা', অসময়ের এক স্বপ্ন-সম্ভাবনা।
আমাদের অপরিসীম কৃতজ্ঞতা রইলো কলেজের অধ্যক্ষা প্রফেসর ড. অপর্ণা দের প্রতি, যাঁর উৎসাহে, প্রশ্রয়ে আমাদের ছাত্রীদের আলাপের এই 'বর্ণিকা' নামক পান্থশালা আজও সরগরম হয়ে আছে। আর আমাদের বড্ড আদরের মেয়েরা, তোমাদের আর কী বলবো বলো তো... এভাবেই নাছোড়বান্দা হয়ে লেগে থেকো স্বপ্নের পিছনে। কথাগুলো বলতে থাকো। কারণ হাল-না-ছাড়া মানুষরাই শেষ অবধি জিতে যায়।
ম্যাগাজিন কমিটি