বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এবং জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছে। Digital marketing এর ব্যবহার যতটাই বেশি বৃদ্ধি পাচ্ছে, ততটাই বেশি চাকরির সুযোগ এক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো products বা services গুলোকে প্রচার বা মার্কেটিং করার প্রক্রিয়াকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। বিভিন্ন online platform গুলোর মাধ্যমে যেকোনো product or services এর প্রচার করাটা অধিক সহজ এবং লাভজনক।
About us : 1960 সাল থেকে, কম্পিউটিং শক্তি এবং স্টোরেজ ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে, মূলত MOSFET স্কেলিং এর ফলে যা MOS ট্রানজিস্টরের সংখ্যা মুরের আইন দ্বারা পূর্বাভাসিত দ্রুত গতিতে বৃদ্ধি করতে সক্ষম করে। ব্যক্তিগত কম্পিউটার এবং স্মার্টফোনগুলি কোটি কোটি মানুষের হাতে ডিজিটাল মিডিয়া অ্যাক্সেস, পরিবর্তন, সঞ্চয় এবং ভাগ করার ক্ষমতা রাখে। ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে ড্রোন পর্যন্ত অনেক ইলেকট্রনিক ডিভাইসে ডিজিটাল মিডিয়া তৈরি, প্রেরণ এবং দেখার ক্ষমতা রয়েছে।