ডানকুনি সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা স্টুডেন্টস সলিউশন গ্রুপেটি খোলার উদ্দেশ্য হলো , আমরা দেখেছি বেশ কিছু বছর ধরে মাদ্রাসার নাম মানুষের মুখে মুছে যাচ্ছে । ডানকুনি মাদ্রাসাকে মানুষ আর আগের মত প্রাধান্য দিচ্ছে না । তার কারণ , মাদ্রাসার পঠন পাঠন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে । মাদ্রাসায় বেশ কিছু শিক্ষকের আসন খালি আছে যা সরকার পূরণ করছে না । ছাত্র ছাত্রীদের পড়াশোনার ঘাটতি ও সামাজিকতা আস্তে আস্তে শেষ হতে চলেছে ।
তাই আমরা কয়েকজন প্রাক্তন ছাত্র মিলে এক জোট হয়ে আলোচনা করি যে কি ভাবে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও ছাত্রী ছাত্রীদের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার নাম উজ্জ্বল করা যায় ।
সেই কথা ভেবেই আমরা হোয়াটস অ্যাপ গ্রুপ ওপেন করি। গ্রুপের নাম দিলাম "DSSM STUDENTS SOLUTION ", নাম অনুযায়ী একটা সুন্দর লোগো ডিজাইন করা হলো। আস্তে আস্তে গ্রুপের মেম্বার বাড়তে থাকে ।
মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজ কর্ম, পড়াশোনার বিষয়ে সহযোগিতা ও মাদ্রাসার বিভিন্ন কাজ ইত্যাদি এই গ্রুপের পক্ষ থেকে করা হয়।