ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ৫২ একর জুড়ে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ১৯৬০ সালের ৫ই মে। এটি শিক্ষামন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই শিফটে পাঠদান করা হয়। এই কলেজে মোট শিক্ষাভবন তিনটি , মোট হাউস সাত টি এবং মোট ক্যান্টিন তিনটি। ২০২৩ সালে ও ২০২২ সালে ঢাকা রেসিডনসিয়াল মডেল কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।