A Closed Book
Where Dreams Die ...
আলোকমালার দম্ভতাজে,
বিশ্ব কাঁদে দ্বন্দ্ব বাজে;
কান্নাভরা মাতৃক্রোড়ে,
ভীষণ অভিশাপ।
কিন্নর ধ্বনি প্রভাত কালে,
বাজায় এ কোন প্রলয় তালে;
টুকরো রবির রক্ত আভায়,
আঁধার নেমে আসে।
পুরাতনের করুণ বীনা,
ব্যর্থ যে আজ বাদক বিনা;
মনের কোনের অন্ধকূপে,
হারায় প্রাণের বাতি।
দিনের কোলে রাতের ছায়া,
এ কোন জীবন, এ কোন মায়া;
স্বপ্ন শেষে উঠবো কবে,
আবার দিনের প্রথম হবে।