Conference Track Chair
#copied post
Study in Finland
January Session Vs September session
এই পোস্ট এ মাস্টার্স এর সব কিছু আলোচনা করা হবে। ব্যাচেলর এর অনেক ইস্যু এ থাকবে কিন্তু বিস্তারিত ইস্যু গুলা নিয়ে পরে আরেকটা আলাদা পোস্ট দিব। এক পোস্ট এ দিলে অনেক কমপ্লেক্স হয়ে যায়।
অনেকেই একটা ইস্যু নিয়ে প্রশ্ন করেন যে কোন সেশন এ এপ্লিকেশন করার সময় কি কি রিকোয়ারমেন্ট থাকে।কখন আইএলটিএস লাগে কখন জব এক্সপেরিয়েন্স লাগে।এই রকম অনেক প্রশ্ন।
আপনার ও যদি এইটা নিয়ে প্রশ্ন থাকে তাহলে এই পোস্ট টা আপনার জন্য। ভালো ভাবে পড়বেন তাহলে এইটা নিয়ে আর কোন কনফিউশন থাকবে না।
মেইন পয়েন্ট এ যাওয়ার আগে একটা কথা বলার দরকার।
ফিনল্যান্ড এ ২ ধরনের বিশবিদ্যালয় আছে।
১. Research University
২. Applied Science University
এইবার মেইন পয়েন্ট নিয়ে কথা বলব।
১. কোন সেশন এ কখন এপলাই করা যায়?
January session:
এই জানুয়ারি সেশন এর এপ্লিকেশন সবসময় তার আগের বছর সেপ্টেম্বর এ শুরু হয়।যেমন ২০২৪ জানুয়ারি সেশন এর এপ্লিকেশন এই বছর সেপ্টেম্বর মানে ২০২৩ এর সেপ্টেম্বর এ শুরু হবে।
September session:
সেপ্টেম্বর সেশন এর এপ্লিকেশন সবসময় বছর এর শুরু তে মানে জানুয়ারি মাস এ শুরু হয়।২০২৪ সেপ্টেম্বর সেশন এর এপ্লিকেশন ২০২৪ এর জানুয়ারি তে শুরু হবে।
২. Applied Science University তে কি শুধু সাইন্স এর সাবজেক্ট এ এপলাই করা যায় ?
না অ্যাপ্লায়েড সাইন্স ইউনিভার্সিটি তে সবধরনের সাবজেক্ট ই থাকে business এবং arts সবার ই এপ্লিকেশন করার অপসন থাকে।
৩. সব সেশন ই কি সব ইউনিভার্সিটি তে এপলাই করা যায়?
সব সেশন এ সব ইউনিভার্সিটি তে এপলাই করা যায় না। জানুয়ারি সেশন এ শুধু Applied Science University তে অল্প কিছু সাবজেক্ট এ এপলাই করা যায়। কিন্তু সেপ্টেম্বর সেশন এ সব ধরনের ইউনিভার্সিটিতে সব সাবজেক্ট এ এপলাই করা যায়।সেপ্টেম্বর সেশন হচ্ছে ফিনল্যান্ড এর সবচেয়ে বড় সেশন।
৪. কোন সেশন এ স্কলারশিপ বেশি পাওয়া যায়?
ফিনল্যান্ড এ শুধু Research University গুলোতে স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপ ফুল স্টাডি পিরিয়ড এর জন্য ই দিয়ে থাকে ।
Applied science University গুলো ডিসকাউন্ট দিয়ে থাকে। এই ডিসকাউন্ট শুধু প্রথম বছর এর জন্য দিয়ে থাকে। টিউশন ফিস পে করার একটা সময় সীমা দেওয়া থাকে ওই সময় এর মধ্যে পে করলে ই কেবল আপনি ডিসকাউন্ট টা পাবেন।
৫. কোন সেশন এ এপলাই করতে কি কি লাগে? কোন সেশন এ জব এক্সপেরিয়েন্স লাগে আর কোন সেশন এ IELTS লাগে?
January Session:
Applied Science University তে শুধু জব এক্সপেরিয়েন্স দিয়েই এপলাই করা যায়। আর জানুয়ারি সেশন এ শুধু এই ধরনের ইউনিভার্সিটি গুলো এর কিছু সাবজেক্ট এ এপ্লিকেশন ওপেন থাকে তাই জানুয়ারি তে শুধু যাদের ২ বছর এর জব এক্সপেরিয়েন্স আছে তারা ই এপলাই করতে পারবেন। Applied Science University গুলো IELTS একসেপ্ট করে না
September Session:
এই সেশন এ সব ধরনের ইউনিভার্সিটি ওপেন থাকে। তাই যাদের IELTS আছে তারা Research University তে এপলাই করতে পারবেন। আর যাদের জব এক্সপেরিয়েন্স আছে তারা Applied ScienceUniversity তে এপলাই করতে পারবেন। আর যাদের ২ টাই আছে তারা সব ইউনিভার্সিটি তে ই এপলাই করতে পারবেন।
৬. জব এক্সপেরিয়েন্স কত দিনের হতে হয় আর সাবজেক্ট রিলেটেড জব হতে হবে কিনা?
জব এক্সপেরিয়েন্স আপনার ব্যাচেলর শেষ হওয়ার পর থেকে ২ বছর হতে হবে।
সাবজেক্ট রিলেটেড হতে হবে এমন কিছু নাই কিন্তু অবশ্যই ফুল টাইম আর পার্মানেন্ট জব হতে হবে।
৭. ইউনিভার্সিটি তে এপলাই এর সময় কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে?
ফুল লিস্ট গ্রুপ এর ফাইল সেকশন এ পাবেন।
৯. কোনটা Research University আর কোনটা applied science University কিভাবে বুঝব?
Applied Science University গুলোর শেষ এ Applied Science University লেখা থাকবে। ওইগুলো ছাড়া বাকি গুলো Research University।
ইউনিভার্সিটি লিস্ট নিয়ে গ্রুপে আমার একটা পোস্ট আছে ওইগুলো দেখতে পারেন। ওইখানে লিঙ্ক সহ পাবেন।
সবার জন্য শুভ কামনা।
নাজমুল হাসান
University of Vaasa
Masters in Finance