Conclusion 

সিদ্ধান্ত: সকল বিষয় বিবেচনা করে এবং বেশির ভাগ মানুষের মতামতের উপর ভিত্তি করে, আমরা বলতেই পারি অনলাইন ক্লাস-ই সেরা, কেননা এখানে ঘরে বসেই কম সময়ে অধিক পড়ালেখা করা সম্ভব হয়, এছাড়াও  এখনে সহজে এবং সুলভে শিক্ষকদের সাথে যোগাযোগ করা যায়। প্রয়োজনীয় যেকোনো বই এর PDF Download করা যায় Internet - এর মাধ্যমে এছাড়াও অনলাইন ক্লাস করলে শিক্ষার্থীরা এখান থেকে পরীক্ষাও দিতে পারে তাছাড়াও সহজলভ্য Mock test এর মাধ্যমে তারা তাদের প্রস্তুতি আরো ভালো করতে পারে। তাই সকল কিছু বিবেচনা করে দেখা যায় অনলাইন ক্লাস-ই সেরা।