BARNIKA 2022-23
BARNIKA 2022-23
বর্ণিকা ২০২২-২৩
আগামীর পৃথিবীটাকে নিয়ে স্বপ্ন দেখে ওরা। ওরা মানে আমাদের ছাত্রীরা। আর আমরা ওদের চোখে চোখ রেখে সেই ভাবীকালটাকে দেখতে চাই। 'বর্ণিকা' হলো ওদের স্বপ্ন আঁকার ক্যানভাস। ওরা ওদের মনের কথার মহড়া এখানেই দেয়। ওদের মতোই তারুণ্যে ভরা প্রাণবন্ত দৃষ্টিকোণ থেকেই উঠে আসে 'বর্ণিকা'-র গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি আর ফটোগ্রাফগুলি। সময়টা চলে যেতে যেতে কেমনভাবে ছাপ ফেলে যাচ্ছে ওদের মেধা ও মননে, সেটা বোঝার চেষ্টা করি । ওরাও হয়তো করে তা পরস্পরের ভাবনার সামনে দাঁড়িয়ে। সব মিলিয়ে 'বর্ণিকা' আমাদের আড্ডার এক প্লাটফর্ম, যেখানে ভাবনার অসংখ্য মেল ট্রেন এসে দাঁড়ায়। আমাদের এই জংশনে আপনিও যাত্রী হতে পারেন। সওয়ারী হতে পারেন আমাদের এই নিজস্ব মেল ট্রেনের।
...... ম্যাগাজিন কমিটি